ম পৃষ্ঠা ৮৩
- Bengali Word মৌজুদ English definition ⇒ মওজুদ
- Bengali Word মৌটুসকি English definition [মোউটুস্কি] (বিশেষণ) মধুরভাষিণী; মধুমুখী; মঞ্জুভাষিণী; মধুক্ষরা। {(তৎসম বা সংস্কৃত) মধু>মৌ+চুষকি>}
- Bengali Word মৌটুসি English definition ⇒ মৌচুষকি
- Bengali Word মৌত English definition ⇒ মউত
- Bengali Word মৌতাত, মউতাত English definition [মোউতাত্] (বিশেষ্য) ১ নির্দিষ্ট সময়ে মাদকদ্রব্য সেবনের বা নেশা করার দুনির্বার আগ্রহ (কিন্তু ফারসী বয়েতের মৌতাত তখনও কাটে নাই-জাফর)।২ নির্দিষ্ট সময়ে মাদকদ্রব্য গ্রহণ (ভারতবর্ষীয় খুড়ি এক মৌতাত চড়িয়ে আরাম কত্তে লাগলেন-কালীপ্রসন্ন সিংহ)। □ (বিশেষণ) অভ্যস্ত। {(আরবি) মু’তাদ; (তৎসম বা সংস্কৃত) মত্ততা>}
- Bengali Word মৌদ্গল্য English definition [মোউদ্গোল্লো] (বিশেষ্য) মুদ্গল মুনির সন্তান; বংশ বা গোত্র বিশেষ। {(তৎসম বা সংস্কৃত) মুদ্গল+য(ষ্যঞ্)}
- Bengali Word মৌন English definition [মোউনো] (বিশেষ্য) নীরবতা। □ (বিশেষণ) নীরব; শব্দহীন (মাতৃ ধৈর্যে মৌনমূক সুখ দুঃখ যত-রবীন্দ্রনাথ ঠাকুর)। মৌনব্রত (বিশেষ্য) কথা না বলার নিয়ম বা সংকল্প (মৌনব্রতের মত নীরবে চাহিয়া থাকিত-রবীন্দ্রনাথ ঠাকুর)।মৌনভঙ্গ (বিশেষ্য) নীরবতা ত্যাগ। মৌনাবলম্বন (বিশেষ্য) কথা বলা বন্ধ করা; নীরবতা পালন; নীরব হয়ে থাকা। মৌনী (-নিন্) (বিশেষণ) যে কথা বলা বন্ধ করেছে; নির্বাক (দরবেশ একেবারে মৌনীমুখ-শেখ ফজলল করিম)। {(তৎসম বা সংস্কৃত) মুনি+অ(অণ্)}
- Bengali Word মৌমাছি English definition ⇒ মউ
- Bengali Word মৌরলা, মউরলা English definition [মোউরলা] (বিশেষ্য) একজাতীয় ছোট মাছ (কালো বউএর চোখ...মৌরলা মাছ ভাসে-মনোজ বসু)। {(তৎসম বা সংস্কৃত) মুরলা>}
- Bengali Word মৌরসি English definition ⇒ মৌরুসি
- Bengali Word মৌরি, মউরি, মউরী English definition [মোউরি] (বিশেষ্য) মসলা রূপে ব্যবহৃত একপ্রকার শস্য (বনতুলসী পুদিনা ও মৌবীর জঙ্গল-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) মধুরিকা>মধুরি>মুহুরি>মৌরি}
- Bengali Word মৌরুসি, মৌরসি English definition [মোউরুশি, মোউরশি] (বিশেষণ) ১ ওয়ারিসসূত্রে প্রাপ্ত; উত্তারাধিকারসূত্রে ভোগদখলকৃত। ২ প্রজন্মক্রমে ভোগ করা হয় এমন (এক পয়সার জায়গাটা মৌরসী করে নিলে-মনোজ বসু)। মৌরুসি- পাট্টা (বিশেষণ) খাজনার বিনিময়ে পুরুষানুক্রমে জমি ভোগ করার বন্দোবস্ত বা ঐ বন্দেবস্তের দলিল (সাড়ে তিনহাত ভূমির মৌরসী পাট্টা লওয়া কর্তব্য-দীনবন্ধু মিত্র)। {(আরবি) মৱরুছী}
- Bengali Word মৌর্বী English definition [মোউর্বি] (বিশেষ্য), (বিশেষণ) ১ মূর্বাতৃণ নির্মিত। ২ উহা দ্বারা প্রস্তুত জ্যা; ধনুকের ছিলা। ৩ মূর্বাতৃণ সম্বন্ধীয়। {(তৎসম বা সংস্কৃত) মূর্বা+ অ(অণ্)+ঈ(ঙীপ্)}
- Bengali Word মৌর্য English definition [মৌউর্জো] (বিশেষ্য) ১ মুরার সন্তান চন্দ্রগুপ্ত। ২ চন্দ্রগুপ্ত প্রতিষ্ঠিত রাজবংশ কিংবা ময়ুর টোটেমনিষ্ঠ বংশ। {(তৎসম বা সংস্কৃত) মুরা+য(ণ্য)}
- Bengali Word মৌল ১ English definition [মোউলো] (বিশেষণ) ১ মূল সংক্রান্ত। ২ মূলোৎপন্ন। ৩ আদিম। □ (বিশেষ্য) কেবল একজাতীয় পরমাণুর দ্বারা সৃষ্ট পদার্থ; মৌলিক পদার্থ; element । {(তৎসম বা সংস্কৃত) মূল+অ(অণ্)}
- Bengali Word মৌল ২, মউল English definition [মোউল্] (বিশেষ্য) মুকুল; বউল; বোল। {(তৎসম বা সংস্কৃত) মুকুল>}
- Bengali Word মৌল ৩, মউল English definition [মোউল্] (বিশেষ্য) মহুয়া ফুল; যা থেকে মদ প্রস্তুত হয়। {(তৎসম বা সংস্কৃত) মহুয়া>}
- Bengali Word মৌল, মওলবি English definition মৌল(বিশেষ্য), মওলবি [মোউলো(বিশেষ্য), মওলবি] (বিশেষ্য) ১ মুসলিম পন্ডিত। ২ ইসলাম ধর্ম সম্বন্ধে অভিজ্ঞ; কারি। ৩ আরবি ও ফারসিতে পন্ডিত (মৌলবীরা হয়ত জানেন-সত্যেন্দ্রনাথ দত্ত)। ৪ মওলা বা প্রভুর প্রতি ভক্ত ব্যক্তি। {(আরবি) মৱলৱী}
- Bengali Word মৌলবাদ English definition [মোউলোবাদ্] (বিশেষ্য) ১ ধর্ম বা অন্য কোনো মতবাদের অবিকৃত মূলতত্ত্ব। ২ অন্ধ বা গোঁড়ামিপূর্ণ ধর্মবিশ্বাস। মৌলবাদী বিণ। {(তৎসম বা সংস্কৃত) মৌল+বাদ}
- Bengali Word মৌলা, মওলা English definition [মোউলা, মওলা] (বিশেষ্য) ১ আল্লাহ; ঈশ্বর। ২ প্রভু। {(ফারসি) মৱলা}