হ পৃষ্ঠা ৭
- Bengali Word হরিণ English definition [হোরিন্] (বিশেষ্য) বড় চোখবিশিষ্ট সরল বা শাখাপ্রশাখাযুক্ত শিংওয়ারা এক প্রকার গাঢ় বর্ণের সুদৃশ্য প্রাণী, যা খুব দ্রুত দৌড়ায় (হরিণের অন্য দুটি প্রজাতি মৃগ ও কুরঙ্গ)। হরিণী (স্ত্রীলিঙ্গ)। হরিণনয়ন, হরিণাক্ষ (বিশেষণ) হরিণের মতো সুন্দর চক্ষুযুক্ত। হরিণনয়না, হরিণাক্ষী (স্ত্রীলিঙ্গ)। হরিণবাড়ি (বিশেষ্য) ১ জেলখানা। ২ প্রাচীন কলকাতার বিখ্যাত জেলখানা। হরিণাঙ্ক (বিশেষ্য) চন্দ্র। {(তৎসম বা সংস্কৃত) √হৃ+ইন(ইনচ্)}
- Bengali Word হরিতকী English definition ⇒ হরীতকী
- Bengali Word হরিতাল, হত্তেল English definition [হোরিতাল্, হোত্তেল্] (বিশেষ্য) ১ পারদযুক্ত হলুদাভ ধাতব পদার্থ। ২ এক প্রকার হলুদ রঙের পাখি; হরিয়াল। {(তৎসম বা সংস্কৃত) হরিতাল,}
- Bengali Word হরিতালিকা, হরিতালী English definition [হোরিতালিকা, হোরিতালি] (বিশেষ্য) ১ ছায়াপথ। ২ ভাদ্রমাসের শুক্লা চতুর্থী। ৩ শুক্লা চতুর্থী। ৪ শ্বেত রেখা। {(তৎসম বা সংস্কৃত) হরিতাল+ঈ(ঙীষ্),+ক(কন্)+আ(টাপ্)}
- Bengali Word হরিতাশ্ম, হরিদশ্ব English definition ⇒ হরিৎ
- Bengali Word হরিদ্বার English definition [হোরিদ্দার্] (বিশেষ্য) হিমালয়ের পাদদেশে অবস্থিত ভারতের একটি নগর এবং হিন্দু তীর্থক্ষেত্র। {(তৎসম বা সংস্কৃত) হরি+দ্বার}
- Bengali Word হরিদ্রা English definition [হোরিদ্দ্রা] (বিশেষ্য) এক প্রকার হলুদ রঙের মসলা; হলুদ। হরিদ্রাঙ্গ (বিশেষ্য) হরিয়াল পাখি। {(তৎসম বা সংস্কৃত) হরি+√দ্র+অ(ক)}
- Bengali Word হরিদ্রাভ English definition [হোরিদ্দ্রাভো] (বিশেষণ) পীতবর্ণবিশিষ্ট; হলদে। {(তৎসম বা সংস্কৃত) হরিদ্রা+আভা; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word হরিনাম English definition [হোরিনাম্] (বিশেষ্য) ১ হিন্দু দেবতা বিষ্ণু বা হরির নাম। ২ হরিনাম জপ বা সংকীর্তন। হরিনাম করা (ক্রিয়া) হরির নাম জপ করা। হরিনামের ঝুলি (বিশেষ্য) যে ঝুলিতে হরিনামের মালা রক্ষিত হয়। হরিনামের মালা (বিশেষ্য) কৃষ্ণ ভক্তের জপমালা। হরিপ্রেম (বিশেষ্য) ঈশ্বরানুরাগ; বিষ্ণুপ্রীতি। {(তৎসম বা সংস্কৃত) হরি+নাম}
- Bengali Word হরিপ্রিয়া English definition [হোরিপ্প্রিয়া] (বিশেষ্য) ১ হিন্দুদেবী লক্ষ্মী। ২ তুলসী-পাতা বা গাছ। {(তৎসম বা সংস্কৃত) হরি+প্রিয়া}
- Bengali Word হরিবাসর English definition [হোরিবাশোর্] (বিশেষ্য) ১ হিন্দুমতে একাদশীর দিন। ২ (ব্যঙ্গার্থ) অনশন; উপবাস। {(তৎসম বা সংস্কৃত) হরি+বাসর}
- Bengali Word হরিবোল English definition [হোরিবোল্] (বিশেষ্য) ধর্মানুষ্ঠান এবং শববহন ও দাহ কার্যে হিন্দুদের সমবেত কন্ঠে উচ্চারিত ইষ্টনাম। {(তৎসম বা সংস্কৃত) হরি+ (বাংলা) বোল}
- Bengali Word হরিভক্তি English definition [হোরিভোক্তি] (বিশেষ্য) হরির প্রতি ভক্তি। হরিভক্ত (বিশেষণ) ১ হরির প্রতি ভক্তিমান। ২ বৈষ্ণব। {(তৎসম বা সংস্কৃত) হরি+ভক্তি}
- Bengali Word হরিমটর English definition [হোরিমটোর্] (বিশেষ্য) (ব্যঙ্গার্থ) অনশন; উপবাস। {(তৎসম বা সংস্কৃত) হরি+ (বাংলা) মটর}
- Bengali Word হরিশ্চন্দ্র English definition [হোরিশ্চন্দ্রো] (বিশেষ্য) সূর্যবংশীয় রাজা বিশ্বামিত্র মুনিকে সর্বস্ব দান করে রাজা ত্রিশঙ্কুর পুত্র রাজা হরিশ্চন্দ্র দানবীররূপে খ্যাত। {(তৎসম বা সংস্কৃত) হরি+চন্দ্র, ‘স’ (সুট্) আগম}
- Bengali Word হরিষ English definition ⇒ হর্ষ
- Bengali Word হরিসংকীর্তন English definition ⇒ হরি
- Bengali Word হরিসভা English definition [হোরিশভা] (বিশেষ্য) ১ হিন্দুদেবতা বিষ্ণুর মহিমা আলোচনার জন্য সভা। ২ হিন্দু ধর্মীয় আলোচনা-সভা। {(তৎসম বা সংস্কৃত) হরি+সভা}
- Bengali Word হরিহর English definition [হোরিহর্] (বিশেষ্য) ১ হিন্দুদেবতা বিষ্ণু ও শিব; হরি ও হর। ২ বিষ্ণুর ও শিবের অর্ধেক দেহের মিলিত মূর্তি। হরিতরাত্মা (বিশেষ্য) (আলঙ্কারিক) অচ্ছেদ্য বন্ধুত্ব; অভিন্নহৃদয় সখ্য। □ (বিশেষ্য) (বিশেষণ) একপ্রাণ; একদেহ। {(তৎসম বা সংস্কৃত) হরি+হর}
- Bengali Word হরিৎ, হরিত English definition [হোরিত্] (বিশেষ্য) সবুজ বর্ণ। □ (বিশেষণ) সবুজ বর্ণযুক্ত। হরিকত (বিশেষ্য) ১ হরিৎ বর্ণ তৃণপত্রাদি। ২ শাক। হরিতা (বিশেষ্য) ১ দুর্বা। ২ কপিল দ্রাক্ষা। হরিতাশ্ম (বিশেষ্য) ১ মরকত মণি। ২ তুঁতিয়া; তুঁতো। হরিদশ্ব (বিশেষ্য) হরিৎ অশ্ববাহিত রথারূঢ় সূর্য। হরিৎধান্য (বিশেষ্য) কাঁচা সবুজ ধান। {(তৎসম বা সংস্কৃত) √হৃ+ইৎ(ইতি), ইত(ইতচ্)}