ম পৃষ্ঠা ৭৮
- Bengali Word মোক্ষম English definition [মোক্খোম্] (বিশেষণ) ১ প্রবল; সাংঘাতিক; কঠিন; firm । ২ নির্ঘাত (দুই তিনটি ত্রিশ্চান মেয়ে পুঁটের মার এই মোক্ষম যুক্তিপূর্ণ জবাব শুনে খুশি হয়ে বলে উঠেছিল, ‘আচ্ছা বরেছিস মাসী’-কাজী নজরুল ইসলাম)। {(আরবি) মহকম}
- Bengali Word মোগল, মুঘল English definition [মোগোল্, মুঘোল্] (বিশেষ্য) ১ মঙ্গোলিয়া নামক দেশের অধিবাসী। ২ পাকভারতীয় মুসলমানদের শ্রেণিবিশেষ। মোগলাই (বিশেষণ) ১ মোগলের মধ্যে প্রচলিত (এই মোগলাই রান্না ক্রমে ক্রমে ভারতবর্ষের তাবৎ মাংসখেকোদের ভিতর ছড়িয়ে পড়ে-সৈয়দ মুজতবা আলী)। ২ মোগলসুলভ। ৩ মোগল সম্পর্কিত। মোগলাই খানা (বিশেষ্য) মোগলদের খাদ্য (রীতিমত মোগলাই খানা হুকুম করিলাম-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(ফারসি) মুগল}
- Bengali Word মোঘ English definition [মোঘো] (বিশেষণ) নিষ্ফল; ব্যর্থ। অমোঘ বিপ। {(তৎসম বা সংস্কৃত) □ মুহ্+অ(ঘঞ্)}
- Bengali Word মোচ, মোছ English definition [মোচ্, মোছ্] (বিশেষ্য) ১ কলম ইত্যাদির আগা; নিব। ২ গোঁফ। {(তৎসম বা সংস্কৃত) শ্মশ্রু>}
- Bengali Word মোচক English definition ⇒ মোচন
- Bengali Word মোচন English definition [মোচোন্] (বিশেষ্য) ১ মুক্তিপ্রদান; পরিত্রাণ (মোচন হল বন্দী যত-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ উন্মুক্ত করণ; উন্মোচন; উদ্ঘাটন; খোলা (দ্বার মোচন)। ৩ অপনোদন (সে মহাপাপ করব মোচন-সত্যেন্দ্রনাথ দত্ত)। ৪ ত্যাগ; ছেড়ে দেওয়া। মোচক (বিশেষণ) মোচনকারী। মোচনীয়, মোচ্য (বিশেষ্য) মোচনযোগ্য; ছাড়া পাওয়ার বা ছাড়ানোর উপযুক্ত। মোচিত (বিশেষণ) মোচন বা দূর করা হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত) □ মোচি+অন্(ল্যুট্)}
- Bengali Word মোচরস English definition [মোচ্রশ্] (বিশেষ্য) শিমুল গাছের রস, এ- গাছের রসের আটা। {(তৎসম বা সংস্কৃত) মোচং+রস ?]
- Bengali Word মোচা English definition [মোচা] (বিশেষ্য) ১ কলার মঞ্জরি (মোচার খোলার ন্যায় কতগুলি নৌকা ভাসিতেছিল-শেখ হাবিবর রহমান সাহিত্যরত্ন)। ২ কলাগাছ। মেচার খোল (বিশেষ্য) কলার মঞ্জরির আবরণ যা দেখতে নৌকার ন্যায় (চিঠিটি নদীর ঢেউয়ে মোচার খোলের মত আমার বুকের উপর আছাড় খেতে লাগল-রশিদ করিম)। {(তৎসম বা সংস্কৃত) □ মুচ্>}
- Bengali Word মোচিত, মোচ্য English definition ⇒ মোচন
- Bengali Word মোচ্ছব English definition ⇒ মচ্ছব
- Bengali Word মোচড় English definition [মোচোড়্] (বিশেষ্য) ১ পাক; আবর্তন। ২ (আলঙ্কারিক) সুযোগ বা বাগে পেয়ে চাপ দেওয়া। মোচড়ানো, মুচড়ানো (ক্রিয়া) মোচড় দেওয়া; বারংবার আবর্তিত করা; বারবার পাকানো। □ (বিশেষণ) উক্ত অর্থে। {(তৎসম বা সংস্কৃত) মুচুটী>}
- Bengali Word মোছ English definition ⇒ মোচ
