র পৃষ্ঠা ৬
- Bengali Word রটন্তী English definition [রটোন্তি] (বিশেষ্য) মাঘমাসের কৃষ্ণা চতুর্দশী। {(তৎসম বা সংস্কৃত) √রট্+অন্ত(ঝচ্)+ঈ(ঙীপ্)}
- Bengali Word রটা English definition [রটা] (ক্রিয়া) প্রচারিত, ঘোষিত বা রাষ্ট্র হওয়া; বলা; প্রচার বা ঘোষণা বা জ্ঞাপন করা (রাজপ্রসাদ রটে ব্রহ্মময়ী সর্ব ঘটে-রামপ্রসাদ সেন [বিদ্যাসুন্দর])। {(তৎসম বা সংস্কৃত) √রট্+ (বাংলা) আ}
- Bengali Word রটিত English definition [রোটিত] (বিশেষণ) ১ প্রচারিত। ২ খ্যাত। ৩ কথিত। {(তৎসম বা সংস্কৃত) √রট্+ত(ক্ত)}
- Bengali Word রড English definition [রড্] (বিশেষ্য) ১ লৌহদন্ড। ২ ডান্ডা। {(ইংরেজি) rod}
- Bengali Word রণ English definition [রন্/রনো (সমাসবদ্ধ পদে)] (বিশেষ্য) ১ যুদ্ধ; সংগ্রাম; সমর; জঙ্গ; লড়াই। ২ শব্দ; রব; ধ্বনি। রণকুশল (বিশেষণ) সংগ্রামপটু; যুদ্ধে পারদর্শী; যুদ্ধবিদ্যায় নিপুণ। রণ-কৌশল (বিশেষ্য) সমরকৌশল; যুদ্ধবিদ্যা; রাজনীতি ইত্যাদি ক্ষেত্রে লক্ষ্য অর্জনের জন্য অবলম্বিত কৌশল। রণক্ষেত্র, রণস্থল, রণাঙ্গন (বিশেষ্য) যুদ্ধক্ষেত্র। রণতরঙ্গ (বিশেষ্য) যুদ্ধরূপ তরঙ্গ; যুদ্ধের ঢেউ। রণদুর্মদ (বিশেষণ) যুদ্ধোন্মত্ত; যুদ্ধের আনন্দে অধীর (জনরণুর্মদ বেদুঈন বীর-গোলাম মোস্তফা)। রণপন্ডিত (বিশেষণ) যুদ্ধকুশল। রণনীতি (বিশেষ্য) যুদ্ধ সংক্রান্ত নীতি। রণপতি (বিশেষণ) যুদ্ধকুশলী। রণবেশ (বিশেষ্য) সৈনিকের বেশ। রণভঙ্গ (বিশেষ্য) লড়াইয়ের ময়দান বা যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন (ইংরেজ রণভঙ্গ দিয়া পলায়ন করিল)। রণমত্ত (বিশেষণ) যুদ্ধ করার জন্য বা যুদ্ধ করতে করতে মেতে উঠেছে এমন; যুদ্ধোন্মত্ত। রণযাত্রা (বিশেষ্য) যুদ্ধযাত্রা; যুদ্ধ করার জন্য গমন; অভিযান। রণরঙ্গিণী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) রণমত্তা; রণোন্মত্তা; যুদ্ধপ্রিয় নারী। রণসজ্জা, রণসাজ (বিশেষ্য) রণবেশ। {(তৎসম বা সংস্কৃত) √রণ্+অ(অপ্)}
- Bengali Word রণন English definition [রনন্] (বিশেষ্য) ১ শব্দকরণ। ঝংকার; ঝনৎকার। রণিত (বিশেষণ) ১ শব্দিত; ধ্বনিত। □ (বিশেষ্য) শব্দ; ধ্বনি। {(তৎসম বা সংস্কৃত) √রণ্+ত(ক্ত)}
- Bengali Word রণপা, রনপা English definition [রনোপা] (বিশেষ্য) (প্রাচীনকালে ব্যবহৃত) দ্রুত গমনোপযোগী বংশনির্মিত দীর্ঘযুগল যষ্টি বা দন্ডবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) রণ+পদ>}
