র পৃষ্ঠা ২৩
- Bengali Word রাধাষ্টমী English definition [রাধাশ্টোমি] (বিশেষ্য) ভাদ্র মাসের শুক্লাষ্টমী; রাধার জন্মতিথি বলে হিন্দু সমাজে পালিত। {(তৎসম বা সংস্কৃত) রাধা+অষ্টমী}
- Bengali Word রাধিকা English definition [রাধিকা] (বিশেষ্য) ১ রাধা; শ্রীরাধা (রাধিকা আদেশে-চণ্ডীদাস)। ২ বিশাখা নক্ষত্র। {(তৎসম বা সংস্কৃত) রাধা+ক(কন্)+আ(টাপ্)}
- Bengali Word রাধিকারঞ্জন, রাধিকারমণ English definition [রাধিকারন্জোন্, রাধিকারমোন্] (বিশেষ্য) শ্রীকৃষ্ণ। {(তৎসম বা সংস্কৃত) রাধিকা+রঞ্জ, রমণ}
- Bengali Word রাধেকৃষ্ণ English definition [রাধেকৃশ্নো] (অব্যয়) ১ পুণ্যনাম হিসেবে বৈষ্ণবগণ কর্তৃক উচ্চারিত রাধা ও কৃষ্ণ নামের একটি রূপ। ২ ঘৃণাদি ভাবব্যঞ্জক উক্তি। {(তৎসম বা সংস্কৃত) রাধা>+কৃষ্ণ}
- Bengali Word রাধেয় English definition [রাধেয়ো] (বিশেষ্য) (হিন্দু পুরাণ বর্ণিত) অধিরথের পত্নী রাধার পালিত পুত্র কর্ণ। {(তৎসম বা সংস্কৃত) রাধা+এয়(ঢক্)}
- Bengali Word রানা ১ English definition [রানা] (বিশেষ্য) ১ উদয়পুরের সাবেক রাজাদের খেতাব। ২ রাজা। {(তৎসম বা সংস্কৃত) রাজন্>}
- Bengali Word রানা ২, রাণা English definition [রানা] (বিশেষ্য) ১ পুষ্করিণীর বাঁধানো ঘাটের চাতাল (রানায় বসিয়া মাছ ধরিতেছে)। ২ গৃহ- সংলগ্ন বাঁধানো খোলা জায়গা বা রাইরের বারান্দা (ব্রাহ্মণ পণ্ডিত ঘরের রানায় বসিয়া শাস্ত্রীয় বিচার করিতেছেন, দেখিলাম-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(ফারসি) রান}
- Bengali Word রানি, রানী, রাণী English definition [রানি] (বিশেষ্য) রাজার স্ত্রী; রাজ্ঞী; রাজবধূ; রাজমহিষী। {(তৎসম বা সংস্কৃত) রাজ্ঞী>}
- Bengali Word রান্ধনি English definition ⇒ রাঁধনি
- Bengali Word রান্ধনী English definition ⇒ রাঁধনি
- Bengali Word রান্ধা, রান্ধাবাড়া English definition ⇒ রাঁধা
- Bengali Word রান্না English definition [রান্না] (বিশেষ্য) ১ রন্ধন। ২ রাঁধা খাদ্য। {(তৎসম বা সংস্কৃত) রন্ধন>রাঁধন>+আ}
- Bengali Word রান্নাঘর English definition [রান্নাঘর্] (বিশেষ্য) পাকশালা; রসুইঘর; হেঁশেল। {রান্না+ঘর}
- Bengali Word রান্নাবান্না English definition [রান্নাবান্না] (বিশেষ্য) রন্ধন পরিবেশনাদি। {রান্না+অনু. বান্না}
- Bengali Word রান্নাবাড়া English definition [রান্নাবাড়া] (বিশেষ্য) রাঁধাবাড়া; রন্ধন ও পরিবেশন। {রান্না+বাড়া}
- Bengali Word রাপান (মধ্যযুগীয় বাংলা) English definition [রাপানো] (ক্রিয়া) উৎসুক বা ব্যগ্র হওয়া (দেখিতে রাপায়িতা-বড়ু চণ্ডীদাস)। {রাপ+আন}
- Bengali Word রাব (মধ্যযুগীয় বাংলা) English definition [রাব্] (বিশেষ্য) ১ মাতগুড়; চিটাগুড়। ২ শব্দ; রব (শ্রবণ রহল ঐছে শুনইতে রাব-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) রব>}
- Bengali Word রাবণ English definition [রাবোন্] (বিশেষ্য) রামায়ণোক্ত রাক্ষসরাজ লঙ্কাধিপতি রাবণ। রাবণের চিতা (বিশেষ্য) ১ রাবণের মৃতদেহ দাহকারী অনির্বাণ চুল্লি। ২ (আলঙ্কারিক) অন্তহীন যন্ত্রণা বা মর্মদাহ। {(তৎসম বা সংস্কৃত) √রু+ই(ণিচ্)+অন(ল্যুট্)}
- Bengali Word রাবণমুখো English definition [রাবন্মুখো] (বিশেষ্য) উগ্র বা ভয়ঙ্করের মূর্তি; উগ্রচণ্ডী। রাবণমুখী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) রাবণমুখ+ (বাংলা) ইয়া>ও}
- Bengali Word রাবণারি English definition [রাবোনারি] (বিশেষ্য) রাম। {(তৎসম বা সংস্কৃত) রাবণ+অরি; ৬ (তৎপুরুষ সমাস)}