- Bengali Word মোছা, মুছা English definition [মোছা, মুছা] (ক্রিয়া) ১ ঘষে পরিষ্কার করা; শুষ্ক করা; পোঁছা (ঘর মোছা)। ২ তুলে ফেলা; অপনোদন করা (কালির দাগ মোছা)। □ (বিশেষণ) উক্ত সকল অর্থে। মোছানো, মুছানো (ক্রিয়া) ১ অন্যকে দিয়ে পরিষ্কার করানো; শুষ্ক করানো (গা মুছিয়ে দেওয়া)। ২ নিশ্চিহ্ন করানো; তুলে ফেলানো (কালি মোছানো)। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। {(আরবি) মাসাহ}
- Bengali Word মোজা English definition [মোজা] (বিশেষ্য) সুতা, রেশম, পশম, চামড়া প্রভৃতি দিয়ে প্রস্তুত পদাবরণ; stocking । গরম মোজা (বিশেষ্য) পশমি সুতা দিয়ে যে মোজা তৈরি হয়। ফুল মোজা (বিশেষ্য) হাঁটু পর্যন্ত ঢাকা মোজা। হাত মোজা (বিশেষ্য) হাতে ব্যবহারের মোজা; দস্তানা। হাফ মোজা (বিশেষ্য) চোট বা আধা মোজা। মোজার কল (বিশেষ্য) মোজা বোনার যন্ত্র। {(ফারসি) মুজাহ্}
- Bengali Word মোজেজা, মু’জিযা English definition [মোজেজা, মুজিজা] (বিশেষ্য) ১ অলৌকিক ঘটনা; লোকাতীত ঘটনা (মোজেজা বা আলৌকিকের ছাপ আছে-গেমো)। ২ নবি রাসুলদের দিয়ে সংঘটিত অলৌকিক ঘটনা। {(আরবি) মু’জিজাহ}
- Bengali Word মোট ১ English definition [মোট্] (বিশেষ্য) সমষ্টি। □ (বিশেষণ) ১ সর্বসমেত; সাকল্যে; সাকুল্যে; সমুদয়ে; সমস্ত একত্রে। ২ আসল; সার; মূল; মোদ্দা। মোট কথা (বিশেষণ) আসল কথা; সার কথা; সংক্ষিপ্ত কথা। মোটামুটি (ক্রিয়াবিশেষণ) ১ স্থূলভাবে। ২ স্থূল হিসেবে; in average । মোটে (ক্রিয়াবিশেষণ) ১ সাকল্যে; সাকুল্যে; একুনে; সমুদয়ে (মোটে দশ টাকা)। ২ আদৌ। ৩ সবেমাত্র (মোটে তো পরীক্ষা দিল)। মোটেই (ক্রিয়াবিশেষণ) একেবারেই; আদৌ। মোটের উপর (ক্রিয়াবিশেষণ) স্থূলত; সব মিলে; সবদিক বিচার করলে (মোটের উপর ভালো)। {(তৎসম বা সংস্কৃত) সমষ্টি>}
- Bengali Word মোট ২ English definition [মোট্] (বিশেষ্য) ১ বোঝা; ভার; যথেষ্ট ওজনযুক্ত মাল। ২ বস্তা; পোঁটলা; গাঁটরি। মোটঘাট (বিশেষ্য) পোঁটলা- পুঁটলি, গাঁটরিগুলি। মোট বাহক (বিশেষণ) মুটে; বোঝা বহনকারী। {(তৎসম বা সংস্কৃত) সমষ্টি>; হি মোট}
- Bengali Word মোটর, মটর English definition [মোটোর্] (বিশেষ্য) ১ হাওয়া-গাড়ি। ২ বিদ্যুৎ- চালিত গতিসঞ্চালক যে যন্ত্র দিয়ে অন্য যন্ত্র চালানো হয়। □ (বিশেষণ) গতিসঞ্চালক। {(ইংরেজি) motor}
- Bengali Word মোটা English definition [মোটা] (বিশেষণ) ১ বেশি মাংসযুক্ত; মাংসল; মেদবহুল (মোটা দেহ)। ২ পুরু; স্থূল; মিহি নয় এমন (মোটা কাপড়)। ৩ ভারী; কর্কশ (মোটা গলা)। ৪ ভোঁতা (মোটা বুদ্ধি)। ৫ মস্ত বড় (মোটা খরচ)। ৬ সাধারণ (মোটা কথা)। ৭ নিপুণতাশূন্য; অসূক্ষ্ণ; স্থূল (মোটা কাজ)। মোটানো (ক্রিয়া) মোটা বা স্থূলাঙ্গ হওয়া; শরীরে মেদ মাংস বেড়ে যাওয়া। মোটা নজর ⇒ নজর। মোটা সোটা (বিশেষণ) স্থূলকায়; হৃষ্টপুষ্ট। {মোট+আ}
- Bengali Word মোটামুটি, মোটে, মোটেই English definition ⇒ মোট১