র পৃষ্ঠা ২৪
- Bengali Word রাবণি English definition [রাবোনি] (বিশেষ্য) রাবণের পুত্র ইন্দ্রজিৎ; মেঘনাদ। (তুলনীয়) দাশরথি। {(তৎসম বা সংস্কৃত) রাবণ+ই(ইঞ্)}
- Bengali Word রাবণের পুরী English definition [রাবণের পুরি] (বিশেষ্য) রাবণের এক লক্ষ পুত্র ও সওয়া লক্ষ নাতির অনুসরণে বৃহৎ পরিবার এ নামে অভিহিত। {(তৎসম বা সংস্কৃত) রাবণ+এর+পুরী}
- Bengali Word রাবার English definition ⇒ রবার
- Bengali Word রাবি English definition [রাবি] (বিশেষ্য) বর্ণনাকারী; হজরত মুহম্মদ (সা.)-এর উক্তি; কর্মের অথবা অনুমোদনের সাক্ষীস্বরূপ; প্রবক্তা (এহ্ইয়া, মালেক প্রভৃতি প্রত্যেক ব্যক্তিই হাদিসের রাবী-মাওলানা মুহম্মদ আকরম খাঁ)। {(আরবি) রাৱী; হিব্রু রাব্বী}
- Bengali Word রাবিশ English definition [রাবিশ্] (বিশেষ্য) ১ অট্টালিকাদির ভাঙা ইট, বালি প্রভৃতি। ২ আবর্জনা; জঞ্জাল। ৩ (আলঙ্কারিক) অপদার্থ; নিকৃষ্ট; অকর্মণ্য বা বাজে বিষয় বা ব্যক্তি; নিকৃষ্ট ব্যক্তি বা বস্তু (কোন পেটরায় রাবিস ছাই-মীর মশাররফ হোসেন)। {(ইংরেজি) rubbish}
- Bengali Word রাবড়ি English definition [রাব্ড়ি] (বিশেষ্য) দুগ্ধের ঘন সরে চিনি মিশিয়ে প্রস্তুত এক প্রকার মিষ্টান্ন। {(তৎসম বা সংস্কৃত) √রাব্+ড়ি}
- Bengali Word রাম English definition [রাম্] (বিশেষ্য) রামায়ণে বর্ণিত দশরথ-পুত্র রামচন্দ্র; বিষ্ণুর অবতারবিশেষ। □(বিশেষণ) ১ সুন্দর; রমণীয়; মনোহর। ২ বৃহৎ (রাম ছাগল)। ৩ শ্রেষ্ঠ; সেরা (বোকা রাম, হাঁদারাম)। রামকহ, রামবলো,-ঘৃণা বা অবজ্ঞা বোঝাতে ব্যবহৃত শব্দ। রাম না হতে রামায়ণ-হেতুর পূর্বেই যথাপ্রাপ্তি; কারণের পূর্বেই কার্য সম্পাদন; অসম্ভব ঘটনা; অবাস্তব ব্যাপার। রাম (বিশেষ্য) ঘৃণা নিন্দা বা অবজ্ঞাবোধক উক্তি। না রাম না গঙ্গা ধর্মহীন ব্যক্তি; নীরবতা অবলম্বন; কোনো শব্দ উচ্চারণ না করা (না রাম না গঙ্গা তিনি কিছুই বললেন না)। সে রামও নাই/নেই সে অযোধ্যাও নাই/নেই- অতীতের সুখশান্তি চিরদিনের জন্য বিলুপ্ত এমন উক্তি। রামঃ, রামো (অব্যয়) ঘৃণা নিন্দা ইত্যাদি বাচক শব্দ। {(তৎসম বা সংস্কৃত) √রাম্+অ(ঘঞ্)}
- Bengali Word রামকান্ত English definition [রাম্কান্তো] (বিশেষ্য) (ব্যঙ্গার্থ) উত্তমরূপে প্রহার করার লাঠি বা জুতা (রামকান্ত পেটা করা)। (তুলনীয়) শ্যামচাঁদ। {অজ্ঞাতমূল}
- Bengali Word রামকেলি, রামকেলী English definition [রাম্কেলি] (বিশেষ্য) গানের সুর বা রাগিণীবিশেষ। {রামক্রীড়্>}
- Bengali Word রামখড়ি English definition [রামখোড়ি] (বিশেষ্য) লিখনকার্যে ব্যবহৃত খড়িমাটি; চক। {রাম (অর্থ সুন্দর)+খড়ি}
- Bengali Word রামচন্দ্র English definition [রাম্চন্দ্রো] (বিশেষ্য) রামায়োণোক্ত রাম। ২ ঘৃণা বা অবজ্ঞা বুঝাতে উচ্চারিত শব্দ। {(তৎসম বা সংস্কৃত) রাম+চন্দ্র}
- Bengali Word রামছাগল English definition [রাম্ছাগোল্] (বিশেষ্য) ১ বৃহদাকার ছাগলবিশেষ। ২ (আলঙ্কারিক) খুব বোকা। {রাম+ছাগল; কর্মধারয় সমাস}
- Bengali Word রামজামা English definition [রাম্জামা] (বিশেষ্য) বড় জামাবিশেষ (চুড়িদার পায়জামা, রামজামা কোমরে দোপাট্টা ও মাথায় বাঁকা টুপী, তার মনোমত পোষাক-প্যারিচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। {রাম+জামা}
- Bengali Word রামটেপা English definition [রাম্টেপা] (ক্রিয়া-বিশেষ্য) অত্যন্ত জোরে টিপুনি (আনসার নজির সাহেবের কবজিটা ধরে রামটেপা দিয়ে বললে-কাজী নজরুল ইসলাম)। {রাম+টেপা}
- Bengali Word রামঠেলা English definition [রাম্ঠ্যালা] (বিশেষ্য) সজোর ধাক্কা (হঠাৎ জাহাঙ্গীরের রামঠেলায় সচকিত হইয়া হারুন উঠিয়া বসিয়া দেখিল-কাজী নজরুল ইসলাম)। {রাম+ঠেলা; (কর্মধারয় সমাস)}
- Bengali Word রামদা English definition [রাম্দা] (বিশেষ্য) বড় দা; বৃহৎ কাটারি। {রাম+দা}
- Bengali Word রামদৌড় English definition [রাম্দোউড়্] (বিশেষ্য) খুব জোরে দৌড় (একদম রামদৌড়-শওকত ওসমান)। {রাম+দৌড়}
- Bengali Word রামধনু, রামধনুক English definition [রাম্ধোনু, রামধনুক্] (বিশেষ্য) রংধনু; ইন্দ্রধনু; বিরাট ধনুকাকৃতি বিচিত্র বর্ণের প্রতিবিম্ব যা মেঘ থেকে পতিত জলকণাসমূহের উপর সূর্যরশ্মি দ্বারা আকাশে সৃষ্ট হয়। {(তৎসম বা সংস্কৃত) রাম+ধনু, ধনুক; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word রামনবমী English definition [রাম্নবোমি] (বিশেষ্য) চৈত্র মাসের শুক্লা নবমী তিথি; রামের জন্মতিথি বলে হিন্দু সমাজে প্রতিপালিত পর্বদিন। {(তৎসম বা সংস্কৃত) রাম+নবমী}
- Bengali Word রামপাখি, রামপাখী English definition [রাম্পাখি] (বিশেষ্য) (ব্যঙ্গার্থ) মোরগ বা মুরগি। {রাম+পাখি; (কর্মধারয় সমাস)}