র পৃষ্ঠা ১৮
- Bengali Word রাজবল্লি, রাজবল্লী English definition [রাজ্বোল্লি] (বিশেষ্য) উচ্ছে; করলা। □ (বিশেষণ) উচ্ছে লতা। {(তৎসম বা সংস্কৃত) রাজন্+বল্লি, বল্লী; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word রাজবাটী, রাজবাড়ি, রাজবাড়ী English definition [রাজ্বাটি, রাজ্বাড়ি, রাজ্বাড়ি] (বিশেষ্য) ১ রাজপ্রাসাদ বা রাজার বাসভবন; রাজমহল; শাহিমহল। ২ যে ভবনে দেশের শাসক বাস করেন। {(তৎসম বা সংস্কৃত) রাজ+বাটী, বাড়ি, বাড়ী (<বাটিকা)}
- Bengali Word রাজবালা English definition [রাজ্বালা] (বিশেষ্য) রাজার মেয়ে; রাজকন্যা; শাহজাদি। {(তৎসম বা সংস্কৃত) রাজন্+বালা; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word রাজবিদ্রোহ English definition [রাজ্বিদ্দ্রোহো] (বিশেষ্য) রাজদ্রোহ; রাজার বা সরকারের বিরুদ্ধাচরণ। {(তৎসম বা সংস্কৃত) রাজন্+বিদ্রোহ; ২ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word রাজবিধান, রাজবিধি English definition ⇒ রাজনিয়ম
- Bengali Word রাজবিপ্লব English definition [রাজ্বিপ্প্লব্] (বিশেষ্য) রাজ্যশাসনের প্রচলিত নিয়মের পরিবর্তন বা বিপর্যয়। {(তৎসম বা সংস্কৃত) রাজন্+বিপ্লব}
- Bengali Word রাজবেশ English definition [রাজ্বেশ্] (বিশেষ্য) রাজপোশাক; নৃপতির পদমর্যাদাসূচক পোশাক; শাহি লেবাস। {(তৎসম বা সংস্কৃত) রাজন্+বেশ}
- Bengali Word রাজভক্ত English definition [রাজ্ভক্তো] (বিশেষণ) রাজার প্রতি অনুরক্ত। {(তৎসম বা সংস্কৃত) রাজন্+ভক্ত; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word রাজভক্তি English definition [রাজ্ভোক্তি] (বিশেষণ) সরকারের অনুগত; রাজার প্রতি অনুরক্তি; সরকারের আনুগত্য। {(তৎসম বা সংস্কৃত) রাজন্+ভক্তি; ২ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word রাজভবন English definition ⇒ রাজবাড়ি
- Bengali Word রাজভাষা English definition [রাজ্ভাশা] (বিশেষ্য) ১ রাজার বা শাসক জাতির মাতৃভাষা। ২ সরকারি কাজে ব্যবহৃত কাজে ব্যবহৃত ভাষা। {(তৎসম বা সংস্কৃত) রাজন্+ভাষা; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word রাজভিষক English definition [রাজ্ভিশক্] (বিশেষ্য) রাজার দরবারের চিকিৎসক; রাজ্যের প্রধান চিকিৎসক (তিনি যখন বাগদাদের রাজভিষক-আবদুল মওদুদ)। {(তৎসম বা সংস্কৃত) রাজন্+ভিষক্; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word রাজভৃত্য English definition [রাজ্ভৃত্তো] (বিশেষ্য) ১ রাজকর্মচারী। ২ রাজার চাকর বা পরিচালক। {(তৎসম বা সংস্কৃত) রাজন্+ভৃত্য; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word রাজভোগ English definition [রাজ্ভোগ্] (বিশেষ্য) ১ রাজার উপযুক্ত খাদ্য বা ভোগ্য সামগ্রী; শাহিখানা। ২ বৃহৎ আকারের রসগোল্লার ন্যায় মিঠাই। {(তৎসম বা সংস্কৃত) রাজন্+ভোগ; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word রাজভোগ্য English definition [রাজ্ভোগ্গো] (বিশেষণ) রাজা কর্তৃক উপভোগের উপযুক্ত। রাজভোগ্যা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) রাজন্+ভোগ্য}
- Bengali Word রাজভয় English definition [রাজ্ভয়্] (বিশেষ্য) নৃপতি বা সরকারের নিকট থেকে শাস্তি পাওয়ার আশঙ্কা। {(তৎসম বা সংস্কৃত) রাজন্+ভয়; ৫ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word রাজমজুর English definition ⇒ রাজ২
- Bengali Word রাজমহিষী English definition [রাজ্মোহিশি] (বিশেষ্য) পট্টমহিষী; পাটরানি; রাজ্ঞী; মহারানি; রাজার প্রধানা পত্নী। {(তৎসম বা সংস্কৃত) রাজন্+মহিষী}
- Bengali Word রাজমান্য English definition [রাজ্মান্নো] (বিশেষ্য) প্রজাদের নিকট থেকে রাজা বা জমিদারের প্রাপ্য উপহারাদি। {(তৎসম বা সংস্কৃত) রাজন্+মান্য}
- Bengali Word রাজমার্গ English definition [রাজমার্গো] (বিশেষ্য) রাজপথ। {(তৎসম বা সংস্কৃত) রাজন্+মার্গ}