হ পৃষ্ঠা ২৩
- Bengali Word হাসিনী English definition [হাশিনি] (বিশেষণ) হাস্যময়ী; হাস্যকারিণী (মধুর হাসিনী)। হাসী(-সিন্)(বিরল)(বিশেষণ) পুরুষ হাস্যকারী। {(তৎসম বা সংস্কৃত) √হস্+ইন(ণিনি)+ঈ}
- Bengali Word হাসিল English definition [হাসিল্] (বিশেষ্য) ১ (নিন্দার্থে) বুদ্ধি ও কৌশলপূর্বক কার্য উদ্ধার। ২ আদায়; সিদ্ধি; সম্পাদন; অর্জন। ৩ উৎপন্ন দ্রব্য। ৪ কল্যাণ; মঙ্গল; ভালো। ৫ মালের উপর শুল্ক; গরু-ছাগলাদি কেনার জন্য ইজারাদারকে দেয় মাশুল (গরু কিনে বাজারে হাসিলের টাকা দিয়েছি)। ¨ (বিশেষণ) সিদ্ধ; পূর্ণ; লব্ধ; সম্পাদিত (মতলব তার হবে না হাসিল দিল্লীর পথ চেয়ে-আজহারুল ইসলাম; মতলব হাসিল করতে হবে-মনোজ বসু)। {(আরবি) হাসিল}
- Bengali Word হাসিয়াল, হাসিয়ালি, হাঁসিয়ালি English definition [হাশিয়াল্, হাসিয়ালি, হাঁসিয়ালি] (বিশেষ্য) হেঁশেল; রন্ধনশালা; রঁসুইঘর। হাসিয়াল ঘর (বিশেষ্য) রান্নাঘর; রাঁধুইঘর (হাসিয়ালী ঘরত সোন্দাইল-মানিক গাঙ্গুলী)। {(তৎসম বা সংস্কৃত) হান্ডীশাল>হাঁড়িশাল>}
- Bengali Word হাস্তী English definition [হাস্তি] (বিশেষ্য) অস্তিত্ব; সত্তা; স্থিতি (যিনি স্বীয় হাস্তী নষ্ট করিতে পারেন)। {(তৎসম বা সংস্কৃত) অস্তি?>}
- Bengali Word হাস্য English definition [হাশ্শো] (বিশেষ্য) হাসি; হাস। হাস্যকর, হাস্যজনক (বিশেষণ) ১ হাসির উদ্রেক করে এমন। ২ উপহাসের যোগ্য; উপহসনীয়। হাস্য কৌতুক, হাস্য পরিহাস (বিশেষ্য) ১ রসিকতা। ২ ব্যঙ্গ বিদ্রুপ; রঙ্গ-রসিকতা। হাস্যময় (বিশেষণ) সহাস্য; হাসিযুক্ত। হাস্যময়ী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। হাস্যরতি (বিশেষ্য) (বিশেষণ) হাসি এবং স্ফুর্তিতে চঞ্চলমতি (লাস্যগতি, হাস্যরতি সিন্ধু তুমি বন্দনীয়-সত্যেন্দ্রনাথ দত্ত)। হাস্যরসিক (বিশেষ্য) যে লেখক বা অভিনেতা হাস্যরস পরিবেশন করতে পারেন বা হাসাতে পারেন। ¨ (বিশেষণ) পরিহাসপটু; রসিকতায় দক্ষ। হাস্যালাপ (বিশেষ্য) হাসির কথায় পূর্ণ বাক্যালাপ; সরস কথাবার্তা বা কথোপকথন বা আলোচনা। হাস্যোদ্দীপক (বিশেষণ) ১ হাস্যরসের সৃষ্টি করে এমন। ২ উপহসনীয়। {স.√হস্+য(ণ্যৎ)}
- Bengali Word হাহা ১ English definition [হাহা] (অব্যয়) ১ শোক; দুঃখ; বিস্ময়সূচক শব্দ; রোদন ধ্বনি। ২ শূন্যতা প্রকাশ; খাঁ খাঁ। ৩ অট্টহাসির শব্দ। হাহাকার (বিশেষ্য) শোক বা আর্তনাদের ব্যাপক ও উচ্চ হা হা ধ্বনি। {ধ্বন্যাত্মক}
- Bengali Word হাহা ২ English definition [হাহা] (বিশেষ্য) হিন্দু পুরাণোক্ত গন্ধবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) হাহা}
