হ পৃষ্ঠা ১৪
- Bengali Word হাওলাত, হাওলাৎ English definition [হাওলাত্] (বিশেষণ) ১ ঋণ; কর্জ (অমনি খাতায় তোমার নামে হাওলাত-অবনীন্দ্রনাথ ঠাকুর)। □ (বিশেষ্য) আমানত; জিম্মা। হাওলাত বরাত (বিশেষ্য) কর্জ ও অনুগ্রহ। হাওলাতি (বিশেষণ) ধার সম্পর্কীয়; ধার হিসেবে গ্রহণ করা হয় এমন। {(আরবি) হাৱালাহ}
- Bengali Word হাওলে English definition [হাওলে] (বিশেষণ) ১ ভয়ঙ্কর; ভয়াল। ২ প্রতারক; প্রবঞ্চক (পাত্র হল ইন্দ্রজাল কোটাল হাওলে-ঘনরাম চক্রবর্তী)। {(আরবি) হাৱালাহ}
- Bengali Word হাওড়, হাউর English definition [হাওড়্, হাউর্] (বিশেষ্য) সাগরসদৃশ পানির বিস্তীর্ণ প্রান্তর। {সাগর>}
- Bengali Word হাওয়া ১, হবা, হওয়া English definition [হাওয়া, হওয়া, হওয়া] (বিশেষ্য) বাইবেল ও কুরআনে উক্ত আদি মানব হজরত আদম(আ.)-এর স্ত্রী; বিবি হাওয়া; পৃথিবীর আদি নারী (চলে গেল হাওয়া আদম-কাজী নজরুল ইসলাম)। {(আরবি) হাৱা}
- Bengali Word হাওয়া ২ English definition [হাওয়া] (বিশেষ্য) ১ বায়ু; বাতাস (উত্তুরে হাওয়া)। ২ জলবায়ু; climate। ৩ (আলঙ্কারিক) সংসর্গ; স্পর্ম; ছুঁত (ওর হাওয়া তোমারও গায়ে লেগেছে দেখছি)। ৪ গতি; অবস্থা; শিক্ষা; সংস্কার; ভাব কল্পনাসম্বন্দীয় অবস্থা (যুগের হাওয়া)। হাওয়া খাওয়া (ক্রিয়া) ১ মুক্ত বায়ু সেবন করা। ২ বেড়ানো। ৩ (আলঙ্কারিক) কিছু না খাওয়া। হাওয়া গাড়ি (বিশেষ্য) মোটর। হাওয়া চলা (ক্রিয়া) বায়ু প্রবাহিত হওয়া। হাওয়া হওয়া (ক্রিয়া) (আলঙ্কারিক) চম্পট দেওয়া; পালিয়ে যাওয়া। হাওয়া বদলানো (ক্রিয়া) স্বাস্থ্যের উন্নতির জন্য স্থান বদলানো। হাওয়াই (বিশেষণ) বায়বীয়; বাতাসে যা ভেসে চলতে পারে (উড়ে যাচ্ছে সোলায়মানের হাওয়াই সিংহাসন-হাই)। হাওয়াই আড্ডা (বিশেষ্য) উড়োজাহাজের ঘাঁটি; বিমান বন্দর; aerodrome। হাওয়াই জাহাজ (বিশেষ্য) যে জাহাজ আকাশপথে আরোহী স্থানান্তরে যাতায়াত করে; aeroplane; উড়োজাহাজ; বিমান। হাওয়াই শাড়ি (বিশেষ্য) সূক্ষ্ম রেশমি শাড়ি। {(আরবি) হাৱা}
- Bengali Word হাওয়াস English definition [হাওয়াশ্] (বিশেষ্য) ১ চৈতন্য। ২ জ্ঞান (পাহালওয়ান লোকের গেল হাওয়াস উড়ে-সৈয়দ হামজা)। ২ ইন্দ্রিয়। {(আরবি) হাৱাস}
- Bengali Word হাকল (মধ্যযুগীয় বাংলা) English definition [হাকল্] (বিশেষণ) আকুল। হাকল বিকল, হাকুলি বিকলি (বিশেষণ) আকুলি বিকুলি; গভীরভাবে ব্যাকুল (কাহ্ন হাকল বিকল-বড়ু চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) আকুল>}
- Bengali Word হাকানো English definition [হাকানো] (ক্রিয়া) (মধ্যযুগীয় বাংলা) ব্যজন করা বা ঢুলানো (তাহাকে আন তুমি চাম্বর হাকাইয়া-মানিক রাজার গান)। {(প্রাকৃত) হক্ক>}
- Bengali Word হাকিক English definition [হাকিক্] (বিশেষ্য) একপ্রকার মূল্যবান প্রস্তর। {অজ্ঞাতমূল}
- Bengali Word হাকিনী English definition [হাকিনী] (বিশেষ্য) হিন্দুপুরাণ মতে দুর্গ দেবীর অন্যতমা যোগিনী। {(তৎসম বা সংস্কৃত) হাকিনী}
