হ পৃষ্ঠা ৩৫
- Bengali Word হেত্বাভাস English definition [হেত্তাভাশ্] (বিশেষ্য) ন্যায়ের (শাস্ত্রে) ফাঁকি; হেতু দোষ; কুতর্ক; দুষ্ট বা বাজে যুক্তি; আপাত-দৃষ্টিতে সঠিক প্রতীয়মান হলেও প্রকৃতপক্ষে ভুল এমন যুক্তি; fallacy (তাদের অন্তর বাহিরের মধ্যে যখন হেত্বাভাসটুকুও...-সুধীন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) হেতু+আভাস; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word হেথা, হেথায় English definition [হেথা, হেথায়] (ক্রিয়াবিশেষণ) এ স্থানে; এ জায়গায়; এখানে (হেথা নয়, হেথা নয়, অন্য কোথা, অন্য কোনখানে-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) অত্র>}
- Bengali Word হেদাতি, হিদায়তী English definition [হেদাতি, হেদায়োতি] (বিশেষ্য) ১ হিদায়ত বা সৎপথ অবলম্বনকারী (যারা প্রকাশ্যে হেদাতি; অন্দরে বেদাতী গোপনে বজ্জাতি তাদের অসাধ্য কিছু নেই-মীর মশাররফ হোসেন)। {(আরবি) হিদায়াত}
- Bengali Word হেদানো, হ্যাদানো, হেদনো English definition [হেদানো, হ্যাদানো, হেদোনো] (ক্রিয়া) প্রিয়জনের বিরহে ব্যাকুল বা উৎকণ্ঠিত হওয়া; কোনো ব্যক্তি বা বস্তুর জন্য ব্যাকুলতা বা খেদ প্রকাশ করা (খুকী পর্যন্ত কেমন হেদিয়ে গিয়েছিল-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) খেদ>}
- Bengali Word হেদায়েত English definition ⇒ হিদায়েত
- Bengali Word হেদুয়া English definition ⇒ হেদো
- Bengali Word হেদে, হ্যাদে English definition [হ্যাদে] (অব্যয়) সম্বোধনসূচক শব্দ হ্যালো; ওহে; ওগো; ওলো (হেদে হে নিলাজ বন্ধু লাজ নাহি বাস-বৈষ্ণবপদ)। {ধ্বন্যাত্মক}
- Bengali Word হেদো, হেদুয়া English definition [হেদো, হেদুয়া] (বিশেষ্য) ১ পুকুর; পুষ্করিণী। ২ হ্রদ। ৩ কলকাতার একটি বিখ্যাত পুকুর। {(তৎসম বা সংস্কৃত) হ্রদ+ (বাংলা) উয়া>}
- Bengali Word হেন English definition [হেনো/হ্যান] (বিশেষণ) ১ (পদ্যে ব্যবহৃত) এমন; এরূপ। ২ এর তুল্য; অনুরূপ। {(তৎসম বা সংস্কৃত) ইদম্>এতৎ(৩য়া বিভক্তির রূপ)>এন>}
- Bengali Word হেনস্তা, হেনস্থা, হেনেস্তা, হেনেস্থা English definition [হ্যানোস্তা, হ্যানোস্থা, হেনেস্তা, হেনেস্থা] (বিশেষ্য) ১ অবজ্ঞা; অপমান; অবহেলা (অবহেলা হেনস্তা সেইতে হয়নি-কাজী নজরুল ইসলাম; মেয়েদের ইজ্জতও তেমনি; নিজে যদি রাখি তবে কার সাধ্য হেনস্তা করে-সরদার জয়েনউদ্দীন)। ২ দুর্দশা; দুরবস্থা; নাকাল অবস্থা (অতিথির হেনস্তা হতে দেবে না-মনোজ বসু)। {(তৎসম বা সংস্কৃত) হীনাবস্থা>}
