ম পৃষ্ঠা ৮০
- Bengali Word মোমিন, মোমেন, মুমিন, মমিন English definition [মোমিন্, মোমেন্, মুমিন্, মোমিন্] (বিশেষ্য) ১ প্রকৃত ইমানদার; ধর্মনিষ্ঠ মুসলমান; মনেপ্রাণে আল্লাহতে বিশ্বাসী ও তাঁর উপর নির্ভরশীল (মুমিনকে শিক্ষা দেওয়া হয়েছে কেবল জ্ঞান বৃদ্ধির প্রার্থনা-আবুল ফরাহ মুঃ আবদুল হক ফরিদী); মক্কা ‘পরে যতেক চিল মমিন কি কমিন-রই)। {(আরবি) মু’মিন}
- Bengali Word মোর English definition (পদ্যে ব্যবহৃত) [মোর্] (সর্বনাম) আমার। {(তুলনীয়) (হিন্দি) মোরা}
- Bengali Word মোরগ, মুরগা English definition [মোরোগ্, মুর্গা] (বিশেষ্য) পুরুষ কুক্কুট; দ্বিপদ পাখিজাতীয় প্রাণী। মুরগি, মুর্গি (স্ত্রীলিঙ্গ)। মোরগফুল (বিশেষ্য) মোরগের ঝুঁটির মতো ঘোর লাল রঙের ফুল। বনমোরগ (বিশেষ্য) বনে বাস করে এমন মোরগ। {(ফারসি) মুর্গ}
- Bengali Word মোরব্বা English definition [মোরোব্বা] (বিশেষ্য) চিনির রসে জারিত ফল। {(আরবি) মুরব্বাহ}
- Bengali Word মোরা English definition (পদ্যে ব্যবহৃত) [মোরা] (সর্বনাম) আমরা। {(তুলনীয়) আমরা}
- Bengali Word মোরাকাবা, মুরাকবা English definition [মোরাকাবা, মুরাকবা] (বিশেষ্য) ১ ধ্যান; গভীর চিন্তা। ২ অভিনিবেশ সহকারে চিন্তন (হেরার গুহায় মোরাকাবালীন খোঁজে যে সত্য প্রেম- রঙিন-ফররুখ আহমদ)। ৩ সুফি বা সাধু সম্প্রদায়ের মধ্যে প্রচলিত বিশেষ এক তণ্ময়তা বা সমাহিত অবস্থা। {(আরবি) মুরাকাবাহ}
- Bengali Word মোরে English definition (পদ্যে ব্যবহৃত) [মোরে] সর্বনাম আমাকে। {মোর+এ}
- Bengali Word মোলাকাত English definition ⇒ মুলাকাত
- Bengali Word মোলাহেজা English definition [মোলাহেজা] (বিশেষ্য) মনোযোগের সাথে দেখা; চিন্তা করে দেখা; বিচার- বিবেচনা; পর্যবেক্ষণ (মোহালেজা কিছু না করিবে দেল-সৈয়দ হামজা)। {(আরবি) মুলাহিজাহ}
- Bengali Word মোলায়েম English definition [মোলায়েম্] (বিশেষ্য) নম্র; বিনীত (কথাবার্তায়ও অত্যন্ত মোলায়েম-মবিনউদ্দীন আহমদ)। □ (বিশেষণ) ১ নরম; কোমল; মৃদু; হালকা (শেষ রাত্রের দিকে মোলায়ম মেঘ করেছে-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। ২ সুললিত (বাপ- মা মেয়ের কালো রঙ দেখে একটা মোলায়েম নামের তলায় সেই নিন্দেটি চাপা দিয়েছে-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(আরবি) মুলা’য়িম}
