হ পৃষ্ঠা ১৩
- Bengali Word হাইফেন English definition [হাইফেন্] (বিশেষ্য) দুই শব্দের মধ্যবর্তী যোগসূচক চিহ্ন (হর্তা-কর্তা-বিধাতা)। {(ইংরেজি) hyphen}
- Bengali Word হাইবেঞ্চ English definition [হাইবেন্চ্] (বিশেষ্য) বেঞ্চের সম্মুখস্থ লম্বা ও উচ্চতর আসনবিশেষ। {(ইংরেজি) high bench}
- Bengali Word হাইল ১ English definition ⇒ হাল২
- Bengali Word হাইল, আইল English definition [হাইল, আইল] (বিশেষ্য) সীমা; ক্ষেত্রের চারি দিকে সীমাজ্ঞাপক ঈষৎ উচ্চবাঁধ; প্রতিবন্ধক। {(আরবি) হাইল}
- Bengali Word হাইস্কুল English definition [হাইস্কুল্] (বিশেষ্য) ১ উচ্চবিদ্যালয়। ২ দশম শ্রেণি পর্যন্ত পড়ানোর ব্যবস্থা আছে যে স্কুলে। {(ইংরেজি) high school}
- Bengali Word হাউই English definition [হায়ুই] (বিশেষ্য) আকাশগামী আতশবাজি। {(ফারসি) হৱঈ}
- Bengali Word হাউকাউ English definition [হাউকাউ] (বিশেষ্য) হট্টগোল। {ধ্বন্যাত্মক}
- Bengali Word হাউজ, হৌজ, হাওজ English definition [হাউজ্, হোউজ্, হাওজ্] (বিশেষ্য) চৌবাচ্চা; জলাধার (হাতেম গোসল করে হাউজে যাইয়া-সৈয়দ হামজা)। {(আরবি) হাৱদ}
- Bengali Word হাউমাউ, হাঁউমাঁউ English definition [হাউমাউ, হাঁউমাঁউ] (বিশেষ্য) ১ উচ্চৈঃস্বরে ক্রন্দন; বহুজনের একসঙ্গে ক্রন্দনের রোল। ২ কান্না। ৩ ক্ষোভ। হাউমাউ খাউ/খাঁউ (বিশেষ্য) রূপকথার রাক্ষস বা রাক্ষসীর মনুষ্যগন্ধে উদ্রিক্ত ভোজনস্পৃহা প্রকাশক ধ্বনি। {ধ্বন্যাত্মক}
- Bengali Word হাউলি English definition ⇒ হাবেলি
- Bengali Word হাউস সার্জন English definition [হাউস্সার্জোন্] (বিশেষ্য) হাসপাতালের আবাসিক চিকিৎসক। {(তৎসম বা সংস্কৃত) house surgeon}
- Bengali Word হাউস ১ English definition [হাউশ্] (বিশেষ্য) শখ; আকাঙ্খা; বাসনা (হাউস মিটিয়া যায়)। {(আরবি) হৱস}
- Bengali Word হাউস ২ English definition ⇒ হৌস
- Bengali Word হাউসে কওসর English definition [হাউসে কওসর্] (বিশেষ্য) ১ ইসলামি বিশ্বাসমতে শেষ বিচার দিনে হজরত মুহম্মদ (সা.)-কে এই নামের একটি বিশিষ্ট চৌবাচ্চা দেওয়া হবে। তিনি উম্মতদের এর সুশীতল ও সুমিষ্ট পানি পান করাবেন। (হাওযে কওসরের সুপেয় সুমিষ্ট সলিলে তাপতপ্ত শতকন্ঠ স্নিগ্ধ হইতেছে-এয়াকুব আলী চৌধুরী)। ২ মতান্তরে জান্নাতের একটি নহর বা স্রোতস্বিনীর নাম; সে নহরের একটি শাখা পুণ্যবানদের পিপাসা নিবারণের জন্য অমৃতস্বরূপ পানি কিয়ামতের ময়দানে প্রবাহিত হবে। {(আরবি) হাৱদে+কৱছার}
- Bengali Word হাউড় English definition ⇒ হাওড়
- Bengali Word হাউড়ি, হাউড়ী English definition [হাউড়ি] (বিশেষ্য) শাশুড়ি (পাড়ে কান্দে হাউড়ী- পূগী.)। {শাশুড়ী>}
- Bengali Word হাউড়ে English definition [হাউড়ে] (বিশেষ্য) (বিশেষণ) যা মনে আসে তাই বলে বেড়ায় যে; বাতুল; আউল। {আউলিয়া>}
- Bengali Word হাওদা English definition [হাওদা] (বিশেষ্য) ১ হাতি বা উটের পিঠে বসার জন্য যে আসন পাতা হয় (হস্তিপৃষ্ঠে সুবর্ণ হাওদায় চড়িয়া আগমন হরিলেন-ইসমাইল হোসেন শিরাজী)। ২ বিস্তৃত পরিসর বস্তু। ৩ (ব্যঙ্গার্থ) অতি স্থূলোদর ব্যক্তি। {(আরবি) হৱদজ}
- Bengali Word হাওর English definition [হাওর্] (বিশেষ্য) সাগর সদৃশ পানির বিস্তীর্ণ প্রান্তর (কিশোরগঞ্জের হাওর অঞ্চল); জলাভূমি; অগভীর জলাভূমি-যা সারা বছরই জলময় থাকে। {সাগর>}
- Bengali Word হাওলা, হাওয়ালা English definition [হাওলা, হাওয়ালা] (বিশেষ্য) তত্ত্বাবধান; খবরদারি; অধিকার; ভার; জিম্মা (পঞ্চায়েত চৌকিদার হাওলা করে-মীর মশাররফ হোসেন)। হাওয়া জমি (বিশেষ্য) যে নিষ্কর জমি বিশেষ শর্তে দেওয়া হয়। হাওলাদার (বিশেষ্য) হাওলা জমির মালিক; ঐজমি ভোগ করে যে; বংশীয় পদবী। {(আরবি) হাৱালাহ}