হ পৃষ্ঠা ৮
- Bengali Word হরিয়াল, হড়িয়াল English definition [হোরিয়াল্, হোড়িয়াল্] (বিশেষ্য) এক প্রকার হলুদ বা সবুজ রঙের পাখি; ঘুঘুজাতীয় পাখি (স্তব্ধ কদমের ডালে ক্রান্ত হরিয়াল-আহসান হাবীব)। {(তৎসম বা সংস্কৃত) হরিতাল>}
- Bengali Word হরীতকী, হরিতকী, হত্তুকি, হত্তোকী English definition [হোরিতোকি, হোরিতাকি, হোত্তুকি, হোত্তুকি] (বিশেষ্য) ১ মুখ শুদ্ধি ও কবিরাজি ঔষধে ব্যবহৃত এক প্রকার পীতবর্ণ কষায় ফল। ২ হরীতকী ফলের গাছ। {(তৎসম বা সংস্কৃত) হরি(পীতবর্ণ)+ইত(প্রাপ্ত)+ক(কন্)+ঈ(ঙীষ্)}
- Bengali Word হরু (ব্রজবুলি) English definition [হোরু] (ক্রিয়া) হরণ করুক; হরণ করে (হরু ধনী-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) √হৃ>হর>}
- Bengali Word হরেক English definition [হরেক্] (বিশেষণ) বিবিধ; নানা (হরেক জনের হরেক কথা)। {ফ. হরেক+ (বাংলা) এক}
- Bengali Word হরেদরে English definition [হরেদরে] (ক্রিয়াবিশেষণ) ১ মোটামুটি; মোটের উপর। ২ গড়পড়তা; গড়ে। ৩ কমবেশি করে। ৪ লাভ লোকসান হিসাব করে। {(ফারসি) হর+দর}
- Bengali Word হর্তা English definition [হর্তা] (বিশেষণ) ১ হরণকর্তা। ২ চোর; অপহারক। ৩ গ্রহণকারী। ৪ সংহারক; বিনাশক (তুমি হর্তা শত্রুদলের-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। হর্তাকর্তা (বিশেষ্য) ১ সর্বময় কর্তা। ২ সংহার ও সৃষ্টির কর্তা। হর্তাকর্তা-বিধাতা (বিশেষ্য) ১ সৃষ্টি-স্থিতি-প্রলয় কর্তা। ২ নির্মাণ ব্যবস্থাপনা ও বিনাশের কর্তা। ৩ (আলঙ্কারিক) সর্বময়/সর্বোচ্চ ক্ষমতাবান ব্যক্তি। {(তৎসম বা সংস্কৃত) √হৃ+তৃ(তৃচ্)}
- Bengali Word হর্ম্য, হর্ম্ম্য English definition [হর্মো] (বিশেষ্য) প্রাসাদ; সৌধ; অট্টালিকা; সুন্দর অট্টালিকা (মনোহর হর্ম্যগুলি-কায়কোবাদ)। {(তৎসম বা সংস্কৃত) √হৃ+য+‘ম’(মুট্) আগম}
- Bengali Word হর্যক্ষ, হর্য্যক্ষ English definition [হর্জোক্খো] (বিশেষ্য) ১ সিংহ (অগ্নিময় চক্ষু যথা হর্যক্ষ-মাইকেল মধুসূদন দত্ত)। ২ কুবের। {(তৎসম বা সংস্কৃত) হরি(পিঙ্গলবর্ণ)+অক্ষি}
- Bengali Word হর্যশ্ব English definition [হর্জোশ্শো] (বিশেষ্য) ইন্দ্র। {(তৎসম বা সংস্কৃত) হরি(পিঙ্গলবর্ণ)+অশ্ব}
- Bengali Word হর্ষ, হরষ, হরিষ English definition [হর্শো, হরোশ্, হরিশ্] (বিশেষ্য) ১ আনন্দ; উল্লাস; পুলক। ২ উদ্গম; উদ্ভেদ; খাড়া হওয়া; শিহরণ (রোমহর্ষ)। হর্ষণ (বিশেষ্য) পুলক; হর্ষ; আনন্দ। □ (বিশেষণ) ১ আনন্দদায়ক। ২ শিহরে বা খাড়া করে তোলে এমন (রোমহর্ষণ)। হর্ষিত (বিশেষণ) ১ আমোদিত। ২ আনন্দিত; পুলকিত। ৩ তোষিত। হর্ষবর্ধন (বিশেষ্য) থানেশ্বরের প্রভাকর বর্ধনের পুত্র। □ (বিশেষণ) আনন্দবর্ধন। হর্ষোচ্ছ্বাস (বিশেষ্য) অতিশয় উৎফুল্লতা। {(তৎসম বা সংস্কৃত) হৃষ্+অ(ঘঞ্)}
