র পৃষ্ঠা ২৫
- Bengali Word রামভক্ত English definition [রাম্ভক্তো] (বিশেষ্য) হনুমান। {(তৎসম বা সংস্কৃত) রাম+ভক্ত}
- Bengali Word রামরাজত্ব English definition [রাম্রাজোত্তো] (বিশেষ্য) ১ রাম রাজ্য। ২ যা খুশি করবার একচেটিয়া অধিকার। {(তৎসম বা সংস্কৃত) রাম+রাজত্ব}
- Bengali Word রামরাজ্য English definition [রাম্রাজা] (বিশেষ্য) ১ রামের রাজ্য। ২ ন্যায়-সুখ-শান্তি পূর্ণ রাজ্য; অতি সুশাসিত দেশ। ৩ যা ইচ্ছা তাই করা (সে যেন রামরাজত্ব পেয়েছে)। {(তৎসম বা সংস্কৃত) রাম+রাজ্য}
- Bengali Word রামলীলা English definition [রাম্লিলা] (বিশেষ্য) ১ রামচন্দ্রের জীবনে সংঘটিত কীর্তিকর কার্যসমূহ। ২ রামচন্দ্রের জীবনী ও ক্রিয়াকলাপ বিষয়ক যাত্রাভিনয়। {(তৎসম বা সংস্কৃত) রাম+লীলা; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word রামশালিক English definition [রাম্শালিক্] (বিশেষ্য) বকজাতীয় পক্ষী। {(তৎসম বা সংস্কৃত) রাম+শালিক}
- Bengali Word রামশিঙা English definition ⇒ রামশিঙ্গা
- Bengali Word রামশিঙ্গা, রামশিঙা English definition [রাম্শিঙ্গা, রাম্শিঙা] (বিশেষ্য) বড় শিঙ্গা; ফুঁ দিয়ে বাজাতে হয় এমন এক প্রকার বাদ্যযন্ত্র। {রাম+শিঙ্গা; (কর্মধারয় সমাস)}
- Bengali Word রামশ্যাম, রামশ্যমা English definition [রাম্শ্যাম্, রামশ্যামা] (বিশেষ্য) ১ যেকোনো লোক; বাজে লোক (রামশ্যাম সবাই যাবে)। ২ বাজে লোক। {(আরবি) রাম+শ্যাম, শ্যামা}
- Bengali Word রামা English definition [রামা] (বিশেষ্য) ১ সুন্দরী বা রমণীয়া নারী। ২ সঙ্গীত ও অন্যান্য কলায় নিপুণা নারী। ৩ প্রিয়া; প্রেয়সী (আউলাইল মাথার কেশ দূর কৈল নাস বেশ কান্দে রামা ভূমে দিয়া হাড়ি-হেয়াত মাহমুদ)। {(তৎসম বা সংস্কৃত) রাম+আ(টাপ্)}
- Bengali Word রামাইত English definition ⇒ রামায়েত
- Bengali Word রামানুজ English definition [রামানুজ্] (বিশেষ্য) ১ হিন্দু পুরাণোক্ত দশরথ-পুত্র রামের ছোট ভাই ভরত, লক্ষ্মণ বা শত্রুঘ্ন। ২ বিশিষ্ট অদ্বৈতবাদ ত্রিপাঠী (জন্ম ১৯১৭ খ্রি.)। {(তৎসম বা সংস্কৃত) রাম+অনুজ}
- Bengali Word রামায়ণ English definition [রামায়োন্] (বিশেষ্য) বাল্মীকি কর্তৃক দশরথ পুত্র রামচন্দ্রের জীবন-কাহিনী অবলম্বনে রচিত মহাকাব্য। {(তৎসম বা সংস্কৃত) রাম+অয়ণ; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word রামায়ণকার English definition [রামায়োন্কার্] (বিশেষ্য) রামায়ণ-রচয়িতা বাল্মীকি। {(তৎসম বা সংস্কৃত) রাম+অয়ন+কার}
- Bengali Word রামায়েত, রামাইত English definition [রামায়েত্, রামাইত্] (বিশেষ্য) একটি বৈষ্ণব সম্প্রদায়। {(হিন্দি) রামাৱত>}
- Bengali Word রাযাই English definition ⇒ রেজাই
