হ পৃষ্ঠা ৪
- Bengali Word হতোস্মি, হতোহস্মি English definition [হতোশ্মি] (বিশেষ্য) আমি মারা গেলাম এরূপ খেদোক্তি; মন্দভাগ্যের খেদোক্তি। হহতোস্মি করা (ক্রিয়া) নৈরাশ্য হেত ‘মারা গেলাম’ বলে ব্যাকুল হওয়া। {(তৎসম বা সংস্কৃত) হতঃ+অস্মি}
- Bengali Word হত্তুকী, হত্তোকী English definition ⇒ হরীতকী
- Bengali Word হত্তেল English definition ⇒ হরিতাল
- Bengali Word হত্যা, হত্যে English definition [হোত্তা, হোত্তে] (বিশেষ্য) ১ বধ; কতল; প্রাণনাশ; হনন; খুন। ২ অভীষ্ট সিদ্ধির জন্য ধরনা (মন্দিরে হত্যা দেওয়া)। হত্যাকাণ্ড (বিশেষ্য) হত্যার ঘটনা; খুনের ব্যাপার। হত্যাকারী(-রিন্) (বিশেষণ) ঘাতক; কাতিল; খুনি; হননকারী। হত্যাপরাধ (বিশেষ্য) প্রাণনাশের অপরাধ। {(তৎসম বা সংস্কৃত) √হন্+য(ক্যপ্)}
- Bengali Word হদ English definition ⇒ হদ্দ
- Bengali Word হদিস ১, হদীস ১, হদিশ English definition [হোদিস্] (বিশেষ্য) ১ সন্ধান; খোঁজ; খবর; তত্ত্ব (তিনি কিছু হদিশ দিবেন-মনোজ বসু)। ২ উপায়; পথ; দিশা; অনুসন্ধানের সূত্র। ৩ কূলকিনারা। ৪ নির্দেশ; খবর। {(আরবি) হাদিছ}
- Bengali Word হদিস ২ English definition ⇒ হাদিস
- Bengali Word হদ্দ, হদ English definition [হদ্দো, হদ্] (বিশেষ্য) সীমা; এলাকা; প্রান্ত; limit (হদের বাইরে যাওয়া ভালো নয়)। ২ শেষ পর্যন্ত। □ (বিশেষণ) ১ চূড়ান্ত; চরম; শেষ সীমা। ২ বড় জোর; মোট; অনধিক; সবশুদ্ধ (আবাদ হদ্দ ২০ (বিশ) বিঘা-দীনবন্ধু মিত্র)। ৩ হয়রান (চাকরানী আয়া হদ্দ হয়ে যায়-মোহাম্মদ ওয়াজেদ আলীলী)। হদ্দমুদ্দ (বিশেষ্য) ১ চেষ্টা বাকি না রাখা; চেষ্টার শেষ পর্যন্ত; যতদূর সম্ভব (বাঁশপাতা পোড়ানো আর গাঁজা পাতা পোড়ানোতে এমনকি তফাত যে দুনিয়ার লোক হদ্দমুদ্দ হয়ে জমায়েত হবে-সৈয়দ মুজতবা আলী)। □ (অব্যয়) খুব বেশি হলে; বড় জোর (হদ্দমুদ্দ পাঁচ টাকাই হবে)। হদ্দপাজি (বিশেষ্য) পাজির একশেষ। হদ্দশিকস্ত (বিশেষ্য) সীমানা লঙ্ঘন (শতকরা নব্বইটি মামলাই কিন্তু হদ্দসিকন্ত নিয়ে-সৈয়দ মুজতবা আলী)। {(আরবি) হদ্দ}
- Bengali Word হনন ১ English definition [হনোন্] (বিশেষ্য) হত্যা; কতল; বধ; ঘাতন। হননীয় (বিশেষণ) বধনযোগ্য। {(তৎসম বা সংস্কৃত) √হন্+অন(ল্যুট্)}
- Bengali Word হনন ২ English definition [হনোন্] (বিশেষ্য) অঙ্কশাস্ত্রে পূরণ; গুণন। {(তৎসম বা সংস্কৃত) √হস্+অন(ল্যুট্)}
- Bengali Word হনফী English definition ⇒ হানাফী
- Bengali Word হনহন English definition [হন্হন্] (অব্যয়) দ্রুত গমনের ভাববাচক শব্দ; ত্বরিত গতিতে গমনসূচক শব্দ (হনহন করে যাওয়া)। {ধ্বন্যাত্মক}
- Bengali Word হনিমুন, হানিমুন English definition [হোনিমুন্, হানিমুন্] (বিশেষ্য) মধুচন্দ্রিমা; বিবাহের প্রথম মাসে নবদম্পতির একত্রে প্রবাস উপভোগ (এতদিনে বেরুতে পাররে হানিমুনের খোয়ার থেকে-বুদ্ধদেব বসু)। {(ইংরেজি) honeymoon}
- Bengali Word হনু, হনূ English definition [হোনু] (বিশেষ্য) ১ গণ্ডস্থলের উপরিভাগ। ২ চোয়াল। ৩ চিবুক। ৪ (মধ্যযুগীয় বাংলা) হনুমান। হনুমান, হনূমান, মৎ, হনূমৎ (বিশেষ্য) ১ কালোমুখো এক প্রকার বড় বানর। ২ রামায়ণে বর্ণিত রামের অনুচর। {(তৎসম বা সংস্কৃত) √হন্+উ}
- Bengali Word হনে English definition ⇒ হন্তে
- Bengali Word হন্তদন্ত English definition [হন্তোদন্তো] (অব্যয়) ব্যস্তসমস্ত; অত্যন্ত ব্যস্ত ও ব্যাকুল (হন্তদন্ত হয়ে এক ভদ্রলোক এলেন-মনোজ বসু)। {ধ্বন্যাত্মক}
- Bengali Word হন্তব্য English definition [হন্তোব্বো] (বিশেষণ) হননীয়; বধ্য; হননযোগ্য। {(তৎসম বা সংস্কৃত) √হন্+তব্য}
- Bengali Word হন্তা(-ন্তৃ) English definition [হন্তা] (বিশেষণ) হত্যাকারী; ঘাতক; বধকারী। হন্ত্রী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। হন্তারক (বিশেষ্য) ১ বধকর্তা; হত্যাকারী; ঘাতক। ২ অন্তরায়; বাধা (হিতবুদ্ধি হন্তারক ক্ষণিকের এ আত্মবিস্মৃতি-সুধীন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) √হন্+তৃ(তৃচ্)}
- Bengali Word হন্তে, হনে, হতে (মধ্যযুগীয় বাংলা) English definition [হন্তে, হনে, হতে] (অসমাপিকা ক্রিয়া) ১ হতে; হইতে; থেকে (হাড় হন্তে নিম্মিয়া- সৈআ; সেই হনে প্রাণ মোর-সঞ্জয়)। ২ পঞ্চমী বিভক্তিবাচক অনুসর্গ। {(তৎসম বা সংস্কৃত) √ভূ>(বাংলা) √হ>}
- Bengali Word হন্দর English definition [হন্দোর্] (বিশেষ্য) ১ ১১ পাউন্ড বা প্রায় ৫৫ সের বা ৫০ কেজি ৮০২ গ্রাম পরিমাণ ওজনের একক। ২ তাস খেলায় গণনাবিশেষ। {(ইংরেজি) hundred- weight}