র পৃষ্ঠা ১৪
- Bengali Word রাখোয়াল English definition ⇒ রাখাল
- Bengali Word রাগ ১ English definition [রাগ্] (বিশেষ্য) ১ ক্রোধ; রোষ; কোপ; গোসা (বড় রাগ হয়েছে)। ২ রং; রঞ্জন দ্রব্য (রক্তরাগ)। ৩ রক্তবর্ণ; রক্তিম। ৪ অনুরাগ; প্রেম; প্রণয়; আসক্তি; মমতা। ৫ (সন্) সুরের বিন্যাসের পদ্ধতি-বিভাগ; ভৈরব কৌশিক হিন্দোল দীপক শ্রী ও মেঘ-এই ছয়টি মূল রাগ (ছয় রাগ)। রাগত (বিশেষণ) ক্রোধান্বিত; রুষ্ট; কুপিত (ছোটটা রাগত হয়ে বড়কে বল্লে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। রাগ পড়া (ক্রিয়া) ক্রোধ প্রশমিত হওয়া বা না থাকা। রাগমালা (বিশেষ্য) সঙ্গীতের বিভিন্ন রাগের তালিকা। রাগ-মুখ (বিশেষণ) ক্রুব্ধ ভাব। রাগসামলানো (ক্রিয়া) ক্রোধ দমন করা। রাগসূত্র (বিশেষ্য) তুলাদণ্ডের সূত্র। রাগা (ক্রিয়া) ক্রুদ্ধ হওয়া; রাগ করা; চটা (রেগে আগুন)। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। রাগে গর গর করা (ক্রিয়া) ক্রোধ সঞ্চারের ফলে মনে মনে অতিশয় ক্ষুব্ধ হওয়া। রেগেমেগে (অসমাপিকা ক্রিয়া) ক্রুদ্ধ হয়ে। রাগানো (ক্রিয়া) ক্রুদ্ধ বা রুষ্ট করা; চটানো। {(তৎসম বা সংস্কৃত) √রন্জ্+অ(ঘঞ্)}
- Bengali Word রাগ ২ English definition [রাগ্] মোটা কম্বল (রাগ মুড়ি দেওয়া)। {(ইংরেজি) rug}
- Bengali Word রাগবি English definition [রাগ্বি] (বিশেষ্য) ডিম্বাকৃতি বল দিয়ে খেলা আমেরিকান ফুটবল খেলা যাতে বল হাত দিয়েও ধরা যায়। {(ইংরেজি) Rugby}
- Bengali Word রাগান্ধ English definition [রাগান্ধো] (বিশেষণ) ক্রোধে অজ্ঞান বা জ্ঞানহীন। {রাগ+অন্ধ; ৭ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word রাগান্বিত English definition [রাগান্নিতো] (বিশেষণ) ১ রুষ্ট; ক্রুদ্ধ; ক্রোধযুক্ত। ২ আসক্তিযুক্ত; অনুরাগযুক্ত। {(তৎসম বা সংস্কৃত) রাগ+অন্বিত; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word রাগারাগি English definition [রাগারাগি] (বিশেষ্য) রোষ প্রকাশ; কলহ; ঝগড়াঝাটি। {রাগ+রাগ; ব্যতিহার (বহুব্রীহি সমাস)}
- Bengali Word রাগারুণ English definition [রাগারুন্] (বিশেষণ) রক্তবর্ণে রঞ্জিত; রক্তিম। {(তৎসম বা সংস্কৃত) রাগ+অরুণ}
- Bengali Word রাগিণী ১ English definition [রাগিনি] (বিশেষ্য) ১ (সন্) রাগের পত্নী অর্থাৎ শাখা; এক এক রাগের অন্তর্গত স্বরবিন্যাসের প্রকারভেদ (ছত্রিশ রাগিণী)। ২ সঙ্গীত; সুর (তোমারি রাগিণী জীবন-কুঞ্জে বাজে যেন সদা-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) রাগ+ইন্(ইনি)+ঈ(ঙীপ্)}
