ম পৃষ্ঠা ৮২
- Bengali Word মোহড়া English definition ⇒ মহড়া
- Bengali Word মোড় English definition [মোড়্] (বিশেষ্য) বাঁক; প্রান্ত (পাহাড়ের মোড়টা সুনসান-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) মুন্ড>}
- Bengali Word মোড়ক English definition [মোড়োক্] (বিশেষ্য) আবরক; পুরিয়া; পুলিন্দা; প্যাকেট। {(তৎসম বা সংস্কৃত) □ মন্ড্>মুড়্+অক}
- Bengali Word মোড়ল English definition [মোড়োল্] (বিশেষ্য) ১ গ্রামের প্রধান ব্যক্তি। ২ দলের প্রধান বা শ্রেষ্ঠ ব্যক্তি; সর্দার; পান্ডা। ৩ মন্ডল। মোড়লি, মোড়লী (বিশেষ্য) ১ মোড়লের পদ বা কাজ। ২ অনাবশ্যক বা অবাঞ্ছিত কর্তৃত্ব (থাক তোমার মোড়লি করতে হবে না)। {(তৎসম বা সংস্কৃত) মন্ডল>}
- Bengali Word মোড়া ১ English definition [মোড়া] (বিশেষ্য) বাঁশ বেত ও দড়ি দিয়ে তৈরি টুলজাতীয় আসনবিশেষ। ২ বেত্রাদি নির্মিত ধান চাল রাখার আধারবিশেষ। {□ মুড়্+আ}
- Bengali Word মোড়া ২, মুড়া English definition [মোড়া, মুড়া] (ক্রিয়া) ১ আবৃত করা; বেষ্টিত করা; জড়ানো (কাগজে মোড়া)। ২ ভাঁজ করা; সংকুচিত করা। ৩ মোচড়ানো; বাঁকানো; ফিরানো। ৪ পাকানো। □ (বিশেষণ) উক্ত সকল অর্থে। মোড়ানো১ (বিশেষ্য) ১ আবৃত করা বা ঢাকা; বেষ্টিত করা। □ (বিশেষণ) উক্ত সকল অর্থে। □ (ক্রিয়া) ১ ভাঁজ করা; সংকুচিত করা। ২ পাকানো। ৩ মোচড়ানো; বাঁকানো। মোড়ামুড়ি, মুড়ামুড়ি (বিশেষ্য) ১ বারবার শরীরকে পাক দেওয়া; মোচড়ামুচড়ি (মোড়ামুড়ি দেওয়া)। ২ (আলঙ্কারিক) দর কষাকষি। {□ মুড়্+আ}
- Bengali Word মোড়া ৩, মুড়া English definition [মোড়া, মুড়ি] (ক্রিয়া) মুড়া করা; সম্পূর্ণ কেটে বা কমিয়ে ফেলা। □ (বিশেষ্য) উক্ত সকল অর্থে। {(তৎসম বা সংস্কৃত) মুন্ডন>}
- Bengali Word মোড়ানো English definition ⇒ মোড়া২
- Bengali Word মোয় English definition (মাব.) [মোঅ] (সর্বনাম) ১ আমায়; আমাতে। ২ আমাকে। {মো+য়}
- Bengali Word মোয়া English definition [মোয়া] (বিশেষ্য) নাড়ু। ২ মিঠাই। ছেলের হাতের মোয়া (বিশেষ্য) (আলঙ্কারিক) অতি সহজলভ্য বা সহজপ্রাপ্য বস্তু (জাত ছেলের হাতের নয় তো মোয়া-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) মোদক}
- Bengali Word মৌ English definition ⇒ মউ
- Bengali Word মৌকুফ English definition ⇒ মকুব
- Bengali Word মৌক্তিক English definition [মোউক্তিক্] (বিশেষণ) মুক্তা বা মুক্তা সম্পর্কিত (কাঞ্চন তার গৌরব আর মৌক্তিক তার প্রাণ-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) মুক্তা+ইক(ঠক্)}
- Bengali Word মৌখরি English definition [মোউখোরি] (বিশেষণ) মুখর বংশজাত। □ (বিশেষ্য) মৌখরি নামক হিন্দু বংশ (যে বংশের কথা ‘হর্ষচরিত’ গ্রন্থে পাওয়া যায়)। {(তৎসম বা সংস্কৃত) মুখর+ই(ইঞ্)}
- Bengali Word মৌখর্য English definition [মোউখর্জো] (বিশেষ্য) মুখরতা। {(তৎসম বা সংস্কৃত) মুখর+য(ষ্যঞ্)}
- Bengali Word মৌখিক English definition [মোউখিক্] (বিশেষণ) ১ মুখের কথায় প্রকাশিত বা বাচনিক। ২ কথায় প্রকাশিত হলেও আন্তরিক নয় এমন কথা (মৌখিক মমতা)। ৩ মুখের কথা (মৌখিক ভাষা)। ৪ মুখ সংক্রান্ত। মৌখিক পরীক্ষা (বিশেষ্য) মুখে মুখে প্রশ্ন- উত্তরে যে পরীক্ষা; সামনাসামনি পরীক্ষক ও পরীক্ষার্থীর মধ্যে পরস্পর প্রশ্ন ও উত্তরের মধ্যে সীমাবদ্ধ যে পরীক্ষা; viva voce । মৌখিক সাহিত্য (বিশেষ্য) লোক- সাহিত্য; oral literature । {(তৎসম বা সংস্কৃত) মুখ+ইক(ঠক্)}
- Bengali Word মৌচাক English definition ⇒ মউ
- Bengali Word মৌচুষকি English definition [মোউচুশ্কি] (বিশেষ্য), (বিশেষণ) ১ মধু চুষে খায় এমন যে। ২ এক প্রকার পাখি। {(তৎসম বা সংস্কৃত) মধুচোষক> (বাংলা) ই}
- Bengali Word মৌজ English definition ⇒ মউজ
- Bengali Word মৌজা English definition [মোউজা] (বিশেষ্য) ১ গ্রাম (রাঢ় অঞ্চলে চান্দপুর নামক মৌজায় তাঁদের বসতি স্থাপন করেন-মুঃ আবদুর রাজ্জাক)। ২ কয়েকটি গ্রামের সমষ্টি। ৩ পরগনার বিবাগ বা ভাগ। {(আরবি) মাৱদা}