র পৃষ্ঠা ৯
- Bengali Word রমিত English definition [রোমিতো] (বিশেষণ) ১ মৈথুন করা হয়েছে এমন; উপভুক্ত; কৃতরমণ। ২ আনন্দিত; আনন্দময়; শোভান্বিত; ক্রীড়িত। ৩ প্রফুল্ল (বন অতি রমিত হইল ফুল ফুটনে-মাইকেল মধূসূদন দত্ত)। রমিতা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) √রম্+ই(ণিচ্)+ত(ক্ত)}
- Bengali Word রমেন্দ্র English definition [রশেন্দ্রো] (বিশেষ্য) পারদ। {(তৎসম বা সংস্কৃত) রস+ইন্দ্র}
- Bengali Word রমেশ English definition [রমেশ্] (বিশেষ্য) হিন্দু দেবতা নারায়ণ; বিষ্ণু। {(তৎসম বা সংস্কৃত) রমা+ঈশ}
- Bengali Word রম্ভা ১ English definition [রম্ভা] (বিশেষ্য) ১ কদলী; কলা। ২ কদলীবৃক্ষ। ৩ (আলঙ্কারিক) শূন্য; কিছুই নয়; ঘোড়ার ডিম। রম্ভোরু (বিশেষ্য) ১ যে নারীর ঊরুদেশ রম্ভার ন্যায় স্থূল ও সুন্দর। ২ সুন্দর নারী। {√রম্ভ্+ঘ(ঘঞ্)+আ(টাপ্)}
- Bengali Word রম্ভা ২ English definition [রম্ভা] (বিশেষ্য) ১ গৌরী। ২ অপ্সরী। ৩ বেশ্যা। ৪ গরুর ডাক। {(তৎসম বা সংস্কৃত) √রম্ভ্+অ(ঘঞ্)+আ(টাপ্)}
- Bengali Word রম্য English definition [রোম্মো] (বিশেষণ) ১ রমণীয়; মনোরম; সুন্দর। ২ বলকর; চম্পকবৃক্ষ। রম্যা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। রম্যক (বিশেষণ) রমণীয়; মনোহর। রম্যতা (বিশেষ্য) ১ রমণীয়তা; মাধুর্য। ২ সৌন্দর্য। রম্যরচনা (বিশেষণ) লঘু বিষয় অবলম্বনে হাস্যরসাশ্রিত রচনা বা গ্রন্থাদি; belles lettres। {(তৎসম বা সংস্কৃত) √রয়্+অ(অচ্)}
- Bengali Word রলা English definition [রলা] (বিশেষ্য) বিশাল গাছের সরু গুঁড়ি। {(ইংরেজি) roller; (তৎসম বা সংস্কৃত) নল>}
- Bengali Word রশদ English definition ⇒ রসদ
- Bengali Word রশনা English definition [রশোনা] (বিশেষ্য) কোমরের অলঙ্কার; কটিভূষণ। {(তৎসম বা সংস্কৃত) √অশ্+অন(যুচ্)+আ(টাপ্)}
- Bengali Word রশা English definition [রশা] (বিশেষ্য) মোটা দড়ি; দড়া। {(আরবি) রিশা}
- Bengali Word রশারশি English definition ⇒ রশি
- Bengali Word রশাল ((ব্রজবুলি)) English definition [দরোশালো] (ক্রিয়া) দেখাল। {(তৎসম বা সংস্কৃত) √দৃশ্>}
- Bengali Word রশি English definition [রোশি] (বিশেষ্য) ১ রজ্জু; দড়ি। ২ জমি জরিপে ব্যবহৃত শিকল বা চেন। রশারশি (বিশেষ্য) ছোট-বড় দড়ি। {(তৎসম বা সংস্কৃত) রশ্মি>; (আরবি) রিশা}
- Bengali Word রশুন, রসুন, রসুন, লশুন, লশূন English definition [রোশুন্/লো-শুন্] (বিশেষ্য) পিয়াজের ন্যায় আকারযুক্ত উগ্রগন্ধী শ্বেত কন্দ। {(তৎসম বা সংস্কৃত) রসোন, লশুন}
