র পৃষ্ঠা ২০
- Bengali Word রাজস, রাজসিক English definition [রাজোশ্, রাজোশিক্] (বিশেষ্য) গর্ব; খ্যাতি; প্রভুত্ব প্রভৃতিমূলক কর্ম। □ (বিশেষণ) ১ রজো গুণ সম্বন্ধীয়। ৩ রজোগুণবিশিষ্ট। রাজসী, রাজসিকী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) রজস্+অ(অণ্), +ইক(ঠক্)}
- Bengali Word রাজসংস্করণ English definition [রাজ্শঙোশ্করোন্] (বিশেষ্য) পুস্তকাদির অতীব সুন্দর সংস্করণ বা শ্রেষ্ঠ সংস্করণ; শোভন সংস্করণ। {(তৎসম বা সংস্কৃত) রাজন্+সংস্করণ; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word রাজসদন English definition [রাজ্শদোন্] (বিশেষ্য) রাজপ্রাসাদ; রাজার বাড়ি; শাহিমহল। {(তৎসম বা সংস্কৃত) রাজন্+সদন; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word রাজসভা English definition [রাজ্শভা] (বিশেষ্য) রাজদরবার। {(তৎসম বা সংস্কৃত) রাজন্+সভা}
- Bengali Word রাজসভাসদ English definition [রাজ্শভাশদ্] (বিশেষ্য) রাজার দ্বারা নিযুক্ত হয়ে যে ব্যক্তি মন্ত্রণাদি দানের জন্য নিয়মিতভাবে রাজসভায় বসেন; রাজদরবারের বিশেষ সদস্য। {(তৎসম বা সংস্কৃত) রাজ+সভাসদ্}
- Bengali Word রাজসরকার English definition [রাজ্শর্কার্] (বিশেষ্য) রাজার শাসন বা সভা; শাহি হুকুমত। {(তৎসম বা সংস্কৃত) রাজন্+ (ফারসি) সরকার}
- Bengali Word রাজসর্প English definition [রাজ্শর্পো] (বিশেষ্য) বিষধর সর্প; শঙ্খচূড় সাপ। {(তৎসম বা সংস্কৃত) রাজন্+সর্প; (কর্মধারয় সমাস)}
- Bengali Word রাজসর্ষপ English definition [রাজ্শর্শপ্] (বিশেষ্য) রাইসরিষা। {(তৎসম বা সংস্কৃত) রাজন্+সর্ষপ; (কর্মধারয় সমাস)}
- Bengali Word রাজসিংহাসন English definition [রাজশিঙ্হাশোন্] (বিশেষ্য) রাজার আসন; শাহি তখ্ত। {(তৎসম বা সংস্কৃত) রাজন্+সিংহাসন}
- Bengali Word রাজসিক English definition [রাজোশিক্] (বিশেষ্য) গর্ব; খ্যাতি; প্রভুত্বমূলক কর্ম। □ (বিশেষণ) ১ রাজরাজড়াদের মতো। ২ আড়ম্বরপূর্ণ। রাজসিকী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) রজস্+ইক(ঠক্)}
- Bengali Word রাজসূয় English definition [রাজোশুয়ো] (বিশেষ্য) প্রাচীন ভারতে রাজচক্রবর্তী বা সম্রাট হতে হলে যে যজ্ঞ করা হতো। {(তৎসম বা সংস্কৃত) রাজন্+√সূ+য(ক্যপ্)}
- Bengali Word রাজসেবা English definition [রাজ্শেবা] (বিশেষ্য) ১ রাজার পরিচর্যা। ২ রাজার বা সরকারি চাকুরি। {(তৎসম বা সংস্কৃত) রাজন্+সেবা; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word রাজস্থান English definition [রাজোস্থান্] (বিশেষ্য) ভারতস্থ রাজপুতনা প্রদেশ। {(তৎসম বা সংস্কৃত) রাজন্+স্থান; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word রাজস্ব English definition [রাজোশ্শো] (বিশেষ্য) রাজার প্রাপ্য ধন; খাজনা; রাজকর। রাজস্ব সচিব (বিশেষ্য) রাজস্ব মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত প্রধান সরকারি কর্মকর্তা; Revenue Secretary। {(তৎসম বা সংস্কৃত) রাজন্+স্ব}
- Bengali Word রাজহংস, রাজহাঁস English definition [রাজ্হঙ্শো, রাজ্হাঁশ্] (বিশেষ্য) এক জাতীয় উন্নতগ্রীব ও দীর্ঘদেহবিশিষ্ট হংস; মরাল। রাজহংসী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) রাজন্+হংস> হাঁস}
- Bengali Word রাজহস্তী(-স্তিন্) English definition [রাজ্হোস্তি] (বিশেষ্য) ১ রাজা যে হস্তীতে আরোহণ করেন। ২ রাজাকে বহন করার যোগ্য হাতি। ৩ শ্রেষ্ঠ বা বিশাল হাতি। {(তৎসম বা সংস্কৃত) রাজন্+হস্তী; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word রাজহাঁস English definition ⇒ রাজহংস
- Bengali Word রাজা ১ English definition [রাজা] (বিশেষ্য) ১ দেশের অধিপতি; দেশশাসক; বাদশাহ; নৃপতি; নরপতি; ভূপতি। ২ একপ্রকার খেতাব। ৩ (আলঙ্কারিক) অত্যন্ত ধনী ব্যক্তি। রাজা- উজির, রাজা- উজীর (বিশেষ্য) ধনী ও প্রতিপত্তিশালী ব্যক্তিগণ। রাজা উজির মারা (ক্রিয়া) (আলঙ্কারিক) বড় বড় কথা বলে গর্ব প্রকাশ করা; নিজের বাহাদুরি প্রকাশ করা। রাজা করা (ক্রিয়া) অত্যন্ত ধনবান করা। রাজার হাল (বিশেষ্য) অতিশয় সুখস্বাচ্ছনদ্য। {(তৎসম বা সংস্কৃত) √রাজ+অন্(কনিন্)}
- Bengali Word রাজা ২ English definition [রাজা] (ক্রিয়া) (পদ্যে ব্যবহৃত) বিরাজ করা; শোভমান হয়ে অবস্থান করা; শোভা পাওয়া। {(তৎসম বা সংস্কৃত) রাজন্>}
- Bengali Word রাজাই ১ (মধ্যযুগীয় বাংলা) English definition [রাজাই] (বিশেষ্য) ১ রাজত্ব। ২ রাজসম্মান (স্বদেশে রাজাই পায়-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(তৎসম বা সংস্কৃত) রাজা+ (বাংলা) ই}