হ পৃষ্ঠা ১৫
- Bengali Word হাজরি, হাযিরী English definition [হাজ্রি, হাজিরি] (বিশেষ্য) ১ উপস্থিতি; আগমন। ২ ইউরোপীয় প্রথায় আহার। ছোট হাজরি (বিশেষ্য) প্রাতরাশ; লঘু নাস্তা; জলযোগ; breakfast। বড় হাজরি (বিশেষ্য) মধ্যাহ্নের পেটভরা খাবার; গুরু ভোজন; lunch; dinner। {(আরবি) হাদরি}
- Bengali Word হাজা English definition [হাজা] (ক্রিয়া) ১ পানি-কাশীরাম দাসয় পচে যাওয়া। ২ পানিতে ভিজে নষ্ট হওয়া (হইয়া উন্মত্ত বেশ হাজালে কলিঙ্গ দেশ-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। ৩ প্লাবন বা অতিবৃষ্টিতে শস্য নষ্ট হওয়া। □ (বিশেষ্য) অত্যন্ত পানি ঘাঁটার ফলে হাতপায়ের আঙুলের এক প্রকার ক্ষত রোগ। □ (বিশেষণ) হেজে গেছে এমন। হাজা ভোঁতা (বিশেষণ) নিকৃষ্ট খারাপ ও নষ্ট (একই ফটোগ্রাফারের বিশখানা হাজা-ভোঁতা প্রিন্ট দেখে দেখে সহ্যের সীমা পেরিয়ে যায়-সৈয়দ মুজতবা আলী)। হাজাশুখা (বিশেষণ) অতিবৃষ্টিতে পচা (চেহারা যেটা ভেসে উঠেছিল চোখের সামনে সেটা নিতান্তই হাজাশুখা, গরলায়েক পতিত জমির চেহারা-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। হেজে, হাজিয়া (বিশেষণ) পচে গেছে এমন (মরিয়া হাজিয়া গেল-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) মজ্জন>মজা>}
- Bengali Word হাজাম, হাজ্জাম English definition [হাজাম্, হাজ্জাম্] (বিশেষ্য) ১ মুসলমান ক্ষৌরকার বা নাপিত (একটি হাজ্জামের নিষ্ঠুর হাতে সেলিনার সুন্দর চুল নিশ্চিহ্ন হয়ে যায়-মোঃ ওয়ালিউল্লাহ)। ২ যে খতনা করে (সুন্নত করিয়া নাম বোলাল্য হাজাম-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। হাজামত, হাজামৎ (বিশেষ্য) ১ ক্ষৌরকর্ম। ২ খাৎনাকরণ। {(আরবি) হাজামত}
- Bengali Word হাজার, হাযার English definition [হাজার্] (বিশেষ্য) দশ শত সংখ্যা; ১০০০। □ (বিশেষণ) সহস্র/ দশ শত সংখ্যক। হাজার হাজার (বিশেষণ) অসংখ্য; অগণিত; বহুসহস্র (ধনুর্বাণধারী চলে হাজারে হাজার-রঙ্গসে)। হাজারি, হাজরী, হাযারী (বিশেষ্য) ১ সহস্র সৈন্যের অধিনায়ক (হাজারি পঞ্চম সিংহ ইন্দ্রসেন সুত-ভারতচন্দ্র রায়গুণাকর)। ২ সহস্র গ্রামের মণ্ডল। ৩ পদবিবিশেষ। {(ফারসি) হাজার}
- Bengali Word হাজি ১ English definition ⇒ হাজী
- Bengali Word হাজি ২, হাজী English definition [হাজি] (বিশেষ্য) যিনি মক্কা থেকে হজ্জ করে এসেছেন। {(আরবি) হাজ্জ; (ফারসি) হাজী}
