র পৃষ্ঠা ১৭
- Bengali Word রাজনৈতিক English definition ⇒ রাজণীতিক
- Bengali Word রাজন্য English definition [রাজোন্নো] (বিশেষ্য) ১ সামন্ত রাজা; করদ রাজা। ২ রাজবংশীয় লোক। {(তৎসম বা সংস্কৃত) রাজন্+য(যৎ)}
- Bengali Word রাজন্যক English definition [রজোন্নোক্] (বিশেষ্য) রাজন্যগণ; রাজন্যবর্গ; নৃপতিগণ। {(তৎসম বা সংস্কৃত) রাজন্য+অক(বুঞ্)}
- Bengali Word রাজন্ English definition [রাজন্] (বিশেষ্য) হে রাজা; মহারাজ। {(তৎসম বা সংস্কৃত) রাজন্+সম্বোধন (একবচন)}
- Bengali Word রাজপট্ট English definition [রাজ্পট্টো] (বিশেষ্য) ১ রাজসিংহাসন; শাহিতখ্ত। ২ রাজদণ্ড; সনদ। ৩ এক প্রকার কৃষ্ণবর্ণ রত্ন। {(তৎসম বা সংস্কৃত) রাজন্+পট্ট}
- Bengali Word রাজপথ English definition [রাজ্পথ্] (বিশেষ্য) ১ নগরীর প্রধান সড়ক। ২ সর্বসাধারণের প্রধান রাস্তা। {(তৎসম বা সংস্কৃত) রাজন্+পথ; পথের রাজা=রাজপথ, অথবা রাজা নির্মিত পথ= রাজপথ}
- Bengali Word রাজপাট English definition [রাজ্পাট্] (বিশেষ্য) রাজসিংহাসন; রাজাসন; শাহি তখ্ত। {(তৎসম বা সংস্কৃত) রাজন্+পাট; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word রাজপুত English definition [রাজ্পুত্] (বিশেষ্য) রাজপুতনার অধিবাসী। রাজপুতানি (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) রাজপুত্র>}
- Bengali Word রাজপুত্র English definition [রাজ্পুত্ত্রো] (বিশেষ্য) রাজার ছেলে; রাজকুমার; শাহজাদা। রাজপুত্রী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) রাজন্+পুত্র}
- Bengali Word রাজপুরী English definition [রাজ্পুরি] (বিশেষ্য) রাজপ্রাসাদ; যে অট্টালিকায় নৃপতি বা দেশের শাসক বাস করেন; শাহিমহল; রাজবাড়ি। {(তৎসম বা সংস্কৃত) রাজন্+পুরী}
- Bengali Word রাজপুরুষ English definition [রাজ্পুরুশ্] (বিশেষ্য) ১ সরকারি কর্মচারী। ২ উচ্চপদস্থ সরকারি কর্মচারী। {(তৎসম বা সংস্কৃত) রাজন্+পুরুষ}
- Bengali Word রাজপুষ্প English definition [রাজ্পুশ্পো] (বিশেষ্য) নাগকেশর ফুল বা ফুলের গাছ। {(তৎসম বা সংস্কৃত) রাজন্+পুষ্প}
- Bengali Word রাজপ্রমুখ English definition [রাজ্প্রোমুখ্] (বিশেষ্য) স্বাধীনতা লাভের পর ভারতের দেশীয় রাজ্যমণ্ডলীর প্রধানরূপে নিয়োজিত সামন্ত নৃপতি। {(তৎসম বা সংস্কৃত) রাজন্+প্রমুখ}
- Bengali Word রাজপ্রসাদ English definition [রাজ্প্রোশাদ্] (বিশেষ্য) রাজার অনুগ্রহ বা দান। {(তৎসম বা সংস্কৃত) রাজন্+প্রসাদ}
- Bengali Word রাজপ্রাসাদ, রাজপুরী, রাজভবন English definition [রাজ্প্রাশাদ্, রাজ্পুরি, রাজ্ভবোন্] (বিশেষ্য) যে অট্টালিকায় নৃপতি বা দেশের শাসক বাস করেন; শাহি মহল। {(তৎসম বা সংস্কৃত) রাজন্+প্রাসাদ, পুরী, ভবন; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word রাজবংশ English definition [রাজ্বঙ্শো] (বিশেষ্য) রাজাদের বংশ; রাজা যে বংশে জন্মগ্রহণ করেছেন; শাহি খান্দান। রাজবংশী (বিশেষ্য) তফসিলি সম্প্রদায়ের হিন্দু সম্প্রদায় বিশেষ; হিন্দু জেলে সম্প্রদায়বিশেষ। {(তৎসম বা সংস্কৃত) রাজন্+বংশ}
- Bengali Word রাজবংশীয় English definition [রাজ্বোঙ্শিয়ো] (বিশেষণ) ১ রাজবংশ জাত। ২ রাজবংশ সম্বন্ধীয়। রাজবংশীয়া (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) রাজন্+বংশীয়}
- Bengali Word রাজবন্দী English definition [রাজ্বোন্দি] (বিশেষ্য) রাজনৈতিক কারণে কারাগারে আটক ব্যক্তি; ভিন্ন মতাবলম্বী হিসেবে কারারুদ্ধ ব্যক্তি; সরকার বিরোধিতা বা রাষ্ট্রদ্রোহিতার কারণে আটক রাজনৈতিক নেতা বা কর্মী। {(তৎসম বা সংস্কৃত) রাজন্+বন্দী}
- Bengali Word রাজবর্ত্ম English definition [রাজ্বর্তোঁ] (বিশেষ্য) রাজপথ (তোমা লাগি রাজবর্ত্ম প্রশস্ত সুগম-শাহাদাত হোসেন)। {(তৎসম বা সংস্কৃত) রাজন্+বর্ত্ম; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word রাজবল্লভ English definition [রাজবল্লোভ্] (বিশেষ্য), (বিশেষণ) রাজার প্রিয়পাত্র। {(তৎসম বা সংস্কৃত) রাজন্+বল্লভ; ৬ (তৎপুরুষ সমাস)}