র পৃষ্ঠা ২৬
- Bengali Word রাস ১ English definition [রাশ্] (বিশেষ্য) অশ্ববল্গা; লাগাম; রশ্মি (আবার তর্ক, মুখে রাস নেই-অবনীন্দ্রনাথ ঠাকুর)। রাস আলগা করা, রাস ঢিলা করা (ক্রিয়া) (আলঙ্কারিক) শাসন শিথিল করা; যথেচ্ছভাবে চলতে দেওয়া। রাসটানা (ক্রিয়া) ১ লাগাম বা বল্গা ধরে টানা। ২ (আলঙ্কারিক) সংযত বা নিয়মিত করা। {(তৎসম বা সংস্কৃত) রশ্মি>}
- Bengali Word রাস ২, রাসযাত্রা, রাসলীলা English definition [রাশ্, রাশ্জাত্ত্রা, রাশ্লিলা] (বিশেষ্য) গোপীগণের সঙ্গে কৃষ্ণের নৃত্যলীলা; কার্তিকী পূর্ণিমায় গোপীনারীদের সঙ্গে রাধাকৃষ্ণের নৃত্যোৎসব (এখনও অঙ্গ দোলে প্রাকৃত রাসে-বিষ্ণু দে)। রাসপূর্ণিমা (বিশেষ্য) কার্তিকী পূর্ণিমা। রাসবিহরী (বিশেষ্য) যিনি রাসমণ্ডলে বিহার করেন; কৃষ্ণ। রাসমণ্ডপ, রাসমণ্ডল (বিশেষ্য) রাধাকৃষ্ণের রাসনৃত্যের জায়গা বা মণ্ডপ। {(তৎসম বা সংস্কৃত) √রাস্+অ(ঘঞ্)}
- Bengali Word রাসকেল, রাস্কেল English definition [রাশ্কেল্] (বিশেষ্য) দুর্বৃত্ত; পাজি; বদমাশ। {(ইংরেজি) rascal}
- Bengali Word রাসন English definition [রাশোন্] (বিশেষণ) স্বাদ বা রসনা সম্পর্কিত। {(তৎসম বা সংস্কৃত) রসনা+অ(অণ্)}
- Bengali Word রাসভ English definition [রাশোভ্] (বিশেষ্য) গর্দভ; গাধা। রাসভী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ)। রাসভনিন্দিত (বিশেষণ) গাধাকেও হার মানায় বা লজ্জা দেয় এমন। ২ অত্যন্ত শ্রুতিকটু। {(তৎসম বা সংস্কৃত) √রাস্+অভ(অভচ্)}
- Bengali Word রাসযাত্রা, রাসলীলা English definition ⇒ রাস
- Bengali Word রাসায়নিক English definition [রাশায়োনিক্] (বিশেষ্য) রসায়ন শাস্ত্রবিশারদ। □ (বিশেষণ) রসায়ন সংক্রান্ত; রসায়ন ঘটিত (অদৃষ্ট পুরুষের রাসায়নিক পরীক্ষাশালা-রবীন্দ্রনাথ ঠাকুর)। রাসায়নিক আকর্ষণ (বিশেষ্য) পরমানুগুলোর পরস্পরের প্রতি আকর্ষণ। {(তৎসম বা সংস্কৃত) রসায়ন+ইক(ঠক্)}
- Bengali Word রাস্কেল English definition ⇒ রাসকেল
- Bengali Word রাস্তা English definition [রাস্তা] (বিশেষ্য) ১ পথ; মার্গ; বর্ত্ম। ২ উপায়; ব্যবস্থা (রাস্তা-টাস্তা দেখাও)। রাস্তা খরচ (বিশেষ্য) রাস্তায় গাড়ি প্রভৃতির ভাড়া ও খাবার খরচ; পাথেয়। রাস্তাঘাট (বিশেষ্য) ১ পথঘাট; ছোট বড় রাস্তা। ২ সদর ও গলিপথ। রাস্তা দেখো (ক্রিয়া) চলে যাও (এখানে কিছু হবে না, রাস্তা দেখো)। রাস্তা দেখানো (ক্রিয়া) ১ পথ দেখানো। ২ উপায় বাতলানো (চলার মতো একটা রাস্তা দেখাও ভাই)। রাস্তা ধরা (ক্রিয়া) ১ পথ ধরা; চলতে আরম্ভ করা। ২ (আলঙ্কারিক) পদাঙ্ক অনুসরণ করা; একই পথ অবলম্বন করা। রাস্তা বন্ধ (বিশেষ্য) পথ বন্ধ। ২ কোনো উপায় না থাকা (তার আয়ের সব রাস্তা বন্ধ হয়ে গেছে)। রাস্তার লোক (বিশেষ্য) ১ অচেনা লোক; অপরিচিত ব্যক্তি (রাস্তার লোককে একথা বলা যায় না)। ২ পথ চলতি লোক। {(ফারসি) রাশতহ}
- Bengali Word রাস্না English definition [রাস্না] (বিশেষ্য) পরগাছাজাতীয় লতা; এক ধরণের অর্কিড। রাস্নামালা (বিশেষ্য) পরগাছা জাতীয় লতা বিশেষের মালা (জটার পরে জড়িয়ে নিয়ে বিনি সুতার রাস্নামালা-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) √রস্+ন+আ(টাপ্)}