- Bengali Word হাজির, হাযির English definition [হাজির্] (বিশেষণ) উপস্থিত; আগত; বর্তমান (যাইয়া হাতেম তাই হইল হাজির-সৈয়দ হামজা)। হাজির-জবাব (বিশেষণ) উপস্থিত বক্তা; উপস্থিত মতে জবাব দানে পটু। হাজির- জামিন (বিশেষণ) নির্দিষ্ট-কালে আদালতে কাউকে উপস্থিত করতে হবে এ অঙ্গীকারে জামিন থাকে এমন। হাজিরা, হাজিরি, হাযিরী, হাজরি (বিশেষ্য) উপস্থিত; আগমন (জীয়ন্ত সবার করে হিসাব হাজিরী-হেয়াত মাহমুদ)। গরহাজির (বিশেষণ) অনুপস্থিত; উপস্থিত না থাকা; অনাগত। {(আরবি) হাদির}
- Bengali Word হাজ্জাম English definition ⇒ হাজাম
- Bengali Word হাট English definition [হাট্] (বিশেষ্য) ১ সপ্তাহের এক বা একাধিক নির্দিষ্ট দিনে ব্যাপক ক্রয়-বিক্রয়ের স্থান। ২ (আলঙ্কারিক) প্রচুর উপস্থিতি; বহু লোকের সমাবেশ (রূপের হাট)। হাট করা (ক্রিয়া) ১ হাট থেকে দ্রব্যাদি কেনা। ২ (আলঙ্কারিক) উন্মুক্ত করা; খোলা (দরজা হাট করে রেখেছ কেন?)। ৩ (আলঙ্কারিক) বিশৃঙ্খল বা এলোমেলো করা; অগোছালো (বইগুলো হাট করা)। ৪ (আলঙ্কারিক) প্রকাশ করা। ৫ (আলঙ্কারিক) কোলাহল; চেঁচামেচি বা গোলমাল করা। হাটকানা (বিশেষ্য) হাটের রকমারি জিনিস দেখে যার তাক লেগে যায়। হাট বসা, হাটলাগা (ক্রিয়া) ১ হাটে বেচা- কেনা শুরু হওয়া। ২ হাটে ক্রয়- বিক্রয় আরম্ভ হওয়া। ৩ (আলঙ্কারিক) বহুজনের সমাবেশ হওয়া। ৪ (আলঙ্কারিক) হাটের মতো চেঁচামেচি; গণ্ডগোল করা কর (ক্লাসে যেন হাট বসেছে)। হাট বসানো (ক্রিয়া) ১ হাট স্থাপন করা। ২ (আলঙ্কারিক) প্রচুর লোক আসা। ৩ (আলঙ্কারিক) হৈচৈ বা চেঁচামেচি বা চিৎকার করা। হাটবার (বিশেষ্য) হাটের দিন; সপ্তাহের যে দিনে হাট বসে। হাটুরে, হাটুরিয়া (বিশেষ্য) হাটে যে ক্রয়-বিক্রয় করে (হাটের শেষে রুক্ষ বেশে ঠিক দুপুরে ধায় হাটুরে-সত্যেন্দ্রনাথ দত্ত)। □ (বিশেষণ) ১ হাটে বিক্রয় করার জন্য পণ্য বহনকারী (হাটুরে গাড়ি)। ২ হাটে ক্রয়- বিক্রয়কারী। হাটে বিকানো (ক্রিয়া) দশজনের দ্বারা আদৃত হওয়া। হাটের দুয়ারে কপাট (বিশেষ্য) অসম্ভব ব্যাপার। হাটে হাড়ি ভাঙা (ক্রিয়া) গোপন কথা প্রকাশ করা বা প্রকাশ হয়ে যাওয়া। ভাঙা-বি যে হাটে-ক্রয়বিক্রয় প্রায় শেষ হয়েছ; পড়ন্ত অবস্থা। {(তৎসম বা সংস্কৃত) হট্ট>}
- Bengali Word হাটক English definition [হাটক্] (বিশেষ্য) ১ স্বর্ণদ রৌপ্য প্রভৃতি মূল্যবান ধাতু। ২ দেশের নাম (নগর হাটক নিবাসী-কাশীরাম দাস)। □ (বিশেষণ) সোনার তৈরি। {(তৎসম বা সংস্কৃত) √হট্+অক(ণ্বুল্)}
- Bengali Word হাটহদ্দ English definition [হাট্হদ্দো] (বিশেষ্য) ১ সকল ব্যাপার। ২ সব খবর; শেষ সীমা। {হাট+হদ্দ}
- Bengali Word হাটুরা, হাটুরিয়া, হাটুরে English definition ⇒ হাট