- Bengali Word মোল্লা English definition [মোল্লা] (বিশেষ্য) ১ পরিপূর্ন জ্ঞানবিশিষ্ট মহাপন্ডিত ব্যক্তি (মোল্লা জামী, মোল্লা আলী কারী মোল্লা আহমদ জীওন)। ২ আরবি ফারসি ভাষা ও ইসলামি শাস্ত্রে অভিজ্ঞ ব্যক্তি। ৩ বংশীয় উপাধিবিশেষ (রফিজ উদ্দিন মোল্লা)। মোল্লাগিরি (বিশেষ্য) মোল্লার কাজ বা কর্ম। মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত (বিশেষণ) (আলঙ্কারিক) নির্দিষ্ট এলাকার মধ্যে জ্ঞান ও শক্তি সীমাবদ্ধ। {(আরবি) মুল্লা}
- Bengali Word মোষ English definition ⇒ মহিষ
- Bengali Word মোষড়ানো English definition ⇒ মুষড়ানো
- Bengali Word মোসলেম English definition ⇒ মুসলমান
- Bengali Word মোসাম্মৎ, মোসাম্মাৎ English definition ⇒ মুসম্মাৎ
- Bengali Word মোসাহেব English definition [মোসাহেব্] (বিশেষ্য) ১ তোশামুদে; খোশামুদে; চাটুকার; চামচে (মোসাহেব বসিয়া সকল বরাবর-ভারতচন্দ্র রায়গুণাকর)। ২ সঙ্গী। মোসাহেবি (বিশেষ্য) মোসাহেবের বৃত্তি বা কাজ; চাটুকারিতা। {(আরবি) মুসাহিব}
- Bengali Word মোহ English definition [মোহো] (বিশেষ্য) ১ ষড় রিপুর একটি। ২ অজ্ঞতা, অবিদ্যা, মূর্খতা, মূঢ়তা, নির্বুদ্ধিতা, ও ভ্রান্তি। ৩ মুগ্ধতা। ৪ বিবেকশূন্যতা। ৫ মূর্ছা; সংজ্ঞাহীনতা। ৬ মায়া। মোহঘোর, মোহতিমির (বিশেষ্য) ১ অজ্ঞানতারূপে অন্ধকার। ২ মোহজনিত ভ্রান্তি। মোহনিদ্রা (বিশেষ্য) অজ্ঞানতারূপে নিদ্রা; অচৈতন্য বা সংজ্ঞাহীন অবস্থা। মোহনিরসন (বিশেষ্য) অজ্ঞানতা নাশ; মোহ থেকে অব্যাহতি। মোহবন্ধন (বিশেষ্য) মায়ার ডোর বা বাঁধন বা প্রভাব। মোহমদ (বিশেষ্য) অজ্ঞানতা থেকে জাত অহঙ্কার। মোহমুগ্ধ (বিশেষণ) মায়া দিয়ে প্রভাবিত; মোহ দিয়ে আচ্ছন্ন। মোহমুদ্গর (বিশেষ্য) ১ মায়া বা অজ্ঞানতা দূরীকরণের উপযুক্ত মুদ্গর বা মুগুর। ২ শঙ্কারাচার্য রচিত একটি গ্রন্থ। {(তৎসম বা সংস্কৃত) □ মুহ্+অ(ঘঞ্)}
- Bengali Word মোহতাজ English definition ⇒ মুহতাজ
- Bengali Word মোহন English definition [মোহোন্] (বিশেষ্য) ১ সম্মোহন; যে বা যা মুগ্ধ করে। ২ কামদেবের সম্মোহক নাম বাণ। □ (বিশেষণ) ১ মুগ্ধকর। ২ মনোহর; মনোহরী; সুন্দর; চিত্তাকর্ষক। মোহনভোগ (বিশেষ্য) সুজি চিনি প্রভৃতিতে প্রস্তুত এক প্রকার মিষ্টান্ন; সুজির পায়েস; হালুয়া (মোহনভোগ প্রস্তুত করিয়া ধূমপায়ী তপস্বীর আস্যে অর্পিত করিল-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। মোহন মালা (বিশেষ্য) স্বর্ণনির্মিত হারবিশেষ। মোহনিয়া (পদ্যে ব্যবহৃত) (বিশেষণ) মুগ্ধকর (স্পোটকে ফেলিল মুক্তা সে মোহনিয়া-মোহিতলাল মজুমদার)। {(তৎসম বা সংস্কৃত) □ মুহ্+ই(ণিচ্)+অন(ল্যুট্)}
- Bengali Word মোহনা English definition ⇒ মোহানা