হ পৃষ্ঠা ৫
- Bengali Word হন্নে English definition ⇒ হন্যা
- Bengali Word হন্য English definition [হোন্নো] (বিশেষণ) বধযোগ্য; হন্তব্য; হননীয়। হন্যমান (বিশেষণ) নিহত হচ্ছে এমন। {(তৎসম বা সংস্কৃত) √হন্+য(ণ্যৎ)}
- Bengali Word হন্যা, হন্যে, হন্নে English definition [হোন্না, হোন্নে, হোন্নে] (বিশেষণ) ১ উন্মুক্ত; ক্ষিপ্ত; হত্যা বা আক্রমণ করার জন্য ধাবমান। ২ অস্থির (তোমাকে বিয়ে করার জন্য এমনি হন্যে হয়ে আছি যে-সৈয়দ মুর্তাজা আলী)। {(তৎসম বা সংস্কৃত) হন্য>}
- Bengali Word হপ্তা English definition [হপ্তা] (বিশেষ্য) ১ সপ্তাহ (হপ্তা মম জুম্আ করে পরিশ্রমে লজ্জা না পায়-আবুল ফরাহ মুঃ আবদুল হক ফরিদী)। ২ পরপর সাতদিন। ৩ সাতদিনের রীতিমাফিক মজুরি (হপ্তা দেওয়া)। {(তৎসম বা সংস্কৃত) সপ্তাহ; (ফারসি) হফতাহ}
- Bengali Word হব হব, হবো, হবো English definition [হবোহবো] (বিশেষণ) হওয়ার উপক্রম হয়েছে এমন; আসন্ন; অতি নিকটবর্তী। {(তৎসম বা সংস্কৃত) √ভূ>(বাংলা) √হ>}
- Bengali Word হব, হবু, হেবু (মধ্যযুগীয় বাংলা) English definition [হব, হবু, হেবু] (ক্রিয়া) হবে (হবু বর)। {⇒ হবু}
- Bengali Word হবন English definition [হবোন্] (বিশেষ্য) ১ হোম (চিরায়মান নির্বাপিত হবনে কালের কৌতুকে-সুধীন্দ্রনাথ দত্ত)। ২ যজ্ঞ। হবনী (বিশেষ্য) হোমকুণ্ড; অগ্নিকুণ্ড যাতে আহুতি প্রদান করা হয়। হবনীয় (বিশেষণ) ১ যজ্ঞীয়; হোমের উপযুক্ত। ২ হব্য; হোমে দেয়। {(তৎসম বা সংস্কৃত) √হু+অন(ল্যুট্)}
- Bengali Word হবশী English definition ⇒ হাবশি
- Bengali Word হবা English definition ⇒ হাওয়া১
- Bengali Word হবিঃ, হবি English definition [হোবিহ্, হোবি] (বিশেষ্য) ১ হব্য বস্তু। ২ হোমের ঘৃত। ৩ হোম। ৪ ঘি (যেমন হবিঃ প্রয়োগ করিলে অগ্নি প্রজ্বলিত হইয়া উঠে-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর )। {(তৎসম বা সংস্কৃত) √হু+ইস্,>}
- Bengali Word হবিষ্য, হবিষ্যি English definition [হোবিশ্শো, হোবিশ্শি] (বিশেষ্য) হিন্দুব্রতাদিতে ভক্ষণীয় আমিষবর্জিত সঘৃত আতপান্ন। হবিষ্য করা (ক্রিয়া) আমিষবর্জিত সঘৃত আতপান্ন ভোজন করা। হবিষ্যান্ন (বিশেষ্য) হবিষ্য। হবিষ্যাশী(-শিন্) (বিশেষণ) হবিষ্য ভোজনকারী। {(তৎসম বা সংস্কৃত) হবিস্+য(যৎ)}
- Bengali Word হবু English definition [হোবু] (বিশেষণ) হবে এমন; ভাবী (হবু বর)। {(তৎসম বা সংস্কৃত) √ভূ>(বাংলা) √হ>}