- Bengali Word হাটুয়া, হেটো English definition [হাটুয়া, হেটো] (বিশেষণ) ১ হাট সম্বন্ধে। ২ হাটে বিক্রয়যোগ্য। ৩ হাটে পাওয়া যায় এমন; হাটে প্রাপ্তব্য। {(তৎসম বা সংস্কৃত) হাট+উয়া,>}
- Bengali Word হাট্য (মধ্যযুগীয় বাংলা) English definition [হাট্টো] (বিশেষ্য) বিক্রয়ের জন্য হাটে পণ্য আনয়নকারী (হাট্য চলিল আদ্দাসে-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) হাট+উয়া>হাটুয়া>হাট্য}
- Bengali Word হাডু-ডুডু, হাডুডু English definition [হাডুডুডু, হাডুডু] (বিশেষ্য) কাবাডি বা কপাটি খেলা। {ধ্বন্যাত্মক}
- Bengali Word হাড্ডি English definition [হাড্ডি] (বিশেষ্য) হাড় (দেখিনি শ্রীহীন এই মানুষ জীর্ণ হাড্ডি-চামড়া সার-কাজী নজরুল ইসলাম)। হাড্ডি সার (বিশেষণ) কঙ্কালসার; অতিশয় জীর্ণ-শীর্ণ (পাঁচফুট লম্বা টিঙটিঙে হাড্ডিসার ছোকরা-সৈয়দ মুজতবা আলী)। {(তৎসম বা সংস্কৃত) হড্ড>}
- Bengali Word হাণ্ডা English definition [হান্ডা] (বিশেষ্য) বড় আকারের হাঁড়ি; হাঁড়া। {হণ্ডিকা>}
- Bengali Word হাণ্ডি, হাণ্ডিয়া English definition [হান্ডিয়া] (বিশেষ্য) হাঁড়ি। হাঁড়ির মতো বৃহদাকার (হাণ্ডিয়া হাণ্ডিয়া তাল-মাকৃ)। {হণ্ডিকা>}
- Bengali Word হাত English definition [হাত্] (বিশেষ্য) ১ হস্ত। ২ পাণি; কর। ৩ ভুজ; বাহু। ৪ মণিবন্ধ কনুই অথবা বগল থেকে আঙ্গুলের অগ্রভাগ পর্যন্ত দেহাংশ। ৫ আঠারো ইঞ্চি বা চব্বিশ আঙ্গুল পরিমিত দৈর্ঘ্যের একক। ৬ (আলঙ্কারিক) প্রভাব (আমি কি করব বলুন, আমার কি হাত-প্রেমেন্দ্র মিত্র)। ৭ (আলঙ্কারিক) সহায়তা বা বিরোধিতার জন্য হস্তক্ষেপ (এ ব্যপারে সে হাত দিয়েছে)। ৮ (আলঙ্কারিক) অধিকার; দখল; আয়ত্ত; অধীন (হাতে আসা)। হাত আসা (ক্রিয়া) অভ্যাস বা রপ্ত হওয়া; দানের অভ্যাস হওয়া (হাত আসুক)। হাত ওঠানো (ক্রিয়া) নিরস্ত হওয়া। হাত কচলানো (ক্রিয়া) দুই করতাল ক্রমাগত ঘষে অতি দীনভাবে মিনতি করা বা প্রার্থনা করা। হাত কড়ি, হাত কড়া (বিশেষ্য) অপরাধীর হাতের শৃঙ্খলযুক্ত লৌহ বলয়বিশেষ। হাত করা (ক্রিয়া) ১ হস্তগত করা। ২ বশে আনা; আয়ত্ত করা। হাত কর্জা (বিশেষ্য) চিঠা বা টোকাবিহীন ঋণ। হাত-করাত (বিশেষ্য) এক হাত দিয়ে চালানো যায় এমন ছোট করাত। হাত কষা (বিশেষ্য) কৃপণ। হাত কাটা (বিশেষণ) ১ হাত কাটা গেছে এমন; ছিন্নহস্ত। ২ বগল থেকে কনুই পর্যন্ত হাতাযুক্ত; সম্পূর্ণ হাতাশূন্য (হাত-কাটা জামা)। হাত কামড়ানো (ক্রিয়া) বঞ্চিত হয়ে আফসোস করা। হাত কামড়ানি (বিশেষ্য) অনুতাপ; আফসোস। হাত