র পৃষ্ঠা ১১
- Bengali Word রসীদ English definition ⇒ রসিদ
- Bengali Word রসুই English definition [রোশুই] (বিশেষ্য) রান্না; রন্ধক; পাক (আমরা রাত্রে চিড়ে খেয়েছি এখন রসুই করে চারটে ভাত না খেলে আর চলতে পারব না-মীর মশাররফ হোসেন)। রন্ধনশালা অর্থে রসবতী। রসুই-ঘর (বিশেষ্য) পাকশালা; পাকগৃহ; রান্নাঘর; বাবুর্চিখানা। রসুইয়া, রসুইয়ে, রসুয়ে (বিশেষণ) রন্ধনকারী; পাচক। {(তুলনীয়) (হিন্দি) রসোই}
- Bengali Word রসুন ১ English definition [রোশুন্] (ক্রিয়া) থামুন; অপেক্ষা করুন (রসুন, বাঙ্গালায় হস্তীকে কি বলে বলুন দেখি-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {√রহ্>}
- Bengali Word রসুন ২ English definition [রোশুন্] (বিশেষ্য) পিঁয়াজের মতো আকারযুক্ত উগ্রগন্ধি শ্বেতকন্দ। {(তৎসম বা সংস্কৃত) রসোন/লশুন>}
- Bengali Word রসুম English definition [রোসুম্] (বিশেষ্য) ১ পদ্ধতি; প্রণালি; ধারা। ২ মাশুল; শুষ্ক। {(ফারসি) রসুম}
- Bengali Word রসুমাত, রুসুমাত English definition [রোসুমাত্, রুসুমাত্] (বিশেষ্য) অনুষ্ঠান; বর-বধূর প্রথম সাক্ষাৎ উৎসব (বিয়ের রসুমাত)। {(আরবি) রুসুমাত}
- Bengali Word রসুল, রসূল English definition [রোসুল্] (বিশেষ্য) নবি; পয়গম্বর; আল্লাহর প্রেরিত পুরুষ বা দূত। রসুলে-খোদা, রসুলে- করিম, রসূল-করীম (বিশেষ্য) আল্লাহর প্রেরিত পয়গম্বর; মহানুভব দূত হযরত মুহম্মদ (সা.)। {(আরবি) রসূল}
- Bengali Word রসুলুল্লাহ English definition [রোসুলুল্লাহ্] (বিশেষ্য) ১ আল্লাহ্র প্রেরিত পুরুষ বা দূত। ২ মহানবি হজরত মুহম্মদ (সা.)। {(আরবি) রসূল+ (আরবি) আল্লাহ}
- Bengali Word রসূল English definition ⇒ রসুল
- Bengali Word রসো English definition [রোশো] (ক্রিয়া) ১ থামো; অপেক্ষা করো। ২ বুঝে দেখতে দাও। {√রহ্>}
- Bengali Word রসোত্তম English definition [রশোত্তম্] (বিশেষ্য) ১ শ্রেষ্ঠ রস। ২ পারদ। ৩ দুগ্ধ। ৪ মুগ ডাল। {(তৎসম বা সংস্কৃত) রস+উত্তম}
- Bengali Word রসোত্তীর্ণ English definition [রশোত্তির্নো] (বিশেষণ) রসের সার্থক পরিবেশন; মনোহর; সার্থক (রসোত্তীর্ণ কাব্য)। {(তৎসম বা সংস্কৃত) রস+ উত্তীর্ণ}
- Bengali Word রসোদ্গার English definition [রশোদ্গার্] (বিশেষ্য) (বৈষ্ণব সাহিত্যে) অতৃপ্ত মিলনাকাঙ্খা নিয়ে পূর্বমিলনের কথা স্মরণ ও বর্ণন। {পারিভাষিক/ আলঙ্কারিক শব্দ, (তৎসম বা সংস্কৃত) রস্+উদ্গার; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word রসোন English definition ⇒ রশুন
- Bengali Word রহ English definition [রহো] (ক্রিয়া) (পদ্যে ব্যবহৃত) অপেক্ষা কর। {√রহ্>}
- Bengali Word রহঃ (মধ্যযুগীয় বাংলা) English definition [রহহ্] (বিশেষণ) গোপনীয় (রহঃকথা-বৃন্দাবন দাস)। রহনি, রহনী (মধ্যযুগীয় বাংলা) (বিশেষ্য) একপ্রকার খেলা (আমার কঞ্জেতে বসি রহনি খেলাও-কবিকঙ্কণ মুকুন্দারাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) রহ্+অস্(অসুন্)}
- Bengali Word রহম, রহমত, রহমৎ English definition [রাহোম্, রহোমত্, রহোমত্] (বিশেষ্য) করুণা; দয়া; কৃপা; অনুগ্রহ (নামিবে তাহার রহমত এই ধূলির ধরার পর-কাজী নজরুল ইসলাম; ওরা খোদার রহমত মাগে-কাজী নজরুল ইসলাম; কর প্রতিকার তব রহমতে-সুফিয়া কামাল)। {(আরবি) রহমত; (আরবি) রহম}
- Bengali Word রহমান, রহমান English definition [রহোমান্, রাহোমান্] (বিশেষণ) করুণাময়; করুণাময় আল্লাহ; না চাইতেই যিনি জীবের জীবন ধারণের জন্য প্রয়োজনীয় সব কিছু দান করেছেন। {(আরবি) রাহমান}
- Bengali Word রহস English definition [রহোশ্] (বিশেষ্য) ১ (মধ্যযুগীয় বাংলা) সংস্রব; সংসর্গ; সম্বন্ধ; সহবাস। ২ হাস্যপরিহাস; রঙ্গরস। {(তৎসম বা সংস্কৃত) রহস্য>}
- Bengali Word রহসি, রহসে English definition [রহোশি, রহোশে] (ক্রিয়াবিশেষণ) (ব্রজবুলি) নির্জনে; গোপনে (কত পরবোধি না মানে রহসি না করে ভোজন পান-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) রহস্>+ ৭মী (একবচন)}