- Bengali Word রশ্মি English definition [রোশ্শিঁ] (বিশেষ্য) ১ কিরণ। ২ লাগাম; রাশ (ক্লাইভ নির্ভয় মন করি রশ্মি আকর্ষণ-নবীনচন্দ্র সেন)। ৩ নেত্রলোম; পক্ষ্ম। রশ্মিরাগ (বিশেষ্য) কিরণমালা; সূর্যের আলো (অরুণার রশ্মি রাগে রাঙিয়াছে ঊষার আকাশ-শাহাদাত হোসেন)। {অশ্+মি}
- Bengali Word রস English definition [রশ্] (বিশেষ্য) ১ দ্রববস্তু; নির্যাস (লেবুর রস)। ২ স্বাদ; কটু তিক্ত কষায় অম্ল মধুর এসব রসনেন্দ্রিয়গ্রাহ্য গুণ। ৩ নিঃস্রাব; ক্ষরণ (খেজুর রস, ফোড়ার রস)। ৪ জল। ৫ আর্দ্রতা। ৬ শ্লেষ্মা; সর্দি। ৭ অশ্রু। ৮ অতিশয় অনুরাগ (রস ভরে দুঁহু তনু-চণ্ডীদাস)। ৯ রোগবিশেষ; শোথ বা ফোলা রোগ (রস নামা)। ১০ (আলঙ্কারিক) শৃঙ্গার, হাস্য, করুণ, বীর, অদ্ভুত, ভয়ানক, বীভৎস, শান্ত, বাৎসল্য-পাঠক বা শ্রোতার মনের উপর অনুরূপ প্রভাব বিস্তারকারী সাহিত্যের এই নয় প্রকার রস। ১১ বৈষ্ণব সাহিত্য ও সাধনার পাঁচ পন্থা-শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর বা উজ্জ্বল রস। ১২ তাৎপর্য; মর্ম (রস গ্রহণ করা)। ১৩ অহঙ্কার (রস বেড়েছে)। ১৪ রসিকতা; কৌতুক (রস করে কথা বলে)। ১৫ উল্লাস। ১৬ ভোগ; সুখ (ও রসে বঞ্চিত-গোবিন্দদাস)। ১৭ পুঁজি; অর্থবল (রস ফুরানো)। ১৮ আকর্ষণ; লাভ (কাজে আর রস নেই)। ১৯ (আয়ুর্বেদ) পারদ (রসসিন্দূর)। রসকরা (বিশেষ্য) রসে পাকানো নারকেলের লাড়ু। রসকর্পূর (বিশেষ্য) পারদঘটিত ওষুধ। রসকলি (বিশেষ্য) কপালে আঁকা ফুলের আকৃতিবিশিষ্ট তিলক। রসকষ (বিশেষ্য) ১ মধুরতা; মাধুর্য; কোমলতা। ২ অতি সামান্য পরিমাণ রস। রসগর্ভ (বিশেষণ) সরস; রসযুক্তা। রসগোল্লা (বিশেষ্য) চিনির রসে পক্ব ছানার তৈরি গোল সাদা মিঠাই। রসঘন (বিশেষণ) গাঢ় রসপূর্ণ। রসঘ্ন (বিশেষণ) রসের আধিক্য নষ্টকারী। রসজ্ঞ (বিশেষণ) রসগ্রাহী; রসিক; মর্মগ্রাহী; সমজদার। রসজ্ঞা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। রসজ্ঞী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। রসজ্ঞতা (বিশেষ্য)। রসজ্ঞান, রসবোধ (বিশেষ্য) রস উপলব্ধি; রস উপভোগ করার ক্ষমতা। রসদ, রশদ (বিশেষ্য) ১ সৈন্যগণের আহার্য সামগ্রী; ration (দুর্গের রশদ ক্রমে ফুরাইয়া গেল-ইসমাইল হোসেন শিরাজী)। ২ খোরাক। ৩ (আলঙ্কারিক) উপকরণ; সামগ্রী (আনন্দের রসদ)। ৪ প্রয়োজনীয় অর্থ; দরকারমতো টাকাকড়ি (‘বিলাতে যেতে চাও ভালকথা, কিন্তু রসদ যোগাবে কে?’)