র পৃষ্ঠা ২১
- Bengali Word রাজাই ২, রজাই, রেজাই English definition [রাজাই, রজাই, রেজাই] (বিশেষ্য) লেপ, তুলাগর্ভ কন্থা। {(ফারসি) রদাই}
- Bengali Word রাজাকার English definition [রাজাকার্] (বিশেষ্য) ১ স্বেচ্ছাসেবক। ২ (আলঙ্কারিক) ১৯৭১ সালে বাংলাদেশের স্বধীনতা সংগ্রামে যারা স্বেচ্ছাসেবক নামে পাকিস্তান দখলদার বাহিনীকে সহায়তা করে এবং স্বাধীনতা সংগ্রামের বিরোধিতা ও ক্ষতিসাধন করে। {(আরবি) রেদাকার}
- Bengali Word রাজাজ্ঞা, রাজাদেশ English definition [রাজাগ্গাঁ, রাজাদেশ্] (বিশেষ্য) রাজার হুকুম; সরকারি হুকুম বা আদেশ; শাহি ফরমান। {(তৎসম বা সংস্কৃত) রাজন্+আজ্ঞা, আদেশ; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word রাজাধিরাজ English definition [রাজাধিরাজ্] (বিশেষ্য) সম্রাট; সার্বভৌম রাজা; শাহানশাহ; রাজাদের রাজা। {(তৎসম বা সংস্কৃত) রাজন্+অধিরাজ}
- Bengali Word রাজানুকম্পা, রাজানুগ্রহ English definition [রাজানুকম্পা, রাজানুগ্গ্রোহো] (বিশেষ্য) রাজার অথবা সরকারের দয়া, দান বা উপহার। {(তৎসম বা সংস্কৃত) রাজন্+অনুকম্পা, অনুগ্রহ; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word রাজান্তঃপুর English definition [রাজান্তোপ্পুর্] (বিশেষ্য) রাজপ্রাসাদের অন্দরমহল। {(তৎসম বা সংস্কৃত) রাজন্+অন্তঃপুর; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word রাজাবলি, রাজাবলী English definition [রাজাবোলি] (বিশেষ্য) কোনো দেশের বা অঞ্চলের রাজাদের ধারাবাহিক বংশপরিচয়। {(তৎসম বা সংস্কৃত) রাজন্+আবলি, আবলী}
- Bengali Word রাজাসন English definition [রাজাশোন্] (বিশেষ্য) সিংহাসন; রাজার আসন বা পদ; শাহি তখ্ত। {(তৎসম বা সংস্কৃত) রাজন্+আসন}
- Bengali Word রাজি আল্লাহু আনহু, রাদি আল্লাহু আনহু English definition [রাজি আল্লাহু আন্হু, রাদি আল্লাহু আন্হু] আল্লাহু তাঁর প্রতি প্রসন্ন হউন (সাহাবিদের নামের পর উচ্চারিত হয়ে থাকে); সংক্ষিপ্ত রূপ-“রা.”; রসুলের অনুচর সহচর ও দরবেশেদের নামের সঙ্গে উচ্চারিত তাঁদের সদ্গতি প্রার্থনাবিশেষ (হযরত ইমাম হোসেন (রা.))। {(আরবি) রাদিআল্লাহু আনহু}
- Bengali Word রাজি ১, রাজী ১ English definition [রাজি] (বিশেষ্য) ১ শ্রেণি; সারি; দল (তরুরাজি)। ২ সমূহ; গণ; রাশি (পত্ররাজি)। ৩ রেখা (রোমরাজি)। {(তৎসম বা সংস্কৃত) √রাজ+ই(ইঞ্)}
