র পৃষ্ঠা ৫
- Bengali Word রজ English definition ⇒ রজঃ
- Bengali Word রজঃ, রজ English definition [রজোহ্, রজো] (বিশেষ্য) ১ ধূলি; রেণু (পদরজ)। ২ পরাগ; পুষ্পরেণু। ৩ নারীর মাসিক ঋতুস্রাব বা রক্তস্রাব। ৪ প্রকৃতির তিনটি গুণের দ্বিতীয়টি (রজোগুণ)। ৫ পাপ। রজঃকণা (বিশেষ্য) ধূলি। রজঃস্বলা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) ঋতুমতী। রজোগুণ (বিশেষ্য) প্রকৃতির ত্রিবিধ গুণের মধ্যমটি যার প্রভাবে দ্বেষ অহঙ্কারাদি জন্মে। রজোদর্শন (বিশেষ্য) স্ত্রীলোকের প্রথম ঋতুস্রাব বা রক্তস্রাব। রজঃপটল (বিশেষ্য) ধূলিজাল। {(তৎসম বা সংস্কৃত) √রন্জ্+অস(অসুন্)}
- Bengali Word রজক English definition [রজোক্] (বিশেষ্য) ১ ধোপা। ২ রংকারক; রঞ্জক। রজকী, রজকিনী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) রনজ্+অক(ণ্বুল্)}
- Bengali Word রজত English definition [রজোত্] (বিশেষ্য) রৌপ্য; চান্দি। □ (বিশেষণ) সাদা। রজতকান্তি (বিশেষণ) রুপার মতো সুন্দর ও সাদা; শ্বেতশুভ্র; সৌন্দর্যমন্ডিত। রজতগিরি (বিশেষ্য) (শুভ্র তুষারাচ্ছন্ন বলে) কৈলাস পর্বত। রজতজয়ন্তি (বিশেষ্য) পঁচিশ বছর পূর্তি উৎসব। রজতবর্ণ (বিশেষণ) রুপার মতো শুভ্র; উজ্জ্বল রংযুক্ত। রজতবর্ণা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। রজতশুভ্র (বিশেষণ) রুপার ন্যায় সাদা (পাহাড়ের গায়ে দৃশ্যমান মনোমুগ্ধকর রজতশুভ্র জলপ্রপাত-সৈয়দ মুর্তাজা আলী)। {(তৎসম বা সংস্কৃত) √রঞ্জ্+অত(অতচ্)}
- Bengali Word রজন English definition [রজোন্] (বিশেষ্য) তারপিন বা তৈল নিষ্কাশনের পর পড়ে থাকা কাইট শুষ্ক করে প্রস্তুত পদার্থ। {(ইংরেজি) resin}
- Bengali Word রজনী English definition [রজোনি] (বিশেষ্য) রাত্রি; রাত; নিশা; যামিনী। রজনীকান্ত, রজনীনাথ (বিশেষ্য) চন্দ্রা। রজনীগন্ধা (বিশেষ্য) অতি সুগন্ধ এক প্রকার সাদা ফুল। রজনীহাস (বিশেষ্য) শেফালিকা। {(তৎসম বা সংস্কৃত) √রন্জ্+অনি+ঈ(ঙীষ্), ‘ন্’ লোপ}
- Bengali Word রজোগুণ, রজোদর্শন English definition ⇒ রজঃ
- Bengali Word রজ্জু English definition [রোজ্জু] (বিশেষ্য) ১ দড়ি; রশি। ২ বন্ধনী। রজ্জুবদ্ধ (বিশেষ্য) যে বা যা দড়ি দিয়ে বাঁধা আছে। রজ্জুবদ্ধা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। সর্পে রজ্জুভ্রম (বিশেষ্য) নিশ্চল সাপকে রজ্জু বলে ভুল করা। {(তৎসম বা সংস্কৃত) √সৃজ্+উ}
- Bengali Word রঞ্জক ১ English definition [রন্জোক্] (বিশেষ্য) বারুদ। রঞ্জকঘর (বিশেষ্য) ১ বারুদ ঘর। ২ কামান-বন্দুকাদির আগুন দেওয়ার মুখ বা ছিদ্র। {(তৎসম বা সংস্কৃত) √রঞ্জ্+ ণিচ্+অক(ণ্বুল্)}
- Bengali Word রঞ্জক ২ English definition [রন্জক্] (বিশেষণ) ১ রঞ্জনকারী; বস্ত্রাদির রংকারক। ২ অনুরাগজনক। ৩ প্রীতিকর; আনন্দদায়ক। □ (বিশেষ্য) রঞ্জন দ্রব্য; রং করার সামগ্রী। রঞ্জিকা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। রঞ্জনী (বিশেষ্য) আনন্দদায়িনী। রঞ্জিত (বিশেষণ) ১ রং করা হয়েছে এমন। ২ সন্তোষিত। ৩ রংবিশিষ্ট। রঞ্জিতা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) √রঞ্জ্+ণিচ্+অক(ণ্বুল্)}
