ম পৃষ্ঠা ৮১
- Bengali Word মোহনিয়া English definition ⇒ মোহন
- Bengali Word মোহন্ত English definition ⇒ মহন্ত
- Bengali Word মোহর English definition [মোহোর্] (বিশেষ্য) ১ সোনার রি মুদ্রাবিশেষ; স্বর্ণমুদ্রা। ২ সিল বা নামের ছাপ। {(ফারসি) মোহর}
- Bengali Word মোহরত English definition ⇒ মহরত
- Bengali Word মোহর্রম English definition ⇒ মহরম
- Bengali Word মোহা English definition [মোহা] (ক্রিয়া) মোহিত করা। {(তৎসম বা সংস্কৃত) মোহ+ (বাংলা) আ}
- Bengali Word মোহাদ্দেস, মুহাদ্দিস English definition [মোহাদ্দেস্, মুহাদ্দিস্] (বিশেষণ) ১ হাদিস শাস্ত্রবিদ। ২ হাদিস সংকলক ও সংগ্রাহক (মশহুর মোহাদ্দেসের নিকট হাদিস শিক্ষা লাভ করেন-আবদুল মওদুদ)। {(আরবি) মুহাদ্দিছ}
- Bengali Word মোহানা, মোহনা English definition [মোহানা, মোহোনা] (বিশেষ্য) ১ জলাশয়াদির পানি যাতায়াতের পথ বা মুখ। ২ নদীর যে অংশ সমুদ্রে পড়েছে। {(হিন্দি) মুহানা}
- Bengali Word মোহান্ত English definition ⇒ মহন্ত
- Bengali Word মোহাম্মদ, মোহাম্মাদ English definition ⇒ মুহম্মদ
- Bengali Word মোহারম English definition ⇒ মুহররম
- Bengali Word মোহি English definition (মধ্যযুগীয় বাংলা) [মোহি] (সর্বনাম) আমাকে (মোহি দেল-বিদ্যাপতি)। {মো+হি}
- Bengali Word মোহিঅ English definition (প্রাচীন বাংলা) [মোহিঅ] (ক্রিয়া) মোহিত বা মুগ্ধ করে। {দোহাকোষ; (তৎসম বা সংস্কৃত) মোহিত>}
- Bengali Word মোহিত ১ English definition [মোহিতো] (বিশেষণ) মোহপ্রাপ্ত; অচেতন; আত্মহারা; বিমুগ্ধ; বিভোর। মোহিতা (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) □ মুহ্+ই(ণিচ্)+ত(ক্ত)}
- Bengali Word মোহিত ২ English definition [মোহিতো] (বিশেষণ) ১ মুগ্ধ করা হয়েছে এমণ। ২ মোহগ্রস্ত। মোহিতা (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) □ মুহ্+ই(ণিচ্)+ত(ক্ত)}
- Bengali Word মোহিনী English definition [মোহিনি] (বিশেষণ) ১ মুগ্ধকারিণী। ২ পরমা সুন্দরি; অত্যন্ত সৌন্দর্যময়ী রমণী। □ (বিশেষ্য) ১ মুগ্ধকরণ বা সম্মোহন বিদ্যা (কি মোহিনী জান বঁধু-চণ্ডীদাস)। ২ হিন্দু পুরাণ অনুযায়ী সমুদ্রমন্থনের পর নারায়ণ যে পরমাসুন্দরী নারীর রূপ ধারণ করে অসুরদের অমৃত থেকে বঞ্চিত করেছিলেন। মোহিনী বিদ্যা (বিশেষ্য) সম্মোহন বিদ্যা। {(তৎসম বা সংস্কৃত) □ মুহ্+ই(ণিচ্)+ইন(ণিনি)+ঈ(ঙীপ্)}
- Bengali Word মোহে English definition (ব্রজবুলি) [মোহে] আমাকে (কাহে মোহে সম্ভাসি না যাসি-বিদ্যাপতি)। {মো+হে}
- Bengali Word মোহো English definition (মধ্যযুগীয় বাংলা) [মোহো] (বিশেষ্য) মোহ (ডাক সুনী মোহো পাএ-বড়ু চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) মোগ>}
- Bengali Word মোহোর, মোহর English definition (মধ্যযুগীয় বাংলা) [মোহোর্, মোহর্] (সর্বনাম) আমার (মোহোর প্রণীত-শ্রীকর নন্দী)। {মোহ+হর, হোর}
- Bengali Word মোহ্যমান English definition ⇒ মুহ্যমান