- Bengali Word হাড় English definition [হাড়্] (বিশেষ্য) ১ অস্থি। ২ (আলঙ্কারিক) মর্ম; শরীরের অন্তরতম বা গভীরতম স্থান (হাড়ে হাড়ে টের পাওয়া)। হাড় কাটে তো মাস কাটে না-অত্যন্ত ভোঁতা অতচ ভারী অস্ত্র; ভারহেতু হাড় ভাঙে কিন্তু ধার না থাকায় মাংস কাটে না। হাড় কালি হওয়া, হাড় ভাজা হওয়া (ক্রিয়া) ১ অত্যন্ত দুঃখ- কষ্ট ভোগ করা। ২ অতিরিক্ত পরিশ্রমে নির্জীব হয়ে পড়া। হাড়কৃপণ, হাড়কিপটে (বিশেষণ) অতি কৃপণ-স্বভাব। হাড় গুঁড়া করা (ক্রিয়া) ভীষণভাবে প্রহার করা। হাড়গোড় (বিশেষ্য) অস্থিপঞ্জরাদি; অস্থি ও উপাস্থি প্রভৃতি। হাড় জিরজিরে (বিশেষণ) কঙ্কালসার। হাড় জুড়ানো (ক্রিয়া) স্বস্তি লাভ করা; শান্তি পাওয়া। হাড় জ্বালানো (ক্রিয়া) অতিশয় জ্বালাতন করা। □ (বিশেষণ) অত্যন্ত জ্বালাতন করে এমন। হাড়বজ্জাত (বিশেষণ) অতি দুষ্ট প্রকৃতির লোক (হাড়-বজ্জাত লড়াইবাজ)। হাড় ভাঙা (ক্রিয়া) খুব মার দেওয়া (পিটিয়ে হাড় ভাঙা); চোট পেয়ে বা দুর্ঘটনায় হাড্ডি ভেঙে যাওয়া। □ (বিশেষণ) অতিশয় শ্রমসাধ্য (হাড় ভাঙা খাটুনি)। হাড় ভাজা ভাজা হওয়া (ক্রিয়া) নির্যাতিত হওয়া। হাড় মাটি করা (ক্রিয়া) দেহপাত করা। হাড়মাস (বিশেষ্য) অস্থি ও মাংস (জাহাজে দিনের পরদিন রাতের পর রাত দুঃসহ গরমে হাড়মাস যেন আচার হয়ে গিয়েছিল-সৈয়দ মুজতবা আলী)। হাড়-মাস আলাদা করা (ক্রিয়া) নিদারূণ প্রহার করা। হাড়হদ্দ (বিশেষ্য) শরীরের গভীরতম অস্থিসীমা পর্যন্ত; আদ্যন্ত; নাড়ি-নক্ষত্র (সর্দারজী দেখলুম এদের হাড়হদ্দ সবকিছুই জানেন-সৈয়দ মুজতবা আলী)। হাড়হাবাতে (বিশেষণ) একেবারে নিঃস্ব; লক্ষ্মীছাড়া (ঐ যে হাড়হাবাতে ছোটলোকের ঘরের মেয়ে এনেছিলাম, সংসারটা শুদ্ধ উচ্ছন্ন দিলে-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। হাড়ে চটা (বিশেষণ) অত্যন্ত ক্রুদ্ধ; অতিশয় চটা ভাবাপন্ন। হাড়ে বাতাস লাগা (ক্রিয়া) স্বস্তিবোধ করা; বিশ্রাম ও শান্তি ভোগ করা (ওটাকে দূর করিতে পারিলেই আমার হাড়ে আমার হাড়ে বাতাস লাগে-রবীন্দ্রনাথ ঠাকুর)। হাড়ে দূর্বা গজানো (ক্রিয়া) দীর্ঘ বা বিফল প্রতীক্ষা করা। পাকা হাড়, পাকা হাড্ডি (বিশেষ্য) অভিজ্ঞ ব্যক্তি; কুলীন। {(তৎসম বা সংস্কৃত) হড্ড>}
- Bengali Word হাড়গিলা, হাড়গিলে English definition [হাড়গিলা, হাড়গিলে] (বিশেষ্য) শকুনজাতীয় মাংসাশী পাখি। {হাড়+গিলা} হাড়জিরজিরে, হাড়হদ্দ, হাড়হাবাতে ⇒ হাড়
- Bengali Word হাড়াই-ডোমাই English definition [হাড়াইডোমাই্] (বিশেষ্য) হাড়ি-ডোমের আচরণ; নীচতা; ইতরামো (তাই এমন হাড়াই-ডোমাই করছিলো-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {হাড়ি>+ডোম>}