- Bengali Word হাকিম ১ English definition [হাকিম্] (বিশেষ্য) ১ বিচারপতি (হাকিম হয়ে হুকুম দেয় প্যাদা হয়ে মারে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ২ শাসনকর্তা। হাকিম নড়ে তো হুকুম নড়ে না-হুকুম দানকারীর প্রস্থান করলেও হুকুম কার্যকর থাকে এমন। হাকিমি (বিশেষ্য) বিচারকের বৃত্তি। □ (বিশেষণ) ১ বিচার বা বিচারক সম্বন্ধীয়। ২ ভেষজ বিষয়ক (হাকিমি চিকিৎসা)। নিমহাকিম (বিশেষ্য) হাতুড়ে কবিরাজ। {(আরবি) হাকিম}
- Bengali Word হাকিম ২, হেকিম, হকীম English definition [হাকিম্, হেকিম্, হোকিম্] (বিশেষ্য) ১ ইউনানি চিকিৎসক; তিব্বি কবিরাজ (বিষম তোমার হৃদয়-ক্ষত, ডাকো হাকিম-কাজী নজরুল ইসলাম)। ২ বিজ্ঞ; জ্ঞানী। হকিমি, হকিমী (বিশেষ্য) হাকিমের চিকিৎসা। □ (বিশেষণ) ১ হেকিম সম্পর্কিত। ২ ইউনানি; ইউনানি চিকিৎসামতে। {(আরবি) হাকীম}
- Bengali Word হাগা English definition [হাগা] (অশিষ্ট) (ক্রিয়া) পায়খানা করা। □ (বিশেষ্য) মলত্যাগ। হাগানো (ক্রিয়া) মলত্যাগ করানো। {(তৎসম বা সংস্কৃত) হদ্>}
- Bengali Word হাঘর English definition [হঘর্] (বিশেষ্য) ১ আশ্রয়হীন; নিরাশ্রয়। ২ নিঃস্ব। ৩ হীনবংশ। হাঘরে (বিশেষণ) ১ গৃহহীন; আশ্রয়হীন। ২ অন্নহীন। ৩ নিঃস্ব; চালচুলা কিছুই নেই এমন। ৪ নিচুবংশ/জাতি। {(বাংলা) হাঘরিয়া>হাঘরে}
- Bengali Word হাঙ হাঙ, হাঙু হাঙু English definition [হাঙ্হাঙ্, হাঙুহাঙু] (বিশেষ্য) বাঘের গর্জন (হাঙ্ হাঙ্ হাঁফালে; হাঙু হাঙু হাঁচনালে-ঘনরাম চক্রবর্তী)। {ধ্বন্যাত্মক}
- Bengali Word হাঙ্গর, হাঙর English definition [হাঙ্গোর্ হাঙোর] (বিশেষ্য) তীক্ষ্নদন্ত বৃহদাকার মাছজাতীয় হিংস্র সামুদ্রিক জন্তু; shark। {(তৎসম বা সংস্কৃত) হারক>হাকর>; (তুলনীয়) মকর}
- Bengali Word হাঙ্গামা, হাঙ্গাম, হ্যাঙ্গাম, হ্যাঙ্গামা English definition [হাঙ্গামা, হাঙ্গাম্, হ্যাঙ্গাম্, হ্যাঙ্গামা] (বিশেষ্য) ১ দাঙ্গা; লড়াই; মারামারি। ২ গোলমালে (বরযাত্রিগণ খেপিয়া উঠিয়া মহা-হাঙ্গামা করিতে লাগিল-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৩ ফ্যাসাদ (যতো সব হাঙ্গামা ছন্দের-রশিদ খাঁন)। ৪ উৎপাত (অতো হাঙ্গাম কোরো না বাপু)। ৫ বিপদ; বিপত্তি।{(ফারসি) হাঙ্গামহ্}
- Bengali Word হাজত ১, হাজৎ English definition [হাজোত্] (বিশেষ্য) বিচারের পূর্বে অপরাধীকে প্রয়োজনমতো হাজির করার জন্য পুলিশের জিম্মায় বন্দী রাখা বা রাখার স্থান। (শশীকে হাজত হইতে জামিনে খালাস করিলেন-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(আরবি) হাজত}
- Bengali Word হাজত ২ English definition [হাজোত্] (বিশেষ্য) ১ মুলতবি খাজনা; স্থগিত রাখা রাজস্ব। ২ অভাব (হজতের নামাজ)। {(আরবি) হাজত}
- Bengali Word হাজরা, হাজারি, হাজারী English definition [হাজ্রা, হাজারি, হাজারি] (বিশেষ্য) ১ হাজার সৈন্যের বা লোকের অধিনায়ক। ২ গ্রামের মোড়ল। ৩ পারিবারিক উপাধিবিশেষ (আব্দুল গণি হাজারী)। {(ফারসি) হজার}