- Bengali Word হল ১ English definition [হল্] (বিশেষ্য) জমি চাষ করার যন্ত্র; লাঙল। হলকর্ষণ, হলচালনা, হলচালন (বিশেষ্য) লাঙলের সাহায্যে জমি চাষ। হলদণ্ড (বিশেষ্য) লাঙলের ঈষ। হলধর, হলভৃৎ, হলী (বিশেষ্য) ১ লাঙলের চালক; কৃষক; চাষি। ২ বলরাম। হলগ্রা (বিশেষ্য) লাঙলের ফাল। হলায়ূধ (বিশেষ্য) হিন্দুপুরাণোক্ত বলরাম। হল্য (বিশেষণ) ১ লাঙল সম্বন্ধীয়। ২ কর্ষণযোগ্য। {(তৎসম বা সংস্কৃত) √হল্+অ(অচ্)}
- Bengali Word হল ২ English definition [হল্] (বিশেষ্য) ১ দ্রবীকরণ; রসানো। ২ সমাধান; মোচন। □ (বিশেষণ) সোনালি। হল করা (ক্রিয়া) সোনার পানিতে কলাই করা; গিলটি করা। হলকারী (বিশেষ্য) গিলটিকরণ। {(আরবি) হল}
- Bengali Word হল ৩ English definition [হল্] (বিশেষ্য) বড় ঘর; প্রশস্ত কামরা; ছাত্রাবাস। (শহীদুল্লাহ হল)। {(ইংরেজি) hall}
- Bengali Word হল, হস English definition [হল্, হশ্] (বিশেষ্য) ব্যঞ্জনবর্ণসমূহ; সমস্ত ব্যঞ্জনবর্ণকে বোঝাতে সাংকেতিক নামরূপে ব্যবহৃত। হলন্ত, হসন্ত (বিশেষণ) ১ ব্যঞ্জনবর্ণান্ত; ব্যঞ্জনবর্ণ শেষে আছে যে শব্দের। ২ হস্ (্) চিহ্নযুক্ত (কর্)। □ (বিশেষ্য) ব্যঞ্জনবর্ণ। {(তৎসম বা সংস্কৃত) হল্, হস্}
- Bengali Word হলক English definition ⇒ হলকা
- Bengali Word হলকা, হল্কা, হলক English definition [হল্কা, হল্কা, হলোক্] (বিশেষ্য) ১ দল; পালসমূহ; দঙ্গল (ষোড়শ হল্কা হাতী-ভারতচন্দ্র রায়গুণাকর)। ২ চক্র। ৩ অশ্বের গলদেশে যে চর্মনির্মিত বেড় পরানো হয়। ৪ উত্তপ্ত বায়ুস্রোত; উষ্ণ বায়ুপ্রবাহ (চারিদিকে আগুনের হলকা-হবীবুল্লাহ বাহার)। হলকাবন্দী (বিশেষ্য) চক্র বা দলরূপে গঠন। {(আরবি) হলকাহ}
- Bengali Word হলকুম English definition [হল্কুম্] (বিশেষ্য) ১ কন্ঠনালি (হলকুমে হানে তেগ ও কে বসে ছাতিতে-কাজী নজরুল ইসলাম; বিভ্রান্ত পুত্র অস্ত্র যদি হানে বৃদ্ধ পিতার হলকুমে-ফররুখ আহমদ)। ২ বাগ্যন্ত্র (কিন্তু কথা বলতে চাইলেই কি বলা যায়, তার জন্য হলকুমের ট্রেনিং দরকার-শওকত ওসমানকত ওসমান)। {(আরবি) হুলকূম্}
- Bengali Word হলদি, হলদী English definition [হোল্দি] (বিশেষ্য) হলুদ; হরিদ্রা। হলদি কোটা (বিশেষ্য) বিয়ের অনুষ্ঠানবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) হরিদ্রা> (প্রাকৃত) হলিদ্দা>}
- Bengali Word হলদে English definition ⇒ হলুদ
- Bengali Word হলন্ত English definition ⇒ হল