ম পৃষ্ঠা ১১
- Bengali Word মদক English definition [মদক্] (বিশেষণ) আফিমঘটিত। □ (বিশেষ্য) তন্দ্রাকর ঔষধবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) মোদক>}
- Bengali Word মদত, মদৎ, মদদ English definition [মদত্, মদৎ, মদদ্] (বিশেষ্য) ১ সাহায্য; সহায়তা। ২ সহযোগিতা (সংসারের গাজীগণ মদত যে চায়-হেয়াত মাহমুদ; মদদ মাগেন দীনের নবী-রওশন ইজদানী)। মদতগার (বিশেষণ) সাহায্যকারী; সহায়তাকারক (এক মর্দ যায় ময়দান করতে ফতে ইয়ার মদদগার কেউ নাই সাতে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। মদতগারি (বিশেষ্য) সাহায্যদান; সহায়তাকরণ। মদতমাশ, মদত-ই-মাশ (বিশেষ্য) ধর্ম ও জ্ঞান প্রচারে নিযুক্ত পীর ফকির ও আলিমদের ভরণ পোষণের জন্য বাদশাহি আমলে নিষ্কর বা অল্প করে প্রদত্ত জমি (সম্ভ্রান্ত মুগল-মানদেরকে মদদ-ই-মশ ও জায়গীর মঞ্জুর করেন)। {(আরবি) মদদ্}
- Bengali Word মদন English definition [মদোন্] (বিশেষ্য) হিন্দুপুরাণোক্ত প্রেমের দেবতা; কন্দর্প; কামদেব; অনঙ্গ; অতনু; মন্মথ; মনোভব; মনসিজ; পঞ্চশর; স্মর; পুষ্পধন্বা; মকরকেতন; রতিপতি। □ (বিশেষণ) মত্ততাজনক; মাতাল করে এমন। মদনগোপাল, মদনমোহন (বিশেষ্য) কৃষ্ণ। মদনোৎসব (বিশেষ্য) বসন্তোৎসব; হিন্দুদের হোলি উৎসব-যাতে রঙ খেলা হয়। {(তৎসম বা সংস্কৃত) √মদি+অন(ল্যুট্)}
- Bengali Word মদাত্যয়, মদান্ধ, মদালস English definition ⇒ মদ
- Bengali Word মদিনা মনোয়ারা English definition [মোদিনা মনোয়ারা] (বিশেষ্য) আরব দেশের অন্যতম প্রধান নগর এবং বিশ্ব মুসলিমের তীর্থস্থান; হজরত মুহম্মদ (সা.) মক্কা থেকে হিজরত করে এখানে আসেন এবং তাঁর সমাধিও এখানে অবস্থিত (সেখানে থেকে যাবে পুণ্যভূমি মদিনা মনোয়ারায়-এস. ওয়াজেদ আলী)। {(আরবি) মদীনাহ-মুনররারাহ}
- Bengali Word মদির English definition [মোদির্] (বিশেষণ) মত্ততা সৃষ্টি করে এমন; মত্ততাজনক; মোহকর (হয় গো মদির অধীর সুখে-সত্যেন্দ্রনাথ দত্ত)। মদিরা (বিশেষ্য) মদ; মদ্য; সুরা; বারুণী। মদিরাক্ষী, মদিরেক্ষণা (বিশেষ্য) (বিশেষণ) মত্তনয়না; সুলোচনা নারী (কত উন্মনা মদিরেক্ষণা ওড়না তুলি চমকি মিলায়-মোহিতলাল মজুমদার)। {(তৎসম বা সংস্কৃত) √মদ্+ইর(কিরচ্)}
- Bengali Word মদীয় English definition ⇒ মৎ