- Bengali Word রঞ্জন English definition [রন্জন্] (বিশেষ্য) ১ রংকরণ; ছোপানো। ২ তুষ্টি সম্পাদন; আনন্দপ্রদান (মনোরঞ্জন)। □ (বিশেষণ) প্রীতিদায়ক; আনন্দ-জনক (রাজহংস দেখি এক নয়নরঞ্জন-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। রঞ্জক২ (বিশেষণ) ১ রঞ্জনকারী; বস্ত্রাদির রংকারক। ২ অনুরাগজনক। ৩ প্রীতিকর; আনন্দদায়ক। □ (বিশেষ্য) রঞ্জন দ্রব্য; রং করার সামগ্রী। রঞ্জিকা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। রঞ্জনী (বিশেষ্য) আনন্দদায়িনী। রঞ্জিত (বিশেষণ) ১ রং করা হয়েছে এমন। ২ সন্তোষিত। ৩ রংবিশিষ্ট। রঞ্জিতা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) √রঞ্জ্+ণিচ্+(=রঞ্জি)+অন(ল্যুট্)
- Bengali Word রঞ্জনরিশ্মি English definition [রন্জন্রোশ্শি] (বিশেষ্য) (বিজ্ঞান বিষয়ক) যে আলোকরশ্মি অভেদ্য বস্তু ভেদ করতে পারে। C. W. Rontgen ১৮৯৫ খ্রিস্টাব্দে রঞ্জনরশ্মি বা X-Ray আবিষ্কার করেন (‘তাঁহার সুচিকিৎসার জন্য রঞ্জনরশ্মি প্রয়োগের প্রয়োজনীয়তা দেখা দিল’)। {(ইংরেজি) Rontgen Rays}
- Bengali Word রঞ্জা English definition [রন্জা] (ক্রিয়া) (পদ্যে ব্যবহৃত) রঞ্জিত করা। {(তৎসম বা সংস্কৃত) √রঞ্জ্+ (বাংলা) আ}
- Bengali Word রঞ্জিকা, রঞ্জিত English definition ⇒ রঞ্জন
- Bengali Word রঞ্জিনী English definition ⇒ রঞ্জী
- Bengali Word রঞ্জিল English definition [রোন্জিলো] (ক্রিয়া) (পদ্যে ব্যবহৃত) রঞ্জিত করল। {(তৎসম বা সংস্কৃত) √রঞ্জ্+ (বাংলা) ইল}
- Bengali Word রঞ্জী (-ঞ্জিন্) English definition [রোন্জি] (বিশেষণ) রঞ্জন করে এমন; রঞ্জক। রঞ্জিনী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) √রঞ্জ+ইন্(ণিনি)}
- Bengali Word রটই, রটতি (ব্রজবুলি) English definition [রটোই, রটোতি] (ক্রিয়া) বাজে (কঙ্কণ কিঙ্কিনী রটই-বিদ্যাপতি)। রটতাই (ব্রজবুলি) (ক্রিয়া) প্রচার করে; রটে (অনুপম রাধা রাম রচতহি-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) √রট্>}
- Bengali Word রটন, রটনা English definition [রটোন্, রটনা] (বিশেষ্য) ১ প্রচার (কুৎসা রটানো); ঘোষণা। ২ জ্ঞাপক; কথন। ৩ খ্যাতি; প্রসিদ্ধি। রটিত (বিশেষণ) ১ প্রচারিত। ২ খ্যাত। ৩ কথিত। {(তৎসম বা সংস্কৃত) √রট্+অন,+ আ}
- Bengali Word রটনো English definition [রটানো] (ক্রিয়া) ১ প্রচার বা জ্ঞাপন বা রটনা করা। ২ (মন্দ অর্থে) রাষ্ট্র করা (লোকে কলঙ্ক রটালো)। ৩ প্রার্থনা করা (করপুটে এ সংকটে, কাতর কিঙ্করে রটে, ঊর ঘটে, পূর অভিলাষ-ঘনরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) √রট্+ (বাংলা) আনো}