র পৃষ্ঠা ১২
- Bengali Word রহস্য English definition [রহোশ্শো] (বিশেষ্য) ১ গূঢ় অর্থ বা তাৎপর্য; মর্ম। ২ গুপ্ত তথ্য যা সহজে বুঝতে পারা যায় না। ৩ রসিকতা; হাস্যপরিহাস। ৪ গোপনীয় (রহস্যকথা)। রহস্যঘন (বিশেষণ) গূঢ় তাৎপর্যপূর্ণ; দুর্বোধ্যতায় আচ্ছন্ন (সে এক রহস্যঘন উপন্যাসের রোমাঞ্চকর প্লট-কবি মঈনুদ্দীন)। রহস্যচ্ছলে (ক্রিয়াবিশেষণ) রসিকতা করে; ঠাট্টার আশ্রয় নিয়ে। রহস্যপূর্ণ, রহস্যময় (বিশেষণ) ১ গূঢ় তাৎপর্যপূর্ণ। ২ দুর্বোধ্য; দুরধিগম্য; দুর্জ্ঞেয়। রহস্যভেদ (বিশেষ্য) গোপন তথ্য উদ্ঘাটন; গুপ্ততত্ত্ব আবিষ্কার। ২ মর্ম বা তাৎপর্য নিরূপণ। রহস্যালাপ (বিশেষ্য) ১ গোপনীয় বিষয়ে কথাবার্তা। ২ হাস্যপরিহাসযুক্ত আলাপ। ৩ রসালাপ; সরস কথাবার্তা। রহস্যোপন্যাস (বিশেষ্য) ১ গোপন তথ্য উদ্ঘাটিত করে এসন উপন্যাস। {(তৎসম বা সংস্কৃত) রহস+য(যৎ)}
- Bengali Word রহা, রওয়া English definition [রহা, রওয়া] (ক্রিয়া) ১ থাকা; অবস্থান করা। ২ সবুর করা; অপেক্ষা বা প্রতীক্ষা করা (রও আগে খেয়ে নিই)। ৩ বিরতি দেওয়া (রহিয়া রহিয়া বিপুল উল্লাসে-রবীন্দ্রনাথ ঠাকুর)। {রহ্, থাক্, আছ্,-এ তিনটি অসম্পূর্ণ বাংলা ধাতু}
- Bengali Word রহানো English definition [রহানো] (ক্রিয়া) ১ থাকানো বা অবস্থান করানো। ২ অপেক্ষা বা প্রতীক্ষা বা সবুর করানো। ৩ থামানো; নিরস্ত করানো। ৪ আটকানো। {√রহ্+আনো}
- Bengali Word রহিত English definition [রোহিতো] (বিশেষণ) ১ বর্জিত; পরিত্যক্ত; বিরহিত; শূন্য। ২ বাতিল; রদ; প্রত্যাহৃত; ফিরিয়ে নেওয়া হয়েছে এমন (আদেশ রহিত করা)। ৩ বন্ধ; নিবৃত্ত (চলাচল রহিত করা)। ৩ প্রতিহত; বাধাগ্রস্ত; ব্যাহত। {(তৎসম বা সংস্কৃত) √রহ+ত(ক্ত)}
- Bengali Word রহিম, রহীম English definition [রোহিম্] (বিশেষণ) ১ দয়ালু; করুণাময়। ২ আল্লাহর এক গুণনাম (আল্লাহর বড় দয়াল রহিম)। {(আরবি) রহীম}
- Bengali Word রা ১, রাঅ, রাও (মধ্যযুগীয় বাংলা) English definition [রা, রাঅ, রাও] (বিশেষ্য) রব; সাড়া; শব্দ; ধ্বনি; বাক্যস্ফূর্তি; মুখের কথা (শুনিয়া তোমার রা কাঁপে সবার গা-কবিকঙ্কণ মুকুন্দারাম চক্রবর্তী)। রাকরা, রাকাড়া (ক্রিয়া) কথা বলা (আমি রা করলাম না-শওকত ওসমান)। রা সরা (ক্রিয়া) বাক্যস্ফূর্তি হওয়া। {(তৎসম বা সংস্কৃত) রব>}
- Bengali Word রা ২ English definition [রা] বহুবচনসূচক বিভক্তি (শিশুরা)। {বহুবচনার্থক বাংলা প্রত্যয়বিশেষ}
- Bengali Word রাঁদা English definition [রাঁদা] (বিশেষ্য) রেঁদা শব্দের রূপভেদ; কাঠ মসৃণ করার যন্ত্রবিশেষ। {(ফারসি) রান্দাহ}
- Bengali Word রাঁধন English definition [রাঁধোন্] (বিশেষ্য) রন্ধন; রান্না; পাককরণ। {(তৎসম বা সংস্কৃত) রন্ধন>}
