র পৃষ্ঠা ৪
- Bengali Word রঙ্ক English definition [রঙ্কো] (বিশেষণ) ১ কৃপণ; ব্যয়কুন্ঠ (তুমি রঙ্ক নহ-কাশীরাম দাস)। ২ গরিব; দরিদ্র। ৩ নিচ। {(তৎসম বা সংস্কৃত) √রম্+ক}
- Bengali Word রঙ্গ ১ English definition [রঙ্গো] (বিশেষ্য), (বিশেষণ) রং। □ (বিশেষ্য) ১ রঞ্জক দ্রব্য; dye। ২ নাট্য; নৃত্যগীত; অভিনয়াদি। ৩ ক্রীড়া প্রতিযোগীতা; দ্বন্দ্ব যুদ্ধ (রঙ্গভূমি)। ৪ অস্বাভাবিক হাবভাব বা ভঙ্গি। ৫ নাট্যশালা। ৬ রণক্ষেত্র; মুল্লভূমি; যে স্থানে ব্যায়াম প্রদর্শন করা হয়। ৭ রাংধাতু; টিন। রঙ্গমঞ্চ (বিশেষ্য) অভিনয়যোগ্য মঞ্চ; stage। রঙ্গশালা (বিশেষ্য) অভিনয় গৃহ; পেক্ষাগৃহ; থিয়েটার। রঙ্গস্থল, রঙ্গভূমি, রঙ্গালয় (বিশেষ্য) নাট্যশালা; পেক্ষাগৃহ; থিয়েটার। রঙ্গিণী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) রঙ্গপ্রিয় নারী; লীলাময়ী (রণরঙ্গিণী)। রঙ্গী (-ঙ্গিন্) (বিশেষণ) রঙ্গিণী শব্দের পুংলিঙ্গ। {(তৎসম বা সংস্কৃত) √রন্জ্+অ(ঘঞ্)}
- Bengali Word রঙ্গ ২ English definition [রঙ্গো] (বিশেষ্য) ১ পরিহাস; কৌতুক; তামাশা (রঙ্গ করা)। ২ রগড়; মজা (রঙ্গ দেখা)। ৩ আনন্দ; লীলা; আমোদ (রঙ্গে মাতা)। রঙ্গচিঙ্গা (বিশেষ্য) ১ যে সব ছেলেছোকরা রঙ্গ দেখতে ভালবাসে। ২ চেংড়া ছেলে। রঙ্গজ (বিশেষ্য) সিন্দূর। রঙ্গঢঙ্গ, রঙঢঙ, রংঢং (বিশেষ্য) ১ রংতামাশা। ২ হাবভাব। রঙ্গদার (বিশেষণ) রঙিন; মজাদার। রঙ্গপ্রিয় (বিশেষণ) কৌতুকপ্রিয়। রঙ্গপ্রিয়তা (বিশেষ্য) কৌতুকানুরাগ; তামাশার প্রতি আসক্তি। রঙ্গভঙ্গ (বিশেষ্য) রং-তামাশা; রগড়; কৌতুকজনক অঙ্গভঙ্গি। রঙ্গমহল, রঙমহল (বিশেষ্য) ১ আনন্দ-নিকেতন; প্রমোদগৃহ। ২ মুসলমান বাদশাহদের বিলাসগৃহ বা অন্তঃপুর। রঙ্গরস (বিশেষ্য) হাস্যকৌতুক; আমোদপ্রমোদ। {(ফারসি) রংগ}
- Bengali Word রঙ্গক English definition [রঙ্গক্] (বিশেষ্য) রঞ্জক পদার্থ; অদ্রবণীয় রং; আদ্রাব্য রং; pigment। রঙ্গকার, রঙ্গকারক (বিশেষ্য) ১ রঞ্জক; রংরেজ। ২ চিত্রকর। {(তৎসম বা সংস্কৃত) √রঙ্গ্+অক(ণ্বুল্)}
- Bengali Word রঙ্গন English definition [রঙ্গন্] (বিশেষ্য) ১ চিত্রকর; অঙ্কন। ২ এক প্রকার ফুল। {(তৎসম বা সংস্কৃত) √রঙ্গ+অন(ল্যুট্)}
- Bengali Word রঙ্গা English definition ⇒ রঙা
- Bengali Word রঙ্গানো, রাঙানো English definition [রঙ্গানো, রাঙানো] (ক্রিয়া) ১ রঞ্জিত করা; ছোপানো। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত অর্থে। {(তৎসম বা সংস্কৃত) রঙ্গ+ (বাংলা) আনো}
- Bengali Word রঙ্গিণী English definition ⇒ রঙ্গ১