- Bengali Word হাড়ি, হাড়ী English definition [হাড়ি] (বিশেষ্য) জাতিবিশেষ; অনুন্নত হিন্দু সম্প্রদায়বিশেষ। হাড়িনী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) হড্ডিক>}
- Bengali Word হাড়িকাঠ, হাড়িকাট, হাড়কাট English definition [হাড়িকাঠ্, হাড়িকাট্, হাড়্কাট্] (বিশেষ্য) একপ্রকার কাষ্ঠনির্মিত ফাঁদ যাতে পশু বলি দেওয়া হয়; যূপকাষ্ঠ (দ্বেষক ছাগলকে হাড়িকাঠে ফেলিয়া-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। ২ পা আটকে রাখার জন্য বেড়িজাতীয় কাষ্ঠবিশেষ। হাড়িকাঠে মাথা বা গলা দেওয়া (ক্রিয়া) ইচ্ছাকৃতভাবে মৃত্যুবরণ করা; নিশ্চিত ও গুরুতর বিপদ বরণ করা। (হাড়িকাঠে গলা দিবে-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়)। {ঘাড়কাট>}
- Bengali Word হাড়িপা, হাড়িফা, হাডিপা (মধ্যযুগীয় বাংলা) English definition [হাড়িপা, হাড়িফা, হাডিপা] (বিশেষ্য) হাড়ীজাতীয় যোগী পুরুষ (হাড়িপা কানূপা বন্দিলাম জ্ঞানবিন্দ-গোবিন্দদাস)। {(তৎসম বা সংস্কৃত) হড্ডি+পাদ>}
- Bengali Word হাড়িয়া (মধ্যযুগীয় বাংলা) English definition [হাড়িয়া] (বিশেষণ) ঈশান। হাড়িয়া কোণ (বিশেষ্য) ঈশান কোণ; উত্তর ও পূর্বদিকের মধ্যবর্তী কোণ (হাড়িয়া কোণে যেন দেওয়া গর্জিল-মানিক রাজার গান)। {হর(শিব)+ইয়া>}
- Bengali Word হায় English definition [হায়্] (অব্যয়) খেদ অনুতাপ শোক দুঃখ নৈরাশ্য ইত্যাদিব্যঞ্জক শব্দ; হা। { (তুলনীয়) (তৎসম বা সংস্কৃত) হা; ধ্বন্যাত্মকা}
- Bengali Word হায়ওয়ান English definition [হায়্ওয়ান্] (বিশেষ্য) প্রাণী; পশু; জানোয়ার (হয়ে লাঞ্জিত বারম্বার হায়ওয়ান সাথে মিলাল হাত-কাজী নজরুল ইসলাম)।
- Bengali Word হায়ওয়ানিয়ত, হায়ওয়ানাত English definition (বিরল) (বিশেষ্য) পাশবিকতা; পশুর কাজ (মানুষ হয়ে হায়ওয়ানাত করেছ বরণ-আহসান হাবীব)। {(আরবি) হায়রান ((ফারসি) অর্থ জানোয়ার)}
- Bengali Word হায়দর English definition [হায়্দর্] (বিশেষ্য) ১ সিংহ।২ হজরত আলি (রা.)-এর উপাধি। হায়দরি হাঁক, হায়দরী হাঁক (বিশেষ্য) মহাবীর হজরত আলির রণহুঙ্কার (তোমার হায়দরি হাঁক শোনাও আবার)। {(আরবি) হায়দর}
- Bengali Word হায়ন English definition [হায়োন্] (বিশেষ্য) ১ বছর (হায়নের অগ্র অগ্রহায়ণ জানিয়া-ভারতচন্দ্র রায়গুণাকর)।২ অব্দ; সাল; সন। {(তৎসম বা সংস্কৃত) √হা+অন(ল্যুট্)}
- Bengali Word হায়রান English definition ⇒ হয়রান