- Bengali Word মদো, মোদো English definition [মোদো] (বিশেষণ) ১ মদের মতন; মদের ন্যায় (মদো গন্ধ)। ২ মদখোর; মদ্যাসক্ত। {(তৎসম বা সংস্কৃত) মদ+ (বাংলা) উয়া>ও}
- Bengali Word মদোন্মত্ত English definition ⇒ মদ
- Bengali Word মদ্দ, মদ্দা, মদ্দানি English definition ⇒ মর্দ
- Bengali Word মদ্য English definition [মোদ্দো] (বিশেষ্য) ১ প্রমত্ততাজনক রস। ২ মদিরা; মদ; সুরা; বারুণী। {(তৎসম বা সংস্কৃত) মদ্+য(যৎ)}
- Bengali Word মদ্যপ, মদ্যপায়ী (-য়িন্) English definition [মোদ্দপ্, মোদ্পায়ি] (বিশেষণ) মদ খায় এমন; মদখোর; মাতাল। {(তৎসম বা সংস্কৃত) মদ্য+প, ইন(ইনি)}
- Bengali Word মদ্র English definition [মদ্রো] (বিশেষ্য) ১ পাঞ্জাবের অন্তর্গত একটি প্রাচীন দেশ (মদ্র দেশ নরপতি নাম তার অশ্বপাত-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। মদ্যক (বিশেষণ) মদ্রদেশজাত। {(তৎসম বা সংস্কৃত) মদ্+র(রক্)}
- Bengali Word মদ্গুর English definition [মোদ্গুর্] (বিশেষ্য) মাগুর মাছ। {(তৎসম বা সংস্কৃত) মদ্+উর(উরচ্)}
- Bengali Word মধু English definition [মোধু] (বিশেষ্য) ১ ফুলের মিষ্ট রস; মউ; মকরন্দ। ২ পুষ্প থেকে যে মিষ্ট রস মৌচাকে সঞ্চিত হয়। ৩ মিষ্টদ্রব্য। ৪ মদ; সুরা। ৫ বসন্তকাল (ফুলকুল বিরসবদনা মধুর বিরহে যবে তাপি বনস্থলী-মাইকেল মধুসূদন দত্ত)। ৬ চৈত্রমাস (মধুমাস)। ৭ মাধুর্য; মধুরতা। ৮ (আলঙ্কারিক) আয় করার সুযোগ-সুবিধা (মধু ফুরিয়েছে)। □ (বিশেষণ) ১ মধুর মতো স্বাদযুক্ত। ২ মধুর; মাধুর্যময় (মধুকণ্ঠ)। মধুক (বিশেষ্য) ১ যষ্টি মধু। ২ মহুয়ার ফল। ৩ অশোক (বাম হাতে যার কমলার ফুল, ডাহিনে মধুক মালা-সত্যেন্দ্রনাথ দত্ত)। মধুকণ্ঠ (বিশেষণ) স্বরযুক্ত; মিষ্টভাষী। মধুকর, মধুপ, মধুপায়ী (-য়িন্), মধুব্রত, মধুভৃৎ, মধুমক্ষিকা, মধুলিট্, মধুলিহ, মধুলেহী(-হিন্) (বিশেষ্য) ভ্রমর; ভোমরা; মধুমক্ষিকা; মৌমাছি (মধুকর যেমন ফুল হইতে বিন্দু বিন্দু করিয়া মধু আহরণ করে-হবীবুল্লাহ বাহার; গুজ্ঞরিত মধুপের মত-মনির)। মধুকরী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ)। মধুকৈটভ (বিশেষ্য) হিন্দু পুরান অনুসারে বিষ্ণু দ্বারা বিহত মধু ও কৈটভ নামক অসুরদ্বয়। মধুকোষ, মধুক্রম, মধুচক্র, মধুচ্ছত্র, মধুজানক (বিশেষ্য) মৌচাক। মধুগন্ধী (বিশেষণ) মিষ্ট গন্ধযুক্ত (ছবি