- Bengali Word রঙ্গিত English definition [রোঙ্গিতো] (বিশেষণ) ভূষিত; অলঙ্কৃত (তরঙ্গ ভঙ্গিত ভুজঙ্গ রঙ্গিত-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(তৎসম বা সংস্কৃত) রঙ্গ+ইত}
- Bengali Word রঙ্গিমা English definition [রোঙ্গিমা] (বিশেষ্য) ১ রঙ্গ। ২ সোন্দর্য; শোভা (হাসিতে রঙ্গিমা)। {(তৎসম বা সংস্কৃত) রঙ্গ+ইমন্}
- Bengali Word রঙ্গিলা ১, রঙিলা ১ English definition [রোঙ্গিলা, রোঙিলা] (বিশেষণ) ১ রঙিন। ২ রঞ্জিতা; রাঙা (রঙ্গিলা গাই, রঙ্গিলা শাড়ি)। {(তৎসম বা সংস্কৃত) রঙ্গ+ (বাংলা) ইল+আ}
- Bengali Word রঙ্গিলা ২, রঙিলা ২ English definition [রোঙ্গিলা, রোঙিলা] (বিশেষণ) রঙ্গপ্রিয়; কৌতুককারী; স্ফূর্তিবাজ; আমোদপ্রিয় (শেখজীর রঙ্গিলা মহল-আশরাফ সিদ্দিকী)। {(তৎসম বা সংস্কৃত) (তুলনীয়) (হিন্দি) রঙ্গীলা}
- Bengali Word রঙ্গিয়া English definition [রোঙ্গিয়া] (বিশেষণ) ১ (পদ্যে ব্যবহৃত) রসিক; তামাশাপ্রিয়। ২ রসিক; রঙ্গপ্রিয়া; কৌতুকপ্রিয়া; আমুদে। {(তৎসম বা সংস্কৃত) রঙ্গ+ (বাংলা) ইয়া}
- Bengali Word রচক English definition [রচোক্] (বিশেষ্য) রচনাকারী; রচয়িতা; প্রণেতা (রচকের অধিকার আছে রূপকে ভাঙ্গবে রসের ছাঁছে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) √রচ্+অব(ণ্বুল্)}
- Bengali Word রচন English definition [রচোন্] (বিশেষ্য) রচনাকরণ; প্রণয়ন। {(তৎসম বা সংস্কৃত) √রচ্+ণিচ্+অন(ল্যুট্)}
- Bengali Word রচনা English definition [রচোনা] (বিশেষ্য) ১ নির্মাণ; প্রস্তুতকরণ; রচনা। ২ গঠন; বিন্যাস; সাজানো; গ্রন্থন। ৩ সৃষ্টি; সৃজন (বিশ্বরচনা)। ৪ প্রবন্ধাদি। রচনাকৌশল, রচনাপ্রণালি, রচনা-পদ্ধতি (বিশেষ্য) রচনার বিশিষ্ট ভঙ্গি; style। {(তৎসম বা সংস্কৃত) রচন+আ(টাপ্)}
- Bengali Word রচনীয় English definition [রচোনীয়ো] (বিশেষণ) রচনা করতে হবে এমন; রচনযোগ্য। {(তৎসম বা সংস্কৃত) √রচ্+ণিচ্+অনীয়(অনীয়র্)}
- Bengali Word রচা English definition [রচা] (ক্রিয়া) রচনা করা। ২ নির্মাণ করা; তৈরি করা। ৩ সৃষ্টি করা। □ (বিশেষণ) নির্মিত; কল্পনা- সৃষ্ট; তৈরি। □ (বিশেষ্য) রচনা। {(তৎসম বা সংস্কৃত) √রচ্+ (বাংলা) আ}
- Bengali Word রচিত English definition [রোচিতো] (বিশেষণ) ১ রচনা করা হয়েছে এমন। ২ নির্মিত; গঠিত। ৩ গ্রথিত। ৪ কৃত। {(তৎসম বা সংস্কৃত) √রচ্+ত(ক্ত)}
- Bengali Word রচয়িতা English definition [রচোয়িতা] (বিশেষ্য), (বিশেষণ) ১ রচনাকারী; প্রণেতা (বইটির রচয়িতা)। ২ নির্মাণকর্তা; নির্মাতা; স্রষ্টা (বিশ্বরচয়িতা)। রচয়িত্রী (বিশেষণ), (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) √রচ্+ণিচ্+তৃ(তৃচ্)}