- Bengali Word রাজি ২, রাযী, রাজী ২ English definition [রাজি] (বিশেষণ) সম্মত; স্বীকৃত; গৃহীত; মেনে নেওয়া হয়েছে এমন (রাজি হওয়া বা রাজি করা; তুমি যদি রাজী হও আমি রাজি তায়-সৈয়দ হামজা)। রাজিনামা (বিশেষ্য) মামলা আপস-নিষ্পত্তি করতে ইচ্ছুক বাদী ও বিবাদীর আদালতে সম্মতিসূচক দরখাস্ত; সম্মতি বা স্বীকৃতি পত্র (হিন্দুধর্ম রফা নিষ্পত্তি সূত্রে কত বিপরীত রকম রাজিনামা লিখে দিয়েছ তার ঠিকানা নেই-রবীন্দ্রনাথ ঠাকুর)। নিমরাজি (বিশেষণ) কিছুটা সম্মত; প্রায় সম্মত; অনিচ্ছা সত্ত্বেও সম্মত। {(আরবি) রাদী}
- Bengali Word রাজিত English definition [রাজিতো] (বিশেষণ) ১ শোভিত; ভূষিত; শোভা-যুক্ত; শোভমান। ২ বিরাজিত; বিরাজমান। {(তৎসম বা সংস্কৃত) √রাজ+ত(ক্ত)}
- Bengali Word রাজী ১ English definition ⇒ রাজি১
- Bengali Word রাজীব English definition [রাজিব্] (বিশেষ্য) পদ্ম; কমল (ও পদ রাজীবযুগ-মাইকেল মধূসূদন দত্ত)। রাজীবলোচন (বিশেষণ) পদ্মের মতো মনোহর নয়ন; কমল নয়ন। {(তৎসম বা সংস্কৃত) রাজী+ব}
- Bengali Word রাজেন্দ্র English definition [রাজেন্দ্রো] (বিশেষ্য) রাজার রাজা; সম্রাট; শাহানশাহ। রাজেন্দ্রাণী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) রাজন্+ইন্দ্র}
- Bengali Word রাজ্ঞী English definition [রাগ্গিঁ] (বিশেষ্য) রাজমহিষী; রানি। {(তৎসম বা সংস্কৃত) রাজন্+ঈ(ঙীপ্)}
- Bengali Word রাজ্য English definition [রাজ্জো] (বিশেষ্য) ১ দেশে বা প্রদেশে পৃথক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত আছে; রাষ্ট্র; kingdom; state। ২ যে দেশ বা রাষ্ট্র রাজার অধিকারে আছে। ৩ রাজত্ব। ৪ (আলঙ্কারিক) অনেক; বহু (রাজ্যের দুঃখ, বেদনা বুকে নিয়ে রাজ্যের লোক এসে হাজির)। রাজ্যচ্যুত, রাজ্যভ্রষ্ট, রাজ্যহারা (বিশেষণ) নিজরাজ্য থেকে বঞ্চিত। রাজ্যপাল (বিশেষ্য) পৃথক শাসন-ব্যবস্থা সমন্বিত প্রদেশের শাসনকর্তা; লাটসাহেব; governor। রাজ্যভার (বিশেষ্য) রাজ্যশাসনের দায়িত্ব। রাজ্যশাসন (বিশেষ্য) রাষ্ট্র পরিচালনা বা চালানো। {(তৎসম বা সংস্কৃত) রাজ+য(যৎ)}
- Bengali Word রাজ্যেশ্বর English definition [রাজ্জেশ্শর্] (বিশেষ্য) রাজ্যের বা দেশের অধিপতি; রাজা। রাজ্যেশ্বরী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) রাজ্য+ঈশ্বর}
- Bengali Word রাজড়া English definition [রাজ্ড়া] (বিশেষ্য) ১ ছোট রাজা; সামন্ত রাজা। ২ রাজার মতো পদমর্যাদাসম্পন্ন (রাজ-রাজড়া)। {(তৎসম বা সংস্কৃত) রাজ+ (বাংলা) ড়া; (তৎসম বা সংস্কৃত) রাজপ্রায়>রাজপারা>রাজ্ড়া}
- Bengali Word রাডার English definition [রাডার্] (বিশেষ্য) অগ্রসরমান কোনো বস্তু; যেমন বিমান ইত্যাদির গতি দিক ও অবস্থান নির্ধারণের ইলেকট্রনিক যন্ত্র। {(ইংরেজি) radar}