- Bengali Word রাগী (-গিন্) English definition [রাগি] (বিশেষণ) ১ যে অল্পেই ক্রুদ্ধ হয়; ক্রোধী; রোষযুক্ত; কোপন স্বভাববিশিষ্ট। ২ ক্রুদ্ধ; রুষ্ট। ৩ অনুরাগযুক্ত। রাগিণী২ (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) রাগ+ইন্(ইনি)}
- Bengali Word রাঘব English definition [রাঘোব্] (বিশেষ্য) রঘুবংশীয় রামচন্দ্র। রাঘব-প্রিয়া, রাঘব-বাঞ্ছা (বিশেষ্য) রামচন্দ্রের পত্নী; সীতা (কাঁদেন রাঘববাঞ্ছা আঁধার কুটীরে-মাইকেল মধূসূদন দত্ত)। রাঘব-বোয়াল (বিশেষ্য) ১ বিশাল বোয়াল মাছবিশেষ। ২ (আলঙ্কারিক) পরের বা সরকারি সম্পদাদি অন্যায়ভাবে ভোগকারী প্রভাবশালী লোক। ৩ মস্ত বড়। ৪ মস্ত বড় ধনী ব্যক্তি। রাঘাবারি (বিশেষ্য) রামের শত্রু; লঙ্কারাজ রাবণ। {(তৎসম বা সংস্কৃত) রঘু+অ(অণ্)}
- Bengali Word রাঙ, রাঙ্গ English definition ⇒ রাং
- Bengali Word রাঙচিতা, রাঙ্গচিতা English definition ⇒ রাংচিতা
- Bengali Word রাঙতা, রাঙ্গতা English definition ⇒ রাংতা
- Bengali Word রাঙা, রাঙ্গা English definition [রাঙা, রাঙ্গা] (বিশেষণ) ১ রক্তবর্ণ লাল (রাঙ্গা পা)। ২ গৌরবর্ণ; ফর্সা; সুন্দর (রাঙা বউ, রাঙা মুখ)। রাঙা আলু (বিশেষ্য) এক প্রকার মিষ্টি কন্দ। রাঙানো (ক্রিয়া) ১ রক্তিম বা লাল রং করা। ২ লাল বর্ণে রঞ্জিত করা (ক্রমে রাঙিয়ে দিয়ে উঠতো পূর্ব আসমানে-শাহেদ আলী)। ৩ বিচিত্র বর্ণে চি্ত্রিত করা। ৪ উজ্জ্বল বা দীপ্তিমান করা। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। রাঙা বাস (বিশেষ্য) গেরুয়া কাপড়। রাঙামাটি (বিশেষ্য) ১ গিরিমাটি। ২ পার্বত্য চট্টগ্রামের বিখ্যাত স্থান। রাঙা মুলা (বিশেষ্য) ১ লাল রঙের মুলা। ২ (আলঙ্কারিক) সুন্দর অথচ গুণশূন্য। {(তৎসম বা সংস্কৃত) রঙ্গ+ (বাংলা) আ}
- Bengali Word রাঙ্গ, রাঙ্গচিতা, রাঙ্গতা, রাঙ্গা English definition ⇒ যথাক্রমে রাং, রাংচিতা, রাংতা ও রাঙা
- Bengali Word রাজ ১ English definition [রাজ্] (বিশেষ্য) রাজ্য (স্বরাজ)। {(তৎসম বা সংস্কৃত) রাজন্>}
- Bengali Word রাজ ২ English definition [রাজ্] (বিশেষ্য) ‘রাজমিস্ত্রি’ শব্দের সংক্ষেপ। রাজমজুর (বিশেষ্য) যে মজুর রাজমিস্ত্রিকে সাহায্য করে; জোগানদার। {(ফারসি) রাজ}
- Bengali Word রাজ ৩ English definition [রাজ্] (বিশেষ্য) ১ সমাসে পূর্বপদ হলে বা পরে প্রত্যয়যুক্ত হলে ‘রাজন’ শব্দের রূপ রাজ হয় (রাজকন্যা, রাজত্ব)। ২ সরকার; গভর্নমেন্ট (রাজসভা)। ৩ শ্রেষ্ঠ (রাজহাঁস)। {(তৎসম বা সংস্কৃত) রাজন্>}
- Bengali Word রাজ ৪ English definition [রাজ্] ১ সমাসে উত্তরপদ হলে রাজন শব্দের রূপ রাজ হয় (ব্রিটিশ-রাজ)। ২ শ্রেষ্ঠ (গজরাজ)। {(তৎসম বা সংস্কৃত) রাজন্>; ৬ (তৎপুরুষ সমাস)}