র পৃষ্ঠা ১৬
- Bengali Word রাজতন্ত্র English definition [রাজ্তন্ত্রো] (বিশেষ্য) ১ রাজার অধীন শাসন-পদ্ধতি বা রাষ্ট্র; monarchy। ২ রাজ্যশাসন নীতি বা ব্যবস্থা। {(তৎসম বা সংস্কৃত) রাজন্+তন্ত্র; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word রাজতিলক English definition ⇒ রাজটিকা
- Bengali Word রাজত্ব English definition [রাজোত্তো] (বিশেষ্য) ১ রাজ্যপদ; রাজ্যের অধিকার। ২ সর্বময় কর্তৃত্ব (রাজত্ব পেয়ে গেছ আর কি)। {রাজন্+ত্ব}
- Bengali Word রাজদণ্ড English definition [রাজ্দন্ডো] (বিশেষ্য) ১ রাজার হাতে পদমর্যাদার নিদর্শনস্বরূপ যে দণ্ড থাকে; sceptre। ২ আইন অনুসারে শাস্তি। ৩ (জ্যোতিষ শাস্ত্র) ললাটস্থ ঊর্ধ্বরেখা। {(তৎসম বা সংস্কৃত) রাজন্+দণ্ড}
- Bengali Word রাজদত্ত English definition [রাজ্দত্তো] (বিশেষণ) রাজা দান করেছেন এমন; রাজা কর্তৃক প্রদত্ত। {(তৎসম বা সংস্কৃত) রাজন্+দত্ত; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word রাজদন্ত English definition [রাজ্দন্তো] (বিশেষ্য) উপর পাটির মাঝের দাঁত অথবা দু’ পাটির সামনের চার দাঁত। {(তৎসম বা সংস্কৃত) রাজন্+দন্ত}
- Bengali Word রাজদম্পতি English definition [রাজ্দম্পোতি] (বিশেষ্য) রাজা ও রানি। {(তৎসম বা সংস্কৃত) রাজন্+দম্পতি}
- Bengali Word রাজদরবার English definition [রাজ্দর্বার্] (বিশেষ্য) রাজসভা। {(তৎসম বা সংস্কৃত) রাজন্+ (ফারসি) দরবার}
- Bengali Word রাজদুলাল English definition [রাজ্দুলাল্] (বিশেষ্য) রাজপুত্র; রাজকুমার। রাজদুলালি/দুলালী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) রাজন্+ (বাংলা) দুলাল}
- Bengali Word রাজদূত English definition [রাজ্দুত্] (বিশেষ্য) ১ রাজা বা সরকার কর্তৃক প্রেরিত দূত; রাষ্ট্রদূত। ২ ভিন্ন রাষ্ট্রের সঙ্গে বিভিন্ন প্রকার যোগাযোগ রক্ষার নিযুক্ত প্রতিনিধি; ambassador। {(তৎসম বা সংস্কৃত) রাজন্+দূত; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word রাজদ্বার English definition [রাজোদ্দার্] (বিশেষ্য) ১ রাজার দরবার। ২ আদালত। {(তৎসম বা সংস্কৃত) রাজন্+দ্বার; ৬ তৎপুরুষ সমাস}
- Bengali Word রাজদ্রোহ, রাজদ্রোহিতা English definition [রাজোদ্দ্রোহো, রাজোদ্দ্রোহিতা] (বিশেষ্য) প্রকাশ্যভাবে দেশের রাজা বা সরকারের ক্ষতি করার চেষ্টা বা ষড়যন্ত্র; সরকার উৎখাতের চেষ্টা; রাষ্ট্রদ্রোহিতা। রাজদ্রোহী (-হিন্) (বিশেষণ) রাজদ্রোহকারী; রাষ্ট্রের বিরুদ্ধাচরণকারী। {(তৎসম বা সংস্কৃত) রাজন্+দ্রোহ, দ্রোহিতা; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word রাজধর্ম English definition [রাজ্ধর্মো] (বিশেষ্য) ১ রাজার কর্তব্যকর্ম। ২ দেশশাসন ও প্রজাপালন কার্য। {(তৎসম বা সংস্কৃত) রাজন্+ধর্ম; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word রাজধানী English definition [রাজ্ধানি] (বিশেষ্য) ১ রাষ্ট্রের প্রধান নগর যেখানে রাজা বা রাষ্ট্রপতি বা তাঁর প্রতিনিধি বাস করেন; রাজ্যের সর্বপ্রধান নগর যে স্থানে উচ্চতম সরকারি কার্যালয় বা সচিবালয় থাকে। ২ রাজ্যশাসনের কেন্দ্র তথা রাষ্ট্রের সর্বপ্রধান নগর। {(তৎসম বা সংস্কৃত) রাজন্+ধানী; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word রাজনন্দন English definition [রাজ্নন্দোন্] (বিশেষ্য) রাজার ছেলে; রাজকুমার। রাজনন্দিনী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) রাজার মেয়ে; রাজকুমারী। {(তৎসম বা সংস্কৃত) রাজন্+নন্দন; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word রাজনামা English definition [রাজ্নামা] (বিশেষ্য) ১ রাজাদের পরিচয়-লিপি। ২ কোনো দেশের বা বংশের রাজাদের নামের তালিকা বা বৃত্তান্ত। {(তৎসম বা সংস্কৃত) রাজন্+ (ফারসি) নামহ্}
- Bengali Word রাজনিয়ম, রাজবিধান, রাজবিধি English definition [রাজ্নিয়োম্, রাজ্বিধান্, রাজ্বিধি] (বিশেষ্য) সরকারি আইন। {(তৎসম বা সংস্কৃত) রাজন্+নিয়ম, বিধান, বিধি; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word রাজনীতি English definition [রাজ্নিতি] (বিশেষ্য) রাষ্ট্রশাসন বা পরিচালনার নীতি; politics। {(তৎসম বা সংস্কৃত) রাজন্+নীতি; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word রাজনীতিক, রাজনৈতিক English definition [রাজনিতিক্, রাজনোইতিক্] (বিশেষণ) ১ রাজনীতি-বিষয়ক। ২ রাজ্যশাসন ঘটিত। ৩ রাজনীতি যে করে; রাজনীতিক দলের কর্মী। {(তৎসম বা সংস্কৃত) রাজন্+নীতিক, নৈতিক}
- Bengali Word রাজনীতিজ্ঞ English definition [রাজ্নিতিগ্গোঁ] (বিশেষণ) রাজনীতি শাস্ত্রে পণ্ডিত; politician। {(তৎসম বা সংস্কৃত) রাজন্+নীতিজ্ঞ}