খরচ (বিশেষ্য) ব্যক্তিগত খুচরা ব্যয়। হাত খালি (বিশেষণ) রিক্তহস্ত; নিঃস্ব। হাত খালি (বিশেষণ) রিক্তহস্ত বা নিঃস্ব হওয়া; হাতে পয়সা না থাকা। হাত খোলা (বিশেষণ) ১ খরচে; ব্যয়শীল। ২ দাতা; দানশীল। হাত গুটানো (ক্রিয়া) নিরস্ত হওয়া; নিজেকে লিপ্ত না রাখা। ২ কারবার বন্ধ করা। হাত গোনা (ক্রিয়া) হস্তরেখা দেখে ভাগ্য স্থির করা; জ্যোতিষ বিদ্যাবলে ভূত-ভবিষ্যৎ গণনা করা। হাত চলা (ক্রিয়া) ১ প্রহার করা। ২ দ্রুত হস্তে কাজ করা। হাত চিঠা (বিশেষ্য) ক্ষুদ্র চিঠি; রসিদ; প্রাপ্তিস্বীকারপত্র। হাত চুলকানো (ক্রিয়া) ১ কোনো কিছু করার জন্য হাত নিসপিস করা বা অস্থিরতা প্রকাশ করা। ২ অর্থপ্রাপ্তি খরচের ইঙ্গিত বলে প্রচলিত বিশ্বাস। হাতছাড়া (বিশেষণ) হস্তচ্যুত; বেহাত; হাতের বাইরে; অধিকারচ্যুত; বেদখল। হাতছানি (বিশেষ্য) হাত নেড়ে ইঙ্গিত বা ইশারা (একটি চতুর্দশবর্ষীয়া বালিকা প্রফুল্লকে হাতছানি দিয়া ডাকিল-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। হাতজোড় করা (ক্রিয়া) ক্ষমা প্রার্থনা করা। ২ মিনতি করা। ৩ নমস্কার করা। হাত জোড়া থাকা (ক্রিয়া) ১ হাতে কাজ থাকা; কর্মব্যস্ত থাকা। ২ অবসর না থাকা; কাজে লিপ্ত থাকা। হাতটান (বিশেষ্য) ১ কৃপণতা; কিপটেমি। ২ অর্থাভাব। ৩ চুরি-ছেঁচড়ামির অভ্যাস। হাতড়ানো (ক্রিয়া) হাত দিয়ে অনুভবের সাহায্যে অনুসন্ধান করা বা খোঁজা। হাততালি (বিশেষ্য) করতালি; দুই করতলে পরস্পর আঘাত। হাত তোলা১ (ক্রিয়া) ১ হাত উঠানো। ২ প্রহার বা সমর্থনের জন্য হাত উচুঁতে ওঠানো। হাততোলা২ (বিশেষ্য) অন্যের অনুগ্রহস্বরূপ প্রদত্ত। হাতদেওয়া (ক্রিয়া) ১ হস্তক্ষেপ করা (আমার হাতের কাজে তোমার আর হাত দিতে দিচ্ছি না-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ২ হাত দিয়ে স্পর্শ করা। ৩ সহায়তা বা বিরোধিতার জন্য হস্তক্ষেপ করা। হাত দেখা (ক্রিয়া) ১ কররেখা বিচার করে ভাগ্য নির্ণয় করা। ২ নাড়ি পরীক্ষা করে রোগের অবস্থা নির্ণয় করা। হাত-ধরা (বিশেষণ) বশীভূত; অধীন; বশবর্তী । ¨ (ক্রিয়া) হস্তগ্রহণ করা; অন্যের হস্ত অবলম্বন করা। হাত ধুয়ে বসা (ক্রিয়া) ১ আশা ত্যাগ করা। ২ (ব্যঙ্গার্থ) দাওয়াত রক্ষা করতে গিয়ে আহারের জন্য অত্যধিক ব্যস্ত হওয়া। হাত পড়া (ক্রিয়া) ১ হস্তক্ষেপ হওয়া; হাতলাগা। ২ স্পর্শ লাগা। হাত পাকানো (ক্রিয়া) অভ্যাস দ্বারা নিপুণতা লাভ করা। হাত পা চলা (ক্রিয়া) ১ একই সঙ্গে হাত ও পা দিয়ে প্রহার করা। ২ চড় ঘুষি ও লাথি মারা। হাত পা ছেড়ে দেওয়া (ক্রিয়া) নিশ্চেষ্ট