- Bengali Word হেনা English definition [হেনা] (বিশেষ্য) ১ মেহেদি (হেনা-মাহমুদা খাতুন সিদ্দিকা হাত-কাজী নজরুল ইসলাম)। ২ মেহেদি গাছ। {(আরবি) হিনা}
- Bengali Word হেনেস্তা, হেনেস্থা English definition ⇒ হেনস্তা
- Bengali Word হেপা, হ্যাপা English definition [হ্যাপা] (বিশেষ্য) ১ হুজুক; হিড়িক (নারদ তুই এই হেপায় ঘর ভর্তি কর-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ২ ঝক্কি; ঝুঁকি; তাল (কারবারের হেপায় আণ্ডিল হইয়া গেল-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। ৩ ঝঞ্ঝাট। ৪ বেগ; ঠেলা; টান (হ্যাপা সামলাবে কে?)। {ধ্বন্যাত্মক}
- Bengali Word হেপাজত, হেফাজত, হিফাজত English definition [হেপাজত্, হেফাজত্, হিফাজত্] (বিশেষ্য) রক্ষণাবেক্ষণ; জিম্মাদারি; তত্ত্বাবধান; দায়িত্ব; পরিচর্যা (সেই থানার হেফাজতে থাকা অবস্থায় আমার আগমন-সংবাদ পেলেন-ইব্রাহীম খাঁ, প্রিন্সিপাল)। {(আরবি) হিফাজত}
- Bengali Word হেফজ English definition [হেফ্জো] (বিশেষ্য) ১ মুখস্থ; কণ্ঠস্থ (আইনের কেতাবগুলি কোরানের মত হেফজ করেছেন-মোঃ ওয়ালিউল্লাহ)। ২ রক্ষণ। {(আরবি) হিফজ}
- Bengali Word হেবা English definition ⇒ হিবা
- Bengali Word হেব্ভই (প্রাচীন বাংলা) English definition [হেব্ভোই] (ক্রিয়া) দেখে; অনুভব করে (জোই ভুসুকু হেব্ভই অন্ধ কারা-চর্যাপদ)। {ভাবা>}
- Bengali Word হেম English definition [হেম্] (বিশেষ্য) সোনা; সুবর্ণ; স্বর্ণ। হেমকূট, হেমাদ্রি (বিশেষ্য) সুমেরু পর্বত। হেমচন্দ্র (বিশেষ্য) সোনার চাঁদ। হেমঝারি (বিশেষ্য) স্বর্ণঘট (স্নান সারি ভরি লয়ে হেমঝারি অশথবটের বাটে-সত্যেন্দ্রনাথ দত্ত)। হেমপুষ্প (বিশেষ্য) ১ চম্পক পুষ্প। ২ অশোক ফুল। হেমমুকুলিকা (বিশেষ্য) স্বর্ণনির্মিত পুস্পকলিকা (শ্রবণ উপর দেশে হেম মুকুলিকা ভাসে-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। হেমলতা (বিশেষ্য) স্বর্ণলতা। হেমহার (বিশেষ্য) সুবর্ণময় কণ্ঠভূষণ (হেমহার ফেলি শৃঙ্খল পরো-সত্যেন্দ্রনাথ দত্ত)। হেমা (বিশেষ্য) সুন্দরী নারী; অপ্সরাবিশেষ। হেমাঙ্গ (বিশেষণ) স্বর্ণময় দেহযুক্ত। □ (বিশেষ্য) হিন্দুদেবতা ব্রহ্মা। হেমাঙ্গী (স্ত্রীলিঙ্গ)। হেমাঙ্গিনী (স্ত্রীলিঙ্গ)সুন্দরী রমণী (হেমাঙ্গিনী সঙ্গিনী দল সাথে-মাইকেল মধুসূদন দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) √হি+মন্(মনিন্)}
- Bengali Word হেমন্ত English definition [হেমন্তো] (বিশেষ্য) ১ ঋতুবিশেষ; কার্তিক ও অগ্রহায়ণ মাস; শীতের পূর্ববর্তী এবং শরতের পরবর্তী ঋতু। ২ হিমালয় পর্বত (দক্ষ গৃহ ছাড়ি হেমন্তেরই বাড়ী জনমিলা সতী আসি-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(তৎসম বা সংস্