। রসদদার (বিশেষ্য) যে খাদ্য বা প্রয়োজনীয় দ্রব্যাদি যোগায়। রসপূর্ণ, রসাত্মক (বিশেষণ) ১ রসযুক্ত; রসগর্ভ (রসপূর্ণ রচনা)। ২ তরল ও স্বাদু পদার্থে পূর্ণ (রসপূর্ণ খাদ্য)। রসবড়া (বিশেষ্য) চিনির রসে পক্ব ডালের বড়া। রসবড়ি (বিশেষ্য) পারদ-যোগে প্রস্তুত কবিরাজি ওষুধ; বিষবড়ি। রসবতী (বিশেষ্য), (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) ১ রসযুক্ত; সুরসিকা। ২ মনোহরা ও রসিকা নারী। ৩ রান্নাঘর। রসবাত (বিশেষ্য) অতিরিক্ত রসহেতু রাতরোগ। রসবৃদ্ধি, রসাধিক্য (বিশেষ্য) শ্লেষ্মার আধিক্য বা বৃদ্ধি। রসবেত্তা ⇒ রসজ্ঞ। রসবোধ ⇒ রসজ্ঞান। রসভঙ্গ (বিশেষ্য) রস উপভোগ বাধা বা অন্তরায় সৃষ্টি। রসভোক্তা (বিশেষণ) রস উপলব্ধিতে পারদর্শী (রসভোক্তাকে মুষ্যোত্তর স্তরে অবনীত করে না-ড. কাজী মোতাহার হোসেন)। রসময় (বিশেষণ) রসযুক্ত; রসিক; রসভরা (রসভরা রসময় রসের ছাগল-ঈশ্বর গুপ্ত)। রসময়ী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। রসমালাই (বিশেষ্য) ঘন সিরাযুক্ত রসগোল্লার মতো এক প্রকার মিঠাই। রসমুন্ডী (বিশেষ্য) ক্ষুদ্র রসগোল্লার মতো এক প্রকার মিঠাই। রসরঙ্গ (বিশেষ্য) আমোদপ্রমোদ; হাস্যকৌতুক; হাসিঠাট্টা। রসরচনা (বিশেষ্য) রসাত্মক রচনা। রসরাজ (বিশেষ্য) ১ রসিকশ্রেষ্ঠ; সর্বশ্রেষ্ঠ রসিক; উপাধিবিশেষ (কবিরসরাজ তারকচন্দ্র সরকার; রসরাজ অমৃতলাল)। ২ কৃষ্ণ। ৩ পারদ। রসশালা (বিশেষ্য) রাসায়নিক গবেষণাগার। রসসিন্দূর (বিশেষ্য) গন্ধক ও পারদ একত্রে ভস্মীভূত করে প্রাপ্ত লাল রঙের পদার্থ; হিঙ্গুল। রসস্থ (বিশেষণ) (শরীরে) রসের আধিক্যযুক্ত; শ্লেষ্মাক্রান্ত। রসহীন (বিশেষণ) নীরস; শুষ্ক। রসালাপ (বিশেষ্য) রসিকতাপূর্ণ কথাবার্তা। রসাস্বাদ, রসাস্বাদন (বিশেষ্য) ১ রসের স্বাদগ্রহণ। ২ মর্ম উপলদ্ধি। {(তৎসম বা সংস্কৃত) √রস্+অ(অচ্)}
- Bengali Word রসন English definition [রশোন্] (বিশেষ্য) ১ রস গ্রহণ বা আস্বাদন। ২ জিহ্বা। {(তৎসম বা সংস্কৃত) √রস্+অন(ল্যুট্)}
- Bengali Word রসনা ১ English definition [রশোনা] (বিশেষ্য) জিহ্বা; যে ইন্দ্রিয় রস আস্বাদন করে (মহাত্মা হোসেন স্বীয় রসনা পুত্রকে চুষিতে দিলেন-বেগম রোকেয়া)। {(তৎসম বা সংস্কৃত) √রস্+অন(ল্যুট্)+আ(টাপ্)}
- Bengali Word রসনা ২ English definition [রসনা] (মধ্যযুগীয় বাংলা) (বিশেষণ) রসাল; রসযুক্ত (অধিক করিয়া দিয়া করহ রসনা-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(হিন্দি) রসানা}
- Bengali Word রসনেন্দ্রিয় English definition [রশোনেন্দ্রিয়ো] (বিশেষ্য) ১ যে ইন্দ্রিয় দিয়ে আস্বাদ গ্রহণ করা যায়; জিহ্বা; জিভ। {(তৎসম বা সংস্কৃত) রসনা+ইন্দ্রিয়}