- Bengali Word রাযী English definition ⇒ রাজি
- Bengali Word রাশ ১ English definition [রাশ্] (বিশেষ্য) ১ রাশি; স্তুপ; গাদা (এক রাশ তরিতরকারি)। ২ প্রকৃতি; আচরণ (রাশভারী)। ৩ জন্মরাশি (রাশনাম)। রাশছাড়া (ক্রিয়া) আকাশপাতাল ভাবা; কল্পনার জাল বিস্তার করা (উৎপত্তি প্রসঙ্গে গবেষকেরা মাঝে মাঝে কল্পনার রাশ ছাড়তেন-সুধীণ্দ্রনাথ দত্ত)। রাশটানা (ক্রিয়া) সংযত করা; কঠোর শাসন করা। রাশনাম (বিশেষ্য) জন্মরাশি অনুসারে নাম। রাশ-পাতলা (বিশেষণ) হালকা; ছেবলা প্রকৃতির (সে রাশ পাতলা লোক)। রাশভারী (বিশেষণ) গম্ভীর প্রকৃতির লোক। রাশহালকা (বিশেষণ) লঘু প্রকৃতি (তাকে দখে রাশহালকা লোক বলে মনে হয় না)। {(তৎসম বা সংস্কৃত) রাশি>}
- Bengali Word রাশ ২ English definition ⇒ রাস
- Bengali Word রাশি English definition [রাশি] (বিশেষ্য) ১ স্তুপ; পুঞ্জ; সমূহ। ২ (গণিত.) সংখ্যা; number (এক রাশিকে অন্য রাশি দিয়া ভাগ করা)। ৩ (জ্যোতিষ শাস্ত্র) জ্যোতিষ চক্রের দ্বাদশ অংশ (মেঘ বৃষ মিথুনাদি)। ৪ (আলঙ্কারিক) অদৃষ্ট; নসিব; ভাগ্য (সুখ তার রাশিতেই নাই)। রাশিচক্র (বিশেষ্য) (জ্যোতিষ শাস্ত্র) দ্বাদশ রাশি চিহ্নিত বৃত্ত; ভচক্র; zodiac। রাশি রাশি (বিশেষণ) প্রভূত; সুপ্রচুর; অসংখ্য (রাশি রাশি ভারা ভারা ধানকাটা হলো সারা-রবীন্দ্রনাথ ঠাকুর)। রাশীকৃত (বিশেষণ) স্তুপীকৃত; গাদা দেওয়া (ছাই দিন দিন রাশীকৃত হইয়া উঠিতেছে-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) √অশ্+ই+(ইণ্)}
- Bengali Word রাষ্ট্র English definition [রাশ্ট্রো] (বিশেষ্য) ১ এক শাসনতন্ত্রাধীন দেশ বা দেশের অংশ; রাজ্য; স্টেট; state। ২ দেশ; প্রদেশ। □ (বিশেষণ) প্রচারিত; ঘোষিত; বিজ্ঞাপিত; রচিত; দিবিত (রাষ্ট্র হওয়া)। রাষ্ট্র করা (ক্রিয়া) ১ প্রচার করা; ঘোষণা করা। ২ রটনা করা। রাষ্ট্রদূত (বিশেষ্য) রাজদূত; অন্যদেশে নিজ দেশের প্রতিনিধিত্বকারী দূত; ambassador। রাষ্ট্রনায়ক (বিশেষ্য) ১ রাষ্ট্রের শাসক বা পরিচালক। ২ রাষ্ট্রের নেতা; head of the state; রাষ্ট্রপতি; রাষ্ট্রপ্রধান; president। রাষ্ট্রনীতি (বিশেষ্য) রাজনীতি; রাষ্ট্র পরিচালনের নীতি। রাষ্ট্রনীতিক, রাষ্ট্রনীতিক, রাষ্ট্রনৈতিক (বিশেষণ) রাজনীতিমূলক বা বিষয়ক। রাষ্ট্রপতি (বিশেষ্য) ১ রাষ্ট্রের অধিপতি বা প্রধান; রাজা। ২ সাধারণতন্ত্র-রাষ্ট্রের নির্বাচিত অধিনায়ক; প্রেসিডেন্ট; president। রাষ্ট্রবিপ্লব (বিশেষ্য) ১ রাষ্ট্রের শাসন ব্যবস্থার আকস্মিক পরিবর্তন বা বিপর্যয়; রাষ্ট্রের শাসন ব্যবস্থার মৌলিক পরিবর্তন। ২ রাষ্ট্রের অভ্যন্তরের অরাজকতা, গৃহযুদ্ধ প্রভৃতি। রাষ্ট্রিক, রাষ্ট্রিয়, রাষ্ট্রীয় (বিশেষণ) রাষ্ট সংক্রান্ত। {(তৎসম বা সংস্কৃত) √রাজ্+ত্র(ষ্ট্রন্)}