র পৃষ্ঠা ৮
- Bengali Word রবিউল আউয়াল English definition [রোবিউল্ আউয়াল্] (বিশেষ্য) হিজরি সালের তৃতীয় মাস। {(আরবি) রবীউল আউয়াল}
- Bengali Word রবিখন্দ English definition [রোবিখন্দো] (বিশেষ্য) বসন্তকালের শস্য; রবিশস্য। {(আরবি) রবী+আ খন্দক}
- Bengali Word রবিবার, রবিবাসর English definition [রোবিবার্, রোবিবাশোর্] (বিশেষ্য) বাইবেল অনুসারে সপ্তাহের প্রথম বা শুরু দিবস; ভট্টারক বার। {(তৎসম বা সংস্কৃত) রবি+বার, বাসর}
- Bengali Word রবিশস্য English definition [রোবিশোশ্শো] (বিশেষ্য) বসন্তকালীন ফসল; চৈতালি ফসল; রবিখন্দ; হেমন্তকালে বীজ বুনে যে ফসল বসন্তকালে ঘরে তোলা হয়। {(আরবি) রবী + (তৎসম বা সংস্কৃত) শস্য}
- Bengali Word রব্ধ English definition [রব্ধো] (বিশেষণ) ১ আরব্ধ; আরম্ভ করা হয়েছে এমন; কৃতারম্ভ এমন। {(তৎসম বা সংস্কৃত) √রভ্+ত(ক্ত)}
- Bengali Word রভস English definition [রভশ্] (বিশেষ্য) ১ প্রবল ভাবাবেগ; আবেশ; প্রবণতা; প্রাবল্য। ২ ঔৎসুক্য। ৩ গভীর দুঃখ বা শোক। ৪ উল্লাস; বেগ (জল-সিঞ্চিত ক্ষিতিসৌরভ-রভসে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৫ মিলন; সম্ভোগ; কেলি; বিলাস (কত মধু যামিনী রভসে গোয়ায়নু-বিদ্যাপতি)। ৬ আকস্মিকতা। {(তৎসম বা সংস্কৃত) √রভ্+অস(অসচ্); রভস্+অ(অচ্)}
- Bengali Word রম English definition [রম্] (বিশেষণ) রমণীয়; আনন্দদায়ক; মনোরম। □ (বিশেষ্য) ১ স্বামী। ২ কন্দর্প। {(তৎসম বা সংস্কৃত) √রম্+ণিচ্+অ(অণ্)}
- Bengali Word রমক English definition [রমোক্] (বিশেষ্য) ১ রমণকারী। ২ উপপতি। {(তৎসম বা সংস্কৃত) √রম্+অক(ণ্বুল্)}
- Bengali Word রমজান, রমাযান, রমাদান English definition [রম্জান, রমাজান্, রমাদান্] (বিশেষ্য) হিজরি বছরের নবম মাস; রোজার মাস; এ মাসে শারীরিকভাবে সমর্থ মুসলমান নারী-পুরুষের জন্য ফজরের আজানের কিছু পূর্ব থেকে সূর্যাস্ত পর্যন্ত সম্পূর্ণ উপবাস থাকা ফরজ বা অবশ্যকরণীয়। {(আরবি) রমদান, জ্বলন}
- Bengali Word রমণ ১ English definition [রমোন্] (বিশেষ্য) ১ ক্রীড়া; খেলা; কেলি। ২ প্রমোদ-বিহার। ৩ মৈথুন; রতিক্রিয়া। {(তৎসম বা সংস্কৃত) √রম্+অন(ল্যুট্)}
- Bengali Word রমণ ২ English definition [রমোন্] (বিশেষ্য) ১ পতি; বল্লভ (এ যৌবন ধন দিব উপহার রমণে-মাইকেল মধূসূদন দত্ত)। ২ কন্দর্প। □ (বিশেষণ) ১ প্রিয়। ২ সন্তোষ বিধানকারী। রমণী১ (বিশেষ্য), (বিশেষণ) স্ত্রী। {(তৎসম বা সংস্কৃত) √রম্+ণিচ্+অন(ল্যুট্)}
- Bengali Word রমণী ১ English definition ⇒ রমণ২
- Bengali Word রমণী ২ English definition [রমোনি] (বিশেষ্য) ১ নারী। ২ সুন্দরী নারী। ৩ স্ত্রী। রমণীরত্ন (বিশেষ্য) শ্রেষ্ঠ নারী বা অতি উৎকৃষ্ট নারী। {(তৎসম বা সংস্কৃত) রমণ+ঈ(ঙীপ্)}
- Bengali Word রমণীয় English definition [রমোনিয়ো] (বিশেষণ) ১ মনোরম; সুন্দর; মনোহর। ২ প্রতি মুহূর্তে নতুন মনোহর রূপ ধারণ করে এমন। {(তৎসম বা সংস্কৃত) √রম্+অনীয়(অনীয়র্)}
- Bengali Word রমনা English definition [রম্না] (বিশেষ্য) ১ ঢাকা শহরের বিখ্যাত অঞ্চল। ২ রম্য স্থান। রমনা পার্ক (বিশেষ্য) ঢাকাস্থ রমনা এলাকায় বিখ্যাত পার্ক বা বাগান। {(তৎসম বা সংস্কৃত) √রম্>}
- Bengali Word রমযান English definition ⇒ রমজান
- Bengali Word রমরমা English definition [রম্রমা] (বিশেষণ) ১ সমৃদ্ধ; ধনৈশ্বর্যপূর্ণ; আড়ম্বরপূর্ণ (রমরমা অবস্থা)। ২ জাঁক; জাঁকালো; আড়ম্বর; বর্ধিষ্ণু। (তুলনীয়) রবরবা, দবদবা। {(তৎসম বা সংস্কৃত) √রম্}
- Bengali Word রমা ১ English definition [রমা] (বিশেষ্য) ১ লক্ষ্ণী (বাণিজ্যে বসেন রমা-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ প্রিয়া; প্রেয়সী। ৩ উপপত্নী। ৪ সুন্দরী বা মনোহরা রমণী। রমাকান্ত, রমানাথ, রমাপতি, রমারমেশ (বিশেষ্য) দেবতা, নারায়ণ; বিষ্ণু। {(তৎসম বা সংস্কৃত) √রম্+অ+আ(টাপ্)}
- Bengali Word রমা ২ English definition [রমা] (ক্রিয়া) ১ (পদ্যে ব্যবহৃত) খেলা করা; বিহার করা। ২ সম্ভোগ করা। {(তৎসম বা সংস্কৃত) √রম্+ (বাংলা) আ}
- Bengali Word রমারম English definition [রমারম্] (অব্যয়) অনায়াসে প্রচুর পরিমাণে কিছু হওয়ার ভাবসূচক; অবাধ আশাতিরিক্ত সাফল্য (বিক্রীও হচ্ছে রমারম-শামসুল হক)। □ (বিশেষ্য) মাতামাতি। {(তৎসম বা সংস্কৃত) √রম্+আ+√রম্}