হওয়া; হতাশ হওয়া; মরণাপন্ন অবস্থা। হাত পাতা (ক্রিয়া) ভিক্ষা করা। হাত পাতা রোগ (বিশেষ্য) ঘুষ খাওয়ার বদ অভ্যাস। হাত পা না ওঠা (ক্রিয়া) খুব ভীত ও অসহায় বোধ করা। হাত-পা পেটের মধ্যে ঢোকা/সেঁধুনো (ক্রিয়া) অত্যন্ত আতঙ্কগ্রস্ত হওয়া। হাত-পা বাঁধা (বিশেষণ) অসহায়; উপায়হীন; নিরুপায়। হাত-পা বেঁধে জলে ফেলা (ক্রিয়া) পরিত্রাণ লাভের পথ রুদ্ধ করে মৃত্যুমুখে বা নিদারুণ বিপদে নিক্ষেপ করা। ¨ (বিশেষ্য) অপাত্রে কন্যাদান। হাত-পা বের হওয়া (ক্রিয়া) ১ যথেষ্ট পরিমাণে অতিরঞ্জিত হওয়া। ২ কর্মশক্তি অতিশয় বৃদ্ধি পাওয়া। হাত ফসকানো (বিশেষ্য) ১ হাত থেকে চলে যাওয়া। ২ হাত থেকে পিছলে পড়ে যাওয়া। হাত-ফেরতা (ক্রিয়াবিশেষণ) ঘুরে-ফিরে; ক্রমান্বয়ে হাত বদল হয়ে (ইহাই হাত ফেরতা হইতে হইতে আমাদের ইতিহাস ও তফছিরে প্রবেশ লাভ করিয়াছে-মাওলানা মুহম্মদ আকরম খাঁ)। হাত ফেরানো (ক্রিয়া) একজনের হাত থেকে অন্য জনের হাতে যাওয়া। হাত বদল (বিশেষ্য) হস্তান্তর; অধিকার বদল; অন্য হাতে যাওয়া। হাত বাক্স (বিশেষ্য) টাকা কড়ি রাখার ছোট বাক্স । হাত বাড়ানো (ক্রিয়া) ১ কিছু ধরবার বা সাহায্য করার জন্য হাত বিস্তার করা। ২ (আলঙ্কারিক) লোভ করা। ৩ লাভ করতে চেষ্টা করা। হাত ভারী (বিশেষণ) কৃপণ; ব্যয়কুন্ঠ। হাত মোজা (বিশেষ্য) দস্তানা। হাত যশ (বিশেষ্য) দক্ষতার খ্যাতি। হাত রাঁড় করা (ক্রিয়া) বিধবার মতো হাত খালি করা। হাতল (বিশেষ্য) বস্তুকে ধরবার জন্য বস্ত সংলগ্ন আংটা; handle; বাঁট।হাত লাগানো (ক্রিয়া) কাজে প্রবৃত্ত হওয়া। হাত সই (বিশেষ্য) হাতের ভালো নিশানা। ¨ (বিশেষণ) ১ হাত মাপ বিশিষ্ট। হাত-সাফাই (বিশেষ্য) ১ চুরি (দু হাতা দুধ-সাফাই করে রেখে দিয়েছে-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। ২ হাতের ছলা -কলা; হাতের পটুতা। হাতে করা ð হাতে নেওয়া। হাতে কলমে (ক্রিয়াবিশেষণ) স্বহস্তে কাজ করে এমন (নিজের পুত্রকে হাতে কলমে রসায়ন শিক্ষা দেন-আবদুল মওদুদ)। হাতেখড়ি (বিশেষ্য) ১ শিশুদের প্রাথমিক শিক্ষারম্ভ অনুষ্ঠান। ২ (আলঙ্কারিক) কোনো কিছুতে প্রথম হস্তক্ষেপ; কর্মারম্ভ। ৩ (আলঙ্কারিক) শিক্ষারম্ভ; শিক্ষা শুরু (সবে তো হাতে খড়ি)। হাতে খোলা (বিশেষণ) হস্তে ভিক্ষাপাত্র অর্থাৎ সর্বস্বান্ত। হাতে গড়া (বিশেষণ) ১ হস্তদ্বারা নির্মিত (হাতে গড়া রুটি)। ২ স্বয়ং শিখিয়ে পড়িয়ে মানুষ করা (নিজ হাতে গড়েছি ওকে)। ৩ কারো দ্বারা বিশেষভাবে শিক্ষিত বা প্রভাবান্বিত (তুমি তো বাবার হাতে গড়া)। হাতে থাকা (ক্রিয়া) ১ সঞ্চিত থাকা। ২ অনুকুল থাকা। ৩ বশে থাকা। হাতে ধরা (ক্রিয়া) বিশেষভাবে অনুরোধ বা মিনতি করা।