র পৃষ্ঠা ২৭
- Bengali Word রাহুত (মধ্যযুগীয় বাংলা) English definition [রাহুত্] (বিশেষ্য) ১ ঘোড়সওয়ার (রাহুত মাহুত সাজাইল হাতী ঘোড়া-কৃত্তিবাস ওঝা)। ২ হিন্দুজাতিবিশেষ (রাহুত মাহুত মাল-কবিকঙ্কণ মুকুন্দারাম চক্রবর্তী)। {(হিন্দি) রাওত্>রউত>}
- Bengali Word রাড় (মধ্যযুগীয় বাংলা) English definition [রাড়্] (বিশেষণ) ১ গোঁয়ার। ২ ইতর; নীচ (ব্যাধ গো হিংসক রাড়-কবিকঙ্কণ মুকুন্দারাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) রূঢ়}
- Bengali Word রাড়ি English definition [রাড়ি] (বিশেষ্য) ১ বিধবা (যারা রাড়ি তাদের জ্বালা-যন্ত্রণার অন্ত নেই-বোরহানউদ্দীন খান জাহাঙ্গীর)। {⇒ রাঁড়, রাঁড়ি}
- Bengali Word রাঢ় English definition [রাঢ়্] (বিশেষ্য) ভাগীরথীর পশ্চিম তীরস্থ পশ্চিমবঙ্গের অংশবিশেষ। রাঢ়ী, রাঢ়ীয় (বিশেষণ) রাঢদেশীয়; রাঢের। {(তৎসম বা সংস্কৃত) রাঢ়}
- Bengali Word রায় ১ English definition [রায়্] (বিশেষ্য) বিচারকের সিদ্ধান্ত; আদালতের বা বিচারকের বিচার-ফল। {(আরবি) রায়}
- Bengali Word রায় ২ English definition [রায়্] (বিশেষ্য) ১ হিন্দু সম্প্রদায়ের পদবিবিশেষ। ২ রাজা। ৩ রাজার মতো সম্ভ্রান্ত ও প্রভাবশালী ব্যক্তি। ৪ ইংরেজ আমলে সরকার প্রদত্ত সম্ভ্রান্ত ব্যক্তির খেতাব (রায় সাহেব, রায় বাহাদুর)। □ (বিশেষণ) বৃহৎ; দীর্ঘ। রায়জাদা (বিশেষ্য) ১ রায়েরপুত্র। ২ রাজপুত্র। {(ফারসি) রায়}
- Bengali Word রায়-রায়াঁ English definition [রায়্রায়াঁ] (বিশেষ্য) তুর্কি-মোগল আমলে হিন্দু কর্মচারীকে প্রদত্ত সর্বোচ্চ উপাধি; রাজাধিরাজ (সুজা খাঁ নবাবসুত সরফরাজ খাঁ দেয়ান আমলচন্দ্রের রায়-রায়াঁ-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(ফারসি) রায়-রায়ান(রায়াঁ); (তুলনীয়) খান-ই-খানান}
- Bengali Word রায়ট English definition [রায়োট্] (বিশেষ্য) দাঙ্গা; দুই দলের মধ্যে হানাহানি; খুনখারাবি। {(ইংরেজি) riot}
- Bengali Word রায়ত, রায়তী English definition ⇒ রাইয়ত
- Bengali Word রায়বাঁশ English definition [রায়্বাঁশ্] (বিশেষ্য) দীর্ঘ বংশযষ্টি; বাঁশের বৃহৎ লাঠি (মোটা রায়বাঁশের লাঠি আর কেবল লাল পাপড়ির ভিড়-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) রাজবংশ>}
- Bengali Word রায়বাঘিনী English definition [রায়্বাঘিনি] (বিশেষ্য) ১ বৃহৎ ব্যাঘ্রী। ২ (আলঙ্কারিক) অতিশয় উগ্র ও ব্যক্তিত্বসম্পন্ন নারী। {(তৎসম বা সংস্কৃত) রাজব্যাঘ্রী>}
- Bengali Word রায়বার English definition [রায়বার্] (বিশেষ্য) ১ রাজার কীর্তিসমূহ দূত কর্তৃক কথন। ২ রাজার নিকট দূতের বার্তা নিবেদন (অঙ্গদ রায়বার)। ৩ দূত (ভাট পড়ে রায়বার যশ বর্শাইয়া-ভারতচন্দ্র রায়গুণাকর)। ৪ বিয়ের ঘটক। {(তৎসম বা সংস্কৃত) রাজবার্তা>}
- Bengali Word রায়বাস English definition [রায়্বাশ্] (বিশেষ্য) লাঠিয়াল (তীরন্দাজ রায়বাস ঢালি পাইক ধায়। শীকার পিছনে ঘোড়া সেপাই পাঠায়-ফকির গরীবুল্লাহ)। {(তৎসম বা সংস্কৃত) রাজবংশ>}
- Bengali Word রায়বাহাদুর, রায়রায়ান, রায়সাহেব English definition [রায়্বাহাদুর্, রায়্রায়ান্, রায়্শাহেব্] (বিশেষ্য) ব্রিটিশ আমলের সরকারি খেতাব। {(ফারসি) রায়বাহাদুর, রায়রায়ান, রায়সাহেব}
- Bengali Word রায়বেশেঁ English definition [রায়্বেঁশে] (বিশেষ্য), (বিশেষণ) ১ লাঠিয়াল; রায়বাঁশ নিয়ে নৃত্য (ঘন হান হান হাঁকে রায়বেঁশে লোকে-ভারতচন্দ্র রায়গুণাকর)। ২ রায়বাঁশ নিয়ে যা করা হয়; রায়বাঁশসহ সম্পন্ন (রায়বেঁশে নাচ)। {রায়বাঁশ+এ}
- Bengali Word রি রি English definition [রিরি] (অব্যয়) তীব্র ক্রোধ বা অন্য প্রকার অনুভূতি বোঝানোর জন্য ব্যবহৃত শব্দ (রাগে গা রি রি করছে)। {(তৎসম বা সংস্কৃত) √রিষ্}
- Bengali Word রি, রে English definition [রি, রে] (অব্যয়) সঙ্গীতে ঋষভ স্বর বোঝাতে সংকেত ঋ। {(তৎসম বা সংস্কৃত) ঋষভ>}
- Bengali Word রিং, রিঙ English definition [রিঙ্] (বিশেষ্য) ১ আংটা; আংটি; অঙ্গুরি; অঙ্গুরীয়। ২ চাবি রাখার কড়া। ৩ টেলিফোন বেজে ওঠার ধ্বনি (আমি রিং করেছিলাম)। ৪ ঘন্টাধ্বনি। {(ইংরেজি) ring}
- Bengali Word রিকশা, রিকসা English definition [রিক্শা] (বিশেষ্য) মানুষটানা যাত্রীবাহী দ্বিচক্রযান। রিকশাওয়ালা (বিশেষ্য) রিকশাচালক। অটোরিকশা (বিশেষ্য) যন্ত্রচালিত রিকশা। সাইকেল রিকশা (বিশেষ্য) সাইকেলের মতো ত্রিচক্রযান। {(জাপানি) জিন্ রিক্শা}
- Bengali Word রিকাব English definition ⇒ রেকাব