হ পৃষ্ঠা ১২
- Bengali Word হাঁসানো English definition [হাঁশানো] (ক্রিয়া) হেঁসো দিয়ে গভীর করে কাটা; ফাঁসানো। {(তৎসম বা সংস্কৃত) হংস>}
- Bengali Word হাঁসিয়া ১ English definition ⇒ হাঁশিয়া
- Bengali Word হাঁসিয়া ১, হাঁসুয়া, হেঁসে, হেঁসো English definition [হাঁশিয়া, হাঁশুয়া, হেঁশে, হেঁশো] (বিশেষ্য) কান্তের ন্যায় অর্ধচন্দ্রাকৃতি তীক্ষ্নধার এক প্রকার দা! {(তৎসম বা সংস্কৃত) হংস>}
- Bengali Word হাঁসুলি, হাঁসলি, হাঁসুলী English definition [হাঁশুলি, হাঁশ্লি, হাঁশুলি] (বিশেষ্য) মেয়েদের কন্ঠের অলঙ্কার। এক প্রকার অর্ধচন্দ্রাকৃতি কন্ঠাভরণ (গলায় রূপার ভারী হাঁসুলী হাতে কঙ্কণ-শামসুর রাহমান)। {(তৎসম বা সংস্কৃত) হংস>+ (বাংলা) উলি}
- Bengali Word হাঁড়ল English definition [হাঁড়োল্] (বিশেষ্য) বৃহৎ গর্ত; বিস্তৃত পরিসর গহ্বর (জঙ্গল হাঁড়ল বৃষ্টির জলভরা টুইটুম্বুর-সত্যেন্দ্রনাথ দত্ত)। {হাঁড়িয়া>}
- Bengali Word হাঁড়া English definition [হাঁড়া] (বিশেষ্য) ১ হাঁড়ি অপেক্ষা বৃহৎ মৃৎপাত্রবিশেষ; ছোট জালা (কুলপি রাবড়ীর হাঁড়া-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ২ ধাতু বা মৃত্তিকা নির্মিত বৃহদাকার কলসি। {(তৎসম বা সংস্কৃত) হণ্ডিকা>}
- Bengali Word হাঁড়ি, হাঁড়ী English definition [হাঁড়ি] (বিশেষ্য) রন্ধন করবার পাত্রবিশেষ; ক্ষুদ্র জালার মতো পাত্র। হাঁড়িকুঁড়ি (বিশেষ্য) হাঁড়ি, কলসি প্রভৃতি। হাঁড়িঠেলা (ক্রিয়া) ক্লেশকর রান্নার কাজ করা। হাঁড়িপানা (বিশেষণ) ১ হাঁড়ির মতো বৃহৎ গোল; ব্যবহৃত হাঁড়ির ন্যায় কালো; বৃহৎ; গোল। ২ মলিন; বিষণ্ন (যেদিন সে রেগে থাকত বা মুখখানা হাঁড়িপানা করে বসে থাকত-কাজী নজরুল ইসলাম)। হাঁড়িমুখ (বিশেষ্য) (রাগে বা অভিমানে) গম্ভীর মুখ; কালো মুখ। হাঁড়ির খবর (বিশেষ্য) ভেতরের খবর। হাঁড়ির মুখের মতো সরা হওয়া (ক্রিয়া) (আলঙ্কারিক) যেমন খারাপ কন্যা তেমন খারাপ বর হওয়া। {(তৎসম বা সংস্কৃত) হণ্ডী>}
- Bengali Word হাঁড়িচাঁচা, হাঁড়ীচাঁচা English definition [হাঁড়িচাঁচা] (বিশেষ্য) পাখিবিশেষ; এদের কন্ঠ ও পুচ্ছ- প্রান্ত কালো ও বাকি অংশ ধূসর বর্ণ (একেবারে হাঁড়ীচাঁচা পাখী সেজে বসে আছে-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। {চাঁচা হাড়ির রং অর্থে}
- Bengali Word হাঁড়িয়া ১, হাড়িয়া English definition [হাঁড়িয়া] (বিশেষণ) ১ হাঁড়ির মতো। ২ বৃহৎ; প্রকাণ্ড (হাঁড়ীয়া চামর বেচে চারি পণ দরে-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) হাঁড়ি+আ}
- Bengali Word হাঁড়িয়া ২, হাড়িয়া English definition [হাঁড়িয়া] (বিশেষ্য) ভাত থেকে প্রস্তুত মদবিশেষ (দশবারো জন মেয়ে-মরদ ভাঁড় থেকে হাড়িয়া খাচ্ছে-শওকত ওসমানকত ওসমান)। {সাঁওতালি. হাঁড়িয়া}
- Bengali Word হাঁড়িয়া ৩ English definition ⇒ হাড়িয়া
- Bengali Word হাঁড়ী English definition ⇒ হাঁড়ি
- Bengali Word হাঁড়ীচাঁচা English definition ⇒ হাঁড়িচাঁচা
- Bengali Word হাই English definition [হাই] (বিশেষ্য) জৃম্ভণ; আলস্য হেতু হা করা; ঘুমের ভাবহেতু মুখ ব্যাদান (এসো ভাই, তোলো মাই, শুয়ে পড়ে চিৎ-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) হাফিকা>}
- Bengali Word হাইওয়ে English definition [হাইওয়ে] (বিশেষ্য) দূরপাল্লার সড়কপথ; পরিবহন চলাচল উপযোগী দূরগামী দীর্ঘ ও উঁচু পাকা রাস্তা বা সড়ক। {(ইংরেজি) high way}
- Bengali Word হাইকমিশনার English definition [হাইকোমিশনার্] (বিশেষ্য) কমনওয়েলথভুক্ত দেশগুলোর একটি থেকে অন্যটিতে নিযুক্ত রাষ্ট্রদূত। {(ইংরেজি) high commissioner}
- Bengali Word হাইকোর্ট English definition [হাইকোর্ট্] (বিশেষ্য) উচ্চ বিচারালয়। {(ইংরেজি) high court}
- Bengali Word হাইগ্রমিটার English definition [হাইগ্রোমিটার্] (বিশেষ্য) আর্দ্রতামাপক যন্ত্র (আর্দ্রতা মাপার যন্ত্রকে বলা হয় হাইগ্রোমিটার-আবদুল্লাহ আলমুতী শরফুদ্দীন)। {(ইংরেজি) hygrometer}
- Bengali Word হাইজাক English definition [হাইজাক্] (বিশেষ্য) ছিনতাই। {(ইংরেজি) hijack}
- Bengali Word হাইড্রোজেন English definition [হাইড্রোজেন্] (বিশেষ্য) মৌলিক গ্যাসবিশেষ, যার রাসায়নিক প্রতীক H; উদ্জান (দুইভাগ হাইড্রোজেনের সঙ্গে একভাগ অক্সিজেন সংযুক্ত বা মিলিত হলে জলের সৃষ্টি হয়-প্রমথ চৌধুরী; বাতাসের চেয়ে হাইড্রোজেন হালকা-শামসুল হক ফজলুর রহমান)। {(ইংরেজি) hydrogen}