হাতে নয় ভাতে মারা (ক্রিয়া) ১ প্রহার না করে শুধু খাদ্য না দিয়ে শেষ করা। ২ (আলঙ্কারিক)বলপ্রয়োগ না করে খাদ্য বন্ধ করে দুর্বল করা। হাতে-নাতে (ক্রিয়াবিশেষণ) ১ অপরাধের প্রমান শুদ্ধ; বমাল; মালসহ। ২ অপরাধ কার্যে রত অবস্থায়। হাতে নেওয়া, হাতে করা (ক্রিয়া) ১ গ্রহণ করা। ২ দায়িত্ব নেওয়া। হাতে পাওয়া (ক্রিয়া) আয়ত্তে পাওয়া; কর্তৃত্ব প্রদর্শনের সুযোগ পাওয়া। হাতে পাঁজি মঙ্গলবার- (আলঙ্কারিক) মীমাংসার নির্ভরযোগ্য উপায় থাকতে তর্ক-বিতর্ক বৃথা। হাতে বেড়ি পড়া (ক্রিয়া) (আলঙ্কারিক) অপরাধের দায়ে গ্রেপ্তার হওয়া। হাতে মাথা কাটা (ক্রিয়া) ১ শুধু হাত দিয়ে মাথা কাটার মতো অসম্ভব কাজ সাধন করা। ২ (আলঙ্কারিক) নিদারুণ উদ্ধত ও শক্তিমদমত্ত যা খুশি তা করতে ইচ্ছা করা। হাতে মারা (ক্রিয়া) প্রহার করা। হাতের জল না গলা (ক্রিয়া) (আলঙ্কারিক)অত্যন্ত কৃপণতা করা। হাতের ঢিল ছুড়ে দিলে আর ফেরে না (আলঙ্কারিক) সুযোগ নষ্ট করলে আর পাওয়া যায় না। হাতের পাঁচ (বিশেষ্য) যার উপর নিজের বিশেষ অধিকার আছে; শেষ সম্বল। হাতের পুতুল (বিশেষণ) যাকে দিয়ে ইচ্ছা মতো কাজ করানো যায়(ইংরেজের হাতের পুতুল-মাওলানা মুস্তাফিজুর রহমান)। হাতের লক্ষী পায়ে ঠেলা (ক্রিয়া) হেলায় সুযোগ নষ্ট করা। হাতে হাঁড়ি (বিশেষ্য) পাকস্পর্শ; বউভাত। হাতে হাতে (ক্রিয়াবিশেষণ) সঙ্গে সঙ্গে; তৎক্ষণাৎ; সদ্য সদ্য; সরাসরি। কপালে হাত দেওয়া (ক্রিয়া) অদৃষ্টের দোহাই দেওয়া।কাঁচা হাত (বিশেষ্য) অপটুতা; নৈপুণ্য বা দক্ষতার অভাব; অনভিজ্ঞতা। গালে হাত দেওয়া (ক্রিয়া) বিস্ময় বা বিষাদ প্রকাশ করা। ডাঁন হাত বাঁ হাত করা (ক্রিয়া) আদান-প্রদান করা।ডান হতের ব্যাপার (বিশেষ্য) ভোজন; আহার। ¨ (ক্রিয়াবিশেষণ) আহারের আয়োজন।পাকা-হাত (বিশেষ্য) ১ নৈপুণ্য; পটুত্ব। ২ দক্ষতা; অভিজ্ঞতা। পায়ে হাত দেওয়া (ক্রিয়া) ১ প্রণাম করা; কদমবুসি করা। ২ চরণ স্পর্শ করে মিনতি বা প্রতিজ্ঞা করা। বাঁ হাতের ব্যাপার (বিশেষ্য) ১ (আলঙ্কারিক) ঘুষ বা উৎকোচ গ্রহণ। ২ উৎকোচ।বুকে হাত দেওয়া (ক্রিয়া) সাহস প্রকাশ করা। মাথায় হাত দেওয়া (ক্রিয়া) ১ (আলঙ্কারিক) হতাশ হওয়া। ২ অন্যের মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করা। মাথায় হাত বুলানো (ক্রিয়া) ১ (আলঙ্কারিক) সান্ত্বনা দেওয়া। ২ প্রবঞ্চনা করা। {(তৎসম বা সংস্কৃত) হস্ত> (প্রাকৃত) হথ> (বাংলা) হাত}
- Bengali Word হাতল English definition ⇒ হাত