আঁকা মধুগন্ধী চন্দনের পাখা-মনোজ বসু)। মধুগোলক (বিশেষ্য) লাড্ডু বা নাড়ু (আমাদের পূর্বদেশ মধুগোলক খুব সাধারণ খাদ্য-রাহুল সাংকৃত্যায়ন [অনুবাদক-ভগীরথ])। মধুজীব, মধুজীবী (বিশেষ্য) মৌমাছি (নিকুঞ্জে গুঞ্জরি অলি, ধাইল চৌদিকে মধুজীবী-মাইকেল মধুসূদন দত্ত)। মধুচন্দ্র (বিশেষ্য) বিয়ের পর বরবধূ যে প্রমোদ-বিহারে যায়; honeymoon। মধুনিশি, মধুযামিনী, মধুরাতি বি১ বসন্তকালের রাত্রি। ২ আনন্দ রাত্রি। মধুপ (বিশেষ্য) মধুকর; ভ্রমর (গুঞ্জরি ওঠে বিশ্ব মধুপ-আহমদ শরীফরাফ সিদ্দিকীল মোহাম্মদ-কাজী নজরুল ইসলাম)। মধুপর্ক (বিশেষ্য) ঘৃত, দধি, মধু-এই সমস্ত দ্রব্য মিশ্রিত বস্তু যা হিন্দুরা দেবতার নৈবেদ্য হিসাবে ব্যবহার করে (মাল্য আভরণ গন্ধচন্দন, আর দিল মধুপর্ক-বিজয় গুপ্ত)। মধুপিঙ্গল (বিশেষণ) সুন্দর হরিতাভ; পাটল (মেগের গায়ে গায়ে মধুপিঙ্গল আলো পড়েছে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। মধুপুরী (বিশেষ্য) মথুরা নগরী। মধুবন (বিশেষ্য) ১ বৃন্দাবনের একটি বন। ২ মথুরার অন্তর্গত একটি বন। মধুবর্ষী (-র্ষিন্) (বিশেষণ) মধুবর্ষণকর; অতিশয় মধুর। মধুমক্ষিকা (বিশেষ্য) মৌমাছি। মধুমতী (বিশেষ্য) ১ মধুক্ষরা। ২ বাংলাদেশের একটি বিখ্যাত নদী। মধুমতীপুরী (বিশেষ্য) মৌচাক (যথা শিলীমুখবৃন্দ, ছারি মধুমতী পুরী, উড়ে ঝাঁকে ঝাঁকে আনন্দে গুঞ্জরি মধুকালে-মাইকেল মধুসূদন দত্ত)। মধুময় (বিশেষণ) ১ মধুপূর্ণ। ২ সুমধুর। মধুমাধব (বিশেষ্য) চৈত্র ও বৈশাখ মাস। মধুমাধবী (বিশেষ্য) মদ্য; মদ; সুরা। মধুমান (বিশেষণ) মধুর; মধুময় (আলো-বায়ু নদীজল তরুলতা মধুমান-মোহিতলাল মজুমদার)। মধুমালা শাড়ি (বিশেষ্য) একপ্রকার শাড়ি (শপথ করে মধুমালা শাড়ি আনিবে দুলির তরে-জসীমউদ্দীন)। মধুমাস (বিশেষ্য) চৈত্র মাস। মধুমেহ (বিশেষ্য) বহুমূত্র রোগ; diabetes। মধুসখ (বিশেষ্য) কোকিল। মধুসূদন (বিশেষ্য) হিন্দু পুরাণ অনুযায়ী বিষ্ণু-যিনি মধু নামক দৈত্যকে বধ করেছিলেন। মধুস্বর (বিশেষ্য) ১ মিষ্ট কণ্ঠস্বর। ২ কোকিল। মধূত্থ (বিশেষ্য) মোম (এ হৃদয় মধূত্থবর্তিকা-মোহিতলাল মজুমদার)। মধূত্থবর্তিকা (বিশেষ্য) মোমবাতি (মধুত্থবর্তিকায় আলোক রেখা রহিত করিতে হইল-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর )। {(তৎসম বা সংস্কৃত) √মন্+উ}
