র পৃষ্ঠা ১৫
- Bengali Word রাজক English definition [রাজোক্] (বিশেষ্য) সরকার; গভর্নমেন্ট। {(তৎসম বা সংস্কৃত) রাজন্+ ক(কন্)}
- Bengali Word রাজকন্যা English definition [রাজকোন্না] (বিশেষ্য) রাজকুমারী; রাজার মেয়ে; শাহজাদি। {(তৎসম বা সংস্কৃত) রাজন্+কন্যা; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word রাজকবি English definition [রাজ্কোবি] (বিশেষ্য) ১ রাজদরবারে নিযুক্ত সম্মানিত কবি; সভাকবি; poet laureate। ২ দেশের সর্বশ্রেষ্ঠ কবি। {(তৎসম বা সংস্কৃত) রাজন্+কবি; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word রাজকর English definition [রাজ্কর্] (বিশেষ্য) সাজস্ব; সরকারকে দেয় খাজনা। {(তৎসম বা সংস্কৃত) রাজন্+কর}
- Bengali Word রাজকর্ম, রাজকার্য English definition [রাজকর্মো, রাজকার্জো] (বিশেষ্য) ১ সরকারি কাজ। ২ রাজ্যশাসন। {(তৎসম বা সংস্কৃত) রাজন্+কর্ম, কার্য}
- Bengali Word রাজকর্মচারী English definition [রাজকর্মোচারি] (বিশেষ্য) ১ রাজা কর্তৃক নিযুক্ত কর্মচারী। ২ সরকারি কর্মচারী; Government servant। {(তৎসম বা সংস্কৃত) রাজন্+কর্মচারী}
- Bengali Word রাজকার্য English definition ⇒ রাজকর্ম
- Bengali Word রাজকীয় English definition [রাজোকিয়ো] (বিশেষণ) রাজা সম্বন্ধীয়; সরকারি; royal (রাজকীয় পোশাক, রাজকীয় ক্ষমতা)। {(তৎসম বা সংস্কৃত) রাজন্+ঈয়(ছ)}
- Bengali Word রাজকুমার English definition [রাজ্কুমার্] (বিশেষ্য) রাজপুত্র; রাজার ছেলে; শাহজাদা {(তৎসম বা সংস্কৃত) রাজন্+কুমার; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word রাজকুমারী English definition [রাজ্কুমারি] (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) রাজার মেয়ে; রাজকন্যা। {(তৎসম বা সংস্কৃত) রাজন্+কুমারী}
- Bengali Word রাজকুল English definition [রাজ্কুল্] (বিশেষ্য) ১ রাজবংশ। ২ নৃপতিগণ। {(তৎসম বা সংস্কৃত) রাজন্+কুল}
- Bengali Word রাজকোষ English definition [রাজ্কোশ্] (বিশেষ্য) রাজার বা রাষ্ট্রের ধন-ভাণ্ডার; ট্রেজারি। {(তৎসম বা সংস্কৃত) রাজন্+কোষ}
- Bengali Word রাজগাঁড় English definition [রাজ্গাঁড়] (বিশেষ্য) উদরের অভ্যন্তরের স্ফোটকবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) রাজন্+গণ্ড>}
- Bengali Word রাজগামী English definition [রাজ্গামি] (বিশেষণ) উত্তরাধিকারী না থাকায় যা রাজাতে বর্তে। {(তৎসম বা সংস্কৃত) রাজন্+√গম্+ইন্(ণিনি)}
- Bengali Word রাজগি English definition [রাজ্গি] (বিশেষ্য) রাজপদ; রাজত্ব। {(হিন্দি) রাজগী}
- Bengali Word রাজগ্রীব English definition [রাজ্গ্রিব] (বিশেষ্য) ফলুই মাছ। {(তৎসম বা সংস্কৃত) রাজন+গ্রীব}
- Bengali Word রাজচক্রবর্তী (-র্তিন) English definition [রাজ্চক্ক্রোবোরতি] (বিশেষ্য) সম্রাট; রাজা। {(তৎসম বা সংস্কৃত) রাজন্+চক্রবর্তী; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word রাজচ্ছত্র, রাজছত্র English definition [রাজোচ্ছত্ত্রো, রাজ্ছত্ত্রো] (বিশেষ্য) পূর্বকালের রাজার মাথার যে ছাতা ধরা হতো। {(তৎসম বা সংস্কৃত) রাজন্+ছত্র; ৪ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word রাজটিকা, রাজটীকা, রাজতিলক English definition [রাজ্টিকা, রাজ্টিকা, রাজ্তিলক্] (বিশেষ্য) ১ পূর্বকালে রাজ্যাভিষেকের সময়ে নৃপতির ললাটে যে তিলক পরানো হতো। ২ রাজচিহ্ন (তাঁহার ললাটে যেন একটি অদৃশ্য রাজতিলক পরান ছিল-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) রাজন্+তিলক; ৪ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word রাজতক্ত, রাজতখ্ত English definition [রাজ্তক্ত্, রাজ্তখ্ত্] (বিশেষ্য) ১ সিংহাসন; শাহি তখ্ত। ২ রাজপদ। {(তৎসম বা সংস্কৃত) রাজন্+ (ফারসি) তখ্ত}