- Bengali Word রাঁধনি ২, রাঁধুনি ২, রান্ধুনী ২, রান্ধনি English definition [রাঁধোনি, রাঁধুনি, রাঁন্ধুনি, রাঁন্ধোনি] (বিশেষ্য), (বিশেষণ) ১ পাচক; পাচিকা। ২ যে রান্না বা পাক করে; পাচক; রন্ধনকারী; রান্ধনকারিণী; পাকানি। {(তৎসম বা সংস্কৃত) √রাঁধ্+উনি বা অনি}
- Bengali Word রাঁধনিয়া English definition [রাঁধোনিয়া] (বিশেষ্য) রাঁধনি; পাচক। {(তৎসম বা সংস্কৃত) রন্ধন+ (বাংলা) ইয়া; (তুলনীয়) (হিন্দি) রন্ধনীয়া}
- Bengali Word রাঁধা, রান্ধা English definition [রাঁধা, রান্ধা] (ক্রিয়া) রন্ধন করা; রান্না করা; পাক করা। □ (বিশেষ্য) রন্ধন। □ (বিশেষণ) রান্না করা হয়েছে এমন; রন্ধিত। রাঁধানো (ক্রিয়া) রান্না বা পাক করানো। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত অর্থে। রাঁধাবাড়া (বিশেষ্য) পাকক্রিয়া ও পরিবেশন। {(তৎসম বা সংস্কৃত) রন্ধন>; (বাংলা) √রাঁধ্+আ}
- Bengali Word রাঁধুনি English definition ⇒ রান্ধুনি
- Bengali Word রাঁধুনি ১, রাঁধুনি ১, রান্ধুনি, রান্ধনী ১ English definition [রাঁধোনি, রাধুনি, রান্ধুনি, রান্ধোনি] (বিশেষ্য) মসলাবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) রন্ধনিকা>}
- Bengali Word রাঁড় English definition [রাঁড়্] (বিশেষ্য) ১ বিধবা (আমি রাঁড় হয়েছি-নবীনচন্দ্র সেন)। ২ বেশ্যা; গণিকা। ৩ উপপত্নী; অবৈধ স্ত্রী। কড়ে রাঁড় (বিশেষ্য) বালবিধবা; অল্প বয়সে যার স্বামী মারা গেছে। ⇒ রাড়ি; রাঁড়ি। রাঁড়ের বাড়ি (বিশেষ্য) বেশ্যালয়; গণিকা গৃহ। {(তৎসম বা সংস্কৃত) রণ্ড>}
- Bengali Word রাঁড়া English definition [রাঁড়া] (বিশেষ্য) ১ নিষ্ফল বৃক্ষ; যে গাছে ফল ধরে না। ২ বন্ধ্যা নারী। □ (বিশেষণ) ১ ফলশূন্য; নিষ্ফল। ২ বন্ধ্যা। {(তৎসম বা সংস্কৃত) রণ্ডা}
- Bengali Word রাঁড়ি, রাঁড়ী English definition [রাঁড়ি] (বিশেষ্য) পতিহীনা; বিধবা {(তৎসম বা সংস্কৃত) রণ্ডা>}
- Bengali Word রাং ১, রাঙ, রাঙ্গ English definition [রাঙ্, রাঙ্, রাঙ্গ্] (বিশেষ্য) একপ্রকার ধাতু; টিন। রাংঝাল (বিশেষ্য) রাং ও সিসামিশ্রিত পাইন, যা দিয়ে ধাতু দ্রব্যাদি বা তাদের ছিদ্রাদি বন্ধ করা হয়। রাংতা (বিশেষ্য) রাঙের পাত বা তবক। {(তৎসম বা সংস্কৃত) রঙ্গ>}
- Bengali Word রাং ২, রান English definition [রাঙ্, রান্] নিহত পশু বা পরীক্ষা জঙ্ঘা (মুরগির রান)। {(ফারসি) রান}
- Bengali Word রাংচিতা, রাঙচিতা, রাঙ্গচিতা English definition [রাঙ্চিতা, রাঙ্চিতা, রাঙ্গ্চিতা] (বিশেষ্য) এক প্রকার ক্ষুদ্র গাছ। {(তৎসম বা সংস্কৃত) রক্তচিত্রক>}