- Bengali Word মধুর English definition [মোধুর্] (বিশেষণ) ১ অত্যন্ত মিষ্ট। ২ মনোহর; প্রীতিদায়ক। মধুরা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। মধুরত্ব, মধুরিমা, মাধুর্য, মাধুরী বি। মধুরেণ সমাপয়েৎ-মিষ্টি দিয়ে শেষ করা। {(তৎসম বা সংস্কৃত) মধু+র}
- Bengali Word মধূত্থ, মধূত্থবর্তিকা English definition ⇒ মধু
- Bengali Word মধূৎসব English definition [মোধুত্শব্] (বিশেষ্য) বসন্তোৎসবল বসন্তকালে অনুষ্ঠিত যে উৎসবে রং খেলা হয়; হোলি উৎসব। {(তৎসম বা সংস্কৃত) মধু+উৎসব}
- Bengali Word মধ্বাসব English definition [মোদ্ধাশব্] (বিশেষ্য) মধু থেকে উৎপন্ন সুরা। {(তৎসম বা সংস্কৃত) মধু+আসব; মধ্যযুগীয়}
- Bengali Word মধ্য English definition [মোদ্ধো] (বিশেষ্য) ১ মাঝ; মাঝামাঝি স্থল (চক্ষের মধ্য)। ২ মাজা; কোমর; কটি; শরীরের মাঝামাঝি স্থান (ক্ষীণমধ্য)। ৩ কেন্দ্র (ভূমধ্য)। ৪ ভিতর; অভ্যন্তর (দেহমধ্যে, পকেটমধ্যে)। ৫ ফাঁক; অন্তরাল; অবসর; বিশ্রাম (ইতিমধ্যে)। ৬ সঙ্গীতের একটি তাল। ৭ ভিতরের অন্তবর্তী। □ (বিশেষণ) ১ মধ্যবর্তী; মাঝের; প্রান্ত থেকে সমদূরবর্তী; কেন্দ্রস্থ (মধ্যরাত্র, মধ্যবিন্দু)। মধ্যগ (বিশেষণ) মধ্যবর্তী; মাঝের। মধ্যগা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। মধ্যন্দিন/দিন (বিশেষ্য) দিবসের মধ্যভাগ; মধ্যাহ্ন; দুপুর বেলা। মধ্যদেশ (বিশেষ্য) ১ মধ্যভাগ; মধ্যবর্তীস্থান; ভিতর। মধ্যপদলোপী (পিন্) (বিশেষণ) (ব্যাকরণ) যে সমাসে মধ্যবর্তী পদের লোপ হয় (সমাস-যেমন, কাষ্ঠনির্মিত আসন-কাষ্ঠাসন)। মধ্যপ্রদেশ (বিশেষ্য) ১ মধ্যস্থল। ২ ভারতের একটি প্রদেশ। মধ্যবয়স্কা (স্ত্রীলিঙ্গ)। মধ্যবর্তিতা (বিশেষ্য) ১ সালিসি; মধ্যস্থতা। ২ মাজে অবস্থান। মধ্যবর্তী (-তিন্) (বিশেষণ) ১ মাঝে বা ভিতরে স্থিত; মাঝামাঝি স্থানে বা অভ্যন্তরে অবস্থিত। ২ মধ্যস্থ; সালিস। মধ্যবর্তিনী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। মধ্যবিত্ত (বিশেষ্য) ধনী ও দরিদ্রের মাঝামাঝি অবস্থাযুক্ত (আমার মধ্যবিত্ত কৌতূহল ভেতরে অস্বোয়াস্তি জমা করতে থাকে-শওকত ওসমানকত ওসমান)। মধ্যবিত্ততা (বিশেষ্য) মধ্যবিত্ত অবস্থা (এই ধূসর মধ্যবিত্ততা যেন তার আত্মাকেও আক্রমণ করতে উদ্যত-বুদ্ধদেব বসু)। মধ্যবিধ (বিশেষণ) মধ্যম প্রকার। মধ্যম (বিশেষণ) ১ মাঝারি; কমও নয় বেশিও