- Bengali Word হবুচন্দ্র, হবচন্দ্র English definition [হবোচন্দ্রো, হবুচন্দ্রো] (বিশেষ্য) কবিকল্পিত মূর্খ রাজা; নির্বোধবিশেষ। হবুচন্দ্র রাজার গবুচন্দ্র/ গবচন্দ্র মন্ত্রী (বিশেষণ) ১ মূর্খ ও নির্বোধ রাজার জ্ঞানহীন ও আহম্মক মন্ত্রী। ২ (আলঙ্কারিক) যেমন মূর্খ তেমন তার উপদেষ্টা। {(তৎসম বা সংস্কৃত) অবোধ> (বাংলা) অবা>হাবা>হবু, হব}
- Bengali Word হব্য English definition [হোব্বো] (বিশেষ্য) ১ আহুতির দ্রব্য; ঘৃত। ২ হোম। ৩ হোমের যজ্ঞ। □ (বিশেষণ) হোমে প্রদেয়; হোমের যোগ্য। {(তৎসম বা সংস্কৃত) √হু+য(যৎ)}
- Bengali Word হম English definition ⇒ হাম২
- Bengali Word হম্মাম English definition ⇒ হাম্মাম
- Bengali Word হযরত English definition ⇒ হজরত
- Bengali Word হর ১ English definition [হর্] (বিশেষ্য) হিন্দুদেবতা শিব। ২ অঙ্কশাস্ত্রে ভাজক বা বিভাজক। □ (বিশেষণ) ১ হরণকারী। ২ নাশক; অপনোদক; দূরকারী (সন্তাপহর)। ৩ সংহারকারী। হরা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)নাশিকা; অপনোদনকারী (দুঃখহরা)। হরগৌরী (বিশেষ্য) ১ হিন্দু দেব শিব ও দেবী দুর্গা। ২ হিন্দু দেব-দেবী শিব ও দুর্গার একই মূর্তিতে অবস্থিত রূপ। হরচূড়ামণি (বিশেষ্য) চন্দ্র। হর হর বম বম (বিশেষ্য) শিবভক্তদের ইষ্টদেবতা স্মরণের ধ্বনি।{(তৎসম বা সংস্কৃত) √হৃ+অ(অচ্)}
- Bengali Word হর ২ English definition [হর্] (বিশেষণ) ১ প্রতি; প্রত্যেক (হর ঘরে দীপ-কাজী নজরুল ইসলাম)। ২ বিবিধ; নানা; বিভিন্ন (হর কিসিম)। হরভক্ত, হরওকৃত (বিশেষ্য) ১ সর্বদা; সবসময়ে (তারি মাঝে কাবা আল্লার ঘর দুলে আজ হরওক্ত-কাজী নজরুল ইসলাম)। হরকসম, হরকিসিম (বিশেষণ) নানা ধরণের। হরদম (অব্যয়) সর্বদা; সদা সর্বদা; নিয়ত; অনবরত (মিথ্যে কথা হরদম লিখে-মনোজ বসু; রাইত-বিরাইতে আমরা ত হরদম চলি-মবিনউদ্দীন আহমদ)। হরবোলা (বিশেষ্য) (বিশেষণ) বিভিন্ন বুলি বলতে পারে বা বলে যে (হরবেলা সেজে সারাক্ষণ হাটে মাঠে বাহবা কুড়ানো-শামসুর রাহমান)। হররোজ (ক্রিয়াবিশেষণ) প্রতিদিন; প্রত্যহ (পাঠশালায় নিয়ে গিয়েছে হররোজ-সরদার জয়েনউদ্দীন)। {(ফারসি) হর}
- Bengali Word হরকত, হরকৎ English definition [হর্কত্] (বিশেষ্য) ২ আপত্তি; বাধা; বিঘ্ন; ক্ষতি (আছুদা হইয়া সবে খাও নিয়ামত। ইহাতে নাহিক আর কোন হরকত-সৈয়দ হামজা)। ২ আপত্তিকর ব্যবহার (হরকত করা)। গতি; চলন। {(আরবি) হরকত}