- Bengali Word রাহমাতুল্লিল আলামিন English definition [রাহোমাতুল্লিল্ আলামিন্] (বিশেষণ) ১ সারা বিশ্বের জন্য রহমত বা অনুগ্রহবিশেষ (রাহমাতুল্লিল আলামীনের যে নিশান বরদার-ফররুখ আহমদ)। ২ মুসলমানগণ হজরত মুহম্মদ (সা.)-কে এ নামে অভিহিত করেন। {(আরবি) রাহমাতুল্লিল আলামিন}
- Bengali Word রাহা English definition [রাহা] (বিশেষ্য) ১ রাস্তা; পথ (সাত বৎসরের রাহা শুন সমাচার-সৈয়দ হামজা)। ২ উপায়; ব্যবস্থা (মিথ্যানীতির বন্ধ রাহা-জসীমউদ্দীন)। ৩ হিন্দুদের উপাধিবিশেষ। রাহাখরচ (বিশেষ্য) পথখরচ; ভ্রমণকালে গাড়ি ভাড়া ইত্যাদি অবশ্য প্রয়োজনীয় ব্যয়; পাথেয় (আবার কি জোটাতে পারব রাহাখরচ-হাই)। {(ফারসি) রাহ}
- Bengali Word রাহাগির English definition [রাহাগির্] (বিশেষ্য) পথিক (চলে যাও রাহগির নিজের গরজে-ফররুখ আহমদ)। {(ফারসি) রাহগীর}
- Bengali Word রাহাজান, রাহযন English definition [রাহাজান্, রাহাজন্] (বিশেষ্য) প্রকাশ্য রাজপথে ছিনতাই বা ডাকাতি করে যে। রাহাজানি (বিশেষ্য) ১ ডাকাতের বৃত্তি; ডাকাতি; প্রকাশ্য রাস্তায় ছিনতাই (রাহাজানি করে সরাবের তরে-সত্যেন্দ্রনাথ দত্ত; প্রথম বয়সে খোরাসানের সড়কে রাহাজানি করতেন-আবদুল মওদুদ)। ২ অন্যায়; অত্যাচার; অবিচার (রাহাজানি করলে ভক্তি বিশ্বমানব হিসাবে নেবে-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(ফারসি) রাহজান}
- Bengali Word রাহাবর, রাহবর English definition [রাহাবর্, রাহোবর্] (বিশেষ্য) পথপ্রদর্শক; যে পথ দেখিয়ে নিয়ে যায় (নজীবউদ্দৌলার সঙ্গে একজন রাহাবর অর্থাৎ পথপ্রদর্শক ছিল-তালিম হোসেন) {(ফারসি) রাহবর}
- Bengali Word রাহি, রাহী ১ (প্রাচীন প্রয়োগ) English definition [রাহি] (বিশেষ্য) পথচারী; পথিক; মুসাফির (দিল্লীশ্বর গৌড়ে রাহী রইয়াছেন-রামরাম বসু; মুজাহিদ রাহী আজি হিন্দের মুসলমান-তালিম হোসেন)। {(ফারসি) রাহী}
- Bengali Word রাহিত্য English definition [রাহিত্তো] (বিশেষ্য) অভাব; বিহীনতা। {(তৎসম বা সংস্কৃত) রহিত+য(যঞ্)}
- Bengali Word রাহী ২ (মধ্যযুগীয় বাংলা) English definition [রাহি] (বিশেষ্য) রাধা (মাধব অনুদিনে খিনি ভেলি রাহী-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) রাধিকা>}
- Bengali Word রাহু English definition [রাহু] (বিশেষ্য) (জ্যোতিষ শাস্ত্র) ১ অষ্টম গ্রহ। ২ পুরাণোক্ত যে অসুর গ্রহণকালে সূর্য বা চন্দ্রকে গ্রাস করে। ৩ পৌরণিক অসুরবিশেষের ছিন্নমুণ্ড। ৪ (আলঙ্কারিক) ধ্বংসকারী শত্রু; সর্বনাশসাধনকারী ব্যক্তি (তুমি আমার জীবনে রাহু)। রাহুগ্রস্ত (বিশেষণ) ১ রাহু গ্রাস করেছে এমন। ২ (আলঙ্কারিক) বিপদগ্রস্ত; অত্যন্ত বিপন্ন; অসৎ লোকের কবলে পতিত। রাহুর দশা (বিশেষ্য) ১ (জ্যোতিষ শাস্ত্র) অত্যন্ত অশুভ সময়। ২ অত্যন্ত ক্ষতিকর ও জীবন সংশয়সূচক অবস্থা বা কাল (রাহুর দশায় পড়েছে)। {(তৎসম বা সংস্কৃত) √রহ্+উ(উণ্)}
- Bengali Word রাহুজান English definition ⇒ রাহাজান