নয়; ভালোও নয় মন্দও নয় এই রকমের (মধ্যম গোছের)। ২ মাঝামাঝি স্থানে স্থিত (মধ্যমাঙ্গুলি)। ৩ মেজ; দ্বিতীয় (মধ্যম ভ্রাতা)। □ (বিশেষ্য) ১ কটিদেশ (সুমধ্যমা)। ৫ ‘মা’ নামক স্বরগ্রামের চতুর্থ স্বর (ভালবাসায় কি বিরাট শান্ত স্নিগ্ধতা আর করুণ গাম্ভীর্য ঠিক ভৈরবী রাগিণীর কড়ি মধ্যমের মত-কাজী নজরুল ইসলাম)। মধ্যমণি (বিশেষ্য) গ্রথিত বা খচিত মণিগণের মধ্যস্থলে সর্বশ্রেষ্ঠ মণি; হারের মধ্যস্থিত শ্রেষ্ঠ রত্ন। মধ্যম পাণ্ডব (বিশেষ্য) মহাভারতোক্ত ভীম। মধ্যমবয়স্ক (বিশেষণ) প্রৌঢ়; মাঝবয়সী। মধ্যমবয়স্কা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। মধ্যমা (বিশেষ্য) মাঝের আঙ্গুল; হাতের সর্বাপেক্ষা দীর্ঘ আঙুল। মধ্যমান (বিশেষ্য) সংগীতের একটি তাল। মধ্যযুগ (বিশেষ্য) বাংলাদেশের ইতিহাসে মোটামুটিভাবে ১১শ-১৭শ শতাব্দী; middle age। মধ্যযুগীয়, মধ্যযুগী (বিশেষণ) মধ্যযুগের। মধ্যরাত্র (বিশেষ্য) রাতের মধ্যভাগ; দুপুর রাত; নিশীথ। মধ্যরেখা (বিশেষ্য) ১ (ভূগোল) যে কল্পিত বৃত্তাকার রেখা উত্তর ও দক্ষিণ দিকে বিস্তৃত হয়ে নভোমণ্ডলকে পূর্ব ও পশ্চিমে সমান দুই অংশে বিভক্ত করে; meridian। মধ্যস্থ (বিশেষ্য) সালিস; পক্ষপাতহীন মীমাংসা। □ (বিশেষণ) মধ্যস্থলে স্থিত; মধ্যবর্তিনী; মধ্যস্থতা বি। মধ্যস্থল (বিশেষ্য) অভ্যন্তর ভাগ; কেন্দ্র; মাঝখান। মধ্যা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)মধ্যবর্তিনী; মধ্যস্থিতা। মধ্যে (ক্রিয়াবিশেষণ) ১ মধ্যস্থলে; অভ্যন্তরে; ভিতরে (মনের মধ্যে)। ২ অবসরে; ফাঁকে অবকাশে; বিশ্রামে। ৩ সময় অতিবাহিত হওয়ার আগে (সন্ধ্যার মধ্যে, বারোটার মধ্যে)। ৪ অতিক্রম না করে (বিশ টাকার মধ্যে)। ৫ কিছু কাল পুর্বে (মধ্যে বেশ ভালোই ছিলাম)। মধ্যে পড়া (ক্রিয়া) ভিতরে পড়া (গর্তের মধ্যে পড়া); ডাকাত প্রভৃতির দ্বারা পরিবেষ্টিত হওয়া (ডাকাতের মধ্যে পড়া); প্রবেশ করা (নৌকা বিলের মধ্যে পড়ল); মধ্যস্থতা করা (মধ্যে পড়ে গোলমাল মিটানো)। মধ্যে মধ্যে (ক্রিয়াবিশেষণ) মাঝে মাঝে; কিছু পর পর (তিনি মধ্যে মধ্যে এখানে বক্তৃতা করেন); কখনো কখনো (‘এখানে এখন বেশ গরম, তবে মধ্যে মধ্যে বৃষ্টি হচ্ছে বলেই রক্ষা’), কোথাও কোথাও স্থানে স্থানে (পদ্মার মধ্যে মধ্যে বড় বড় চর আছে)। {(তৎসম বা সংস্কৃত) √মল্+যক্>মধ্য+অ(অচ্)}