- Bengali Word রণাঙ্গন English definition [রনাঙ্গন্] (বিশেষ্য) রণক্ষেত্র; যুদ্ধক্ষেত্র; রণস্থল। {(তৎসম বা সংস্কৃত) রণ+অঙ্গন; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word রণিত English definition [রোনিতো] (বিশেষণ) শব্দিত; ধ্বনিত। {(তৎসম বা সংস্কৃত) √রণ্+ত(ক্ত)}
- Bengali Word রণৎ English definition [রনোত্] (বিশেষণ) ১ শব্দ করছে এমন; শব্দায়মান। রণকার (বিশেষ্য) ঝংকার; ঝনৎকার; রণন। {(তৎসম বা সংস্কৃত) √রণ্+অৎ(শত্)}
- Bengali Word রত English definition [রতো] (বিশেষণ) ১ আসক্ত (ভোগরত)। ২ নিযুক্ত; লিপ্ত (পাঠরত, কর্মরত)। রতি, রমন বি। রতা (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) √রম্+ত(ক্ত)}
- Bengali Word রতন English definition [রতোন্] (বিশেষ্য) রত্ন (‘রত্ন’ শব্দের কোমল ও কথ্য রূপ)। রতনচুর, রতনচূর (বিশেষ্য) হাতের অলঙ্কারবিশেষ। রতনে রতন চেনে-অসৎ লোক অসৎ লোককে সহজে চিনতে বা বুঝতে পারে। যতনে রতনে মেলে-পরিশ্রম শুভফল দান করে। {(তৎসম বা সংস্কৃত) রত্ন>রতন (স্বরাগমে)}
- Bengali Word রতি ১ English definition [রোতি] (বিশেষ্য) ১ হিন্দুপুরাণোক্ত মদনের পত্নী। ২ মৈথুন; রমন। ৩ আসক্তি; প্রেম; অনুরাগ। ৪ আকুলতা; ব্যগ্রতা; গভীর আসক্তি। রতিপতি, রতিকান্ত (বিশেষ্য) কন্দর্প; মদন। রতিশক্তি (বিশেষ্য) মৈথুসের বা রমণের ক্ষমতা। {(তৎসম বা সংস্কৃত) √রম্+তি(ক্তি)}
- Bengali Word রতি ২, রত্তি English definition [রোতি, রোত্তি] (বিশেষ্য) ১/৯৬ তোলা বা এক কুঁচ ওজন। □ বিণ এক কুঁচের সমান ওজনের। এক-(বিশেষণ) ১ একটি কুঁচের সমান ওজনবিশিষ্ট। ২ অতি সামান্য; বিন্দুমাত্র। ৩ খুব ছোট (একরত্তি মেয়ে)। {(তৎসম বা সংস্কৃত) রক্তিকা (কুঁচ), রক্তি>}
- Bengali Word রত্ন English definition [রত্নো] (বিশেষ্য) ১ মণি-মুক্তাদি; জওহর; জহরত। ২ বহুমূল্য দ্রব্যাদি। ৩ (আলঙ্কারিক) শ্রেষ্ঠ বা উৎকৃষ্ট ব্যক্তি বা বস্তু। রত্নখচিত (বিশেষণ) মণি-মুক্তাদি বসানো। রত্নগর্ভ (বিশেষ্য), (বিশেষণ) যার মধ্যে রত্ন আছে। □ (বিশেষ্য) সমুদ্র। রত্নগর্ভা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) ১ (আলঙ্কারিক) সুসন্তানের জননী; গুণবান সন্তানের জননী। ২ (বিদ্রূপে) কুসন্তানের জননী (মা আমার রত্নগর্ভা একটি মাতাল, একটি জোচ্চোর, একটি চোর-গিরিশ চন্দ্র সেন)। □ (বিশেষ্য) পৃথিবী। রত্নগিরি (বিশেষ্য) সুমেরু পর্বত। রত্নদ্বীপ (বিশেষ্য) প্রবাল দ্বীপ; যে দ্বীপে রত্ন আছে; treasure island। রত্নপ্রভ (বিশেষ্য) রত্নের মতো উজ্জ্বল; দীপ্তিময়। রত্নপ্রভা (বিশেষ্য) মণিমাণিক্যাদির দীপ্তি। □ (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) রত্নের মতো দ্বীপ্তিময়ী। রত্নপ্রসবিনী, রত্নপ্রসবিত্রী, রত্নপ্রসূ (বিশেষণ) ১ রত্নপ্রসবকারিণী; রত্নগর্ভা। ২ (আলঙ্কারিক) সুসন্তানবতী গুণবান সন্তানের জননী। রত্নবণিক (বিশেষ্য) মণিমুক্তার ব্যবসায়ী; মণিকার; জহুরি। রত্নময় (বিশেষণ) রত্ন দিয়ে নির্মিত; রত্নপূর্ণ; জড়োয়া। রত্নময়ী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। রত্নাকার (বিশেষণ) রত্নের খনি। □ (বিশেষ্য) ১ সমুদ্র। ২ মহর্ষি বাল্মীকির পূর্বনাম (দস্যু রত্নাকর)। রত্নাবলি, রত্নাবলী (বিশেষ্য) ১ রত্নসমূহ। ২ রত্নাহার। ৩ একটি সংস্কৃত নাটকের নাম। রত্নাভরণ, রত্নালঙ্কার (বিশেষ্য) রত্ন দিয়ে প্রস্তুত অলঙ্কার; জড়োয়া গহনা। {(তৎসম বা সংস্কৃত) √রমি+না}
- Bengali Word রত্নি English definition [রোত্নি] (বিশেষ্য) কনুই থেকে মুষ্টিবদ্ধ হস্তাগ্র পর্যন্ত মাপ। {(তৎসম বা সংস্কৃত) √ঋ+অত্নি(কত্নিচ্)}
- Bengali Word রথ English definition [রথ্] (বিশেষ্য) ১ চক্রযুক্ত যান; গাড়ি; শকট। ২ প্রাচীন আশ্বাদি- বাহিত যান। ৩ প্রাচীন যুদ্ধ-শকট বা যান। ৪ হিন্দুদেবতা জগন্নাথের যান (ধামরাইয়ের রথ)। ৫ যে কোনো ধরণের গাড়ি (বাষ্পীয় রথ)। ৬ বিমান; আকাশযান (পুষ্পক রথ)। রথচক্র, রথাঙ্গ (বিশেষ্য) রথের চাকা। রথ টানা (ক্রিয়া) হিন্দু উৎসব রথযাত্রায় ভক্তদের রজ্জুবদ্ধ রথ টানা। রথ দেখা ও কলা বেচা (আলঙ্কারিক) একই সঙ্গে উপাভোগ ও অর্থোপার্জন। রথযাত্রা (বিশেষ্য) আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে হিন্দু উৎসব-বিশেষ; হিন্দুদেবতা জগন্নাথের রথ-ভ্রমণ উৎসব। {(তৎসম বা সংস্কৃত) √রম্+থ}
- Bengali Word রথী (-থিন্) English definition [রোথি] (বিশেষ্য) ১ রথারোহি। ২ যে ব্যক্তি রথে আরোহণ করে যুদ্ধ করে। ৩ যোদ্ধা। ৪ (আলঙ্কারিক) বীরপুরুষ; সাহসী বা যুদ্ধপটু ব্যক্তি; বিশিষ্ট জন (রথী মহারথী)। {(তৎসম বা সংস্কৃত) রথ+ইন্(ইনি)}
- Bengali Word রথো English definition [রথো] (বিশেষণ) ১ নিতান্ত বাজে; ব্যবহারের অযোগ্য; অব্যবহার্য (রথো মাল)। ২ অকর্মণ্য; নিষ্কর্মা (রথো লোক)। {(আরবি) রদ্দী >রদ্দুআ>রথুয়া>}
- Bengali Word রথ্যা English definition [রোত্থা] (বিশেষ্য) পথ; রাস্তা; মার্গ; সরণি; সড়ক; রাজপথ। ২ রথসমূহ। {(তৎসম বা সংস্কৃত) রথ+য(যৎ)+আ(টাপ্)}