হ পৃষ্ঠা ৯
- Bengali Word হলফ, হলপ English definition [হলোপ্, হলোপ্] (বিশেষ্য) সত্য বলার জন্য যে শপথ করা হয়; দিব্য; শপথ। হলফান (ক্রিয়াবিশেষণ) হলফ করে। {(আরবি) হলফ}
- Bengali Word হলহল English definition [হল্হল্] (অব্যয়) ঢলফলে; অতিশয় ঢিলা; শিথিলভাবে। হলহলে (বিশেষ্য) অতিশয় ঢিলা। □ (বিশেষণ) ১ হলহল করছে এমন। ২ পাতলা; লঘু। {ধ্বন্যাত্মক}
- Bengali Word হলহলা, হলাহলা (মধ্যযুগীয় বাংলা) English definition [হল্হলা, হলাহলা] (অব্যয়) হর্ষধ্বনি; আনন্দধ্বনি; কলরব (মুখে হলাহলা সাধু-ক্ষেমানন্দ দাস)। {(তৎসম বা সংস্কৃত) হলহলা}
- Bengali Word হলা English definition [হলা] (অব্যয়) নারীর প্রতি নারীর সম্বোধনবাচক শব্দ; ওলো (হলা প্রিয়ংবদে)। {(তৎসম বা সংস্কৃত) ধ্বন্যাত্মক}
- Bengali Word হলাহল English definition [হরাহল্] (বিশেষ্য) ১ তীব্র বিষবিশেষ; কালকূট (অন্তরে পেয়ে অমৃত; অন্ধ মাগিতেছে হলাহল-কাজী নজরুল ইসলাম)। ২ কোলাহল (পবন ছড়ায় হলাহল-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) হলহিল}
- Bengali Word হলায়ূধ English definition ⇒ হল১
- Bengali Word হলী English definition ⇒ হল১
- Bengali Word হলুদ, হলদি English definition [হোলুদ্, হোল্দি] (বিশেষ্য) হলুদ গাছ ও তার কন্দ; মসলাবিশেষ। □ (বিশেষ্য) (বিশেষণ) হলুদ রং। হলদে (বিশেষণ) হরিদ্রা বর্ণবিশিষ্ট; পীত (হলদে ফুল)। হলুদ কোটা (বিশেষ্য) বিবাহের পূর্বে গায়ে হলুদ মাখানো অনুষ্ঠান (আজকে তাহার হলদি কোটা বিয়ের গানে ভরা বাড়ী-জসীমউদ্দীন)। গায়েহলুদ (বিশেষ্য) বিয়ের আগে বর বা কনের গায়ে হলুদ দেওয়ার অনুষ্ঠান।{(তৎসম বা সংস্কৃত) হরিদ্রা> (প্রাকৃত) হলিদ্দা>}
- Bengali Word হলে, হইলে English definition [হোলে, হোইলে] (ক্রিয়া) ঘটলে। {(তৎসম বা সংস্কৃত) √ভূ>(বাংলা) √হ>}
- Bengali Word হল্য English definition ⇒ হল১
- Bengali Word হল্লা English definition [হল্লা] (বিশেষ্য) কোলাহল; গোলমাল; সমস্বরে চিৎকার (আল্লার ঘর কাবায় করিত হল্লা পিশাচভূত-কাজী নজরুল ইসলাম)। {(হিন্দি) হল্লা}
- Bengali Word হসই (ব্রজবুলি) English definition [হশই] (ক্রিয়া) হাসে; বিদ্রূপ করে (ঐছে করবি যৈছে বৈরী না হসই-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) হসতি>}
- Bengali Word হসন English definition [হশোন্] (বিশেষ্য) ১ হাস্য; হাসি। ২ হাস্যকর (তমঃ যথা ঊষার হসনে-মাইকেল মধুসূদন দত্ত)। হসিত (বিশেষণ) ১ হাস্যযুক্ত; সহাস্য। ২ বিকশিত; প্রফুল্ল। {(তৎসম বা সংস্কৃত) হস্+অন(ল্যুট্)}
- Bengali Word হসন্ত ১ English definition ⇒ হল
- Bengali Word হসন্ত ২ English definition [হশোন্তো] (বিশেষণ) ১ ফুল্ল; প্রস্ফুটিত (যহাঁ কুন্দ কুসুম কেতকী হসন্ত-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) √হস্+(বাংলা) অন্ত}
- Bengali Word হসন্তিকা, হসন্তি English definition [হশোন্তিকা, হশোন্তি] (বিশেষ্য) ১ অগ্নিপাত্র; ধুনুচি; firepan। ২ মল্লিকাবিশেষ। ৩ হাসির বই। □ (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)হাসছে এমন। {(তৎসম বা সংস্কৃত) √হস্+(বাংলা) অন্ত+ইকা, ই}
- Bengali Word হসব নসব English definition ⇒ নছব
- Bengali Word হসরত English definition ⇒ হছরত
- Bengali Word হসিত English definition ⇒ হসন
- Bengali Word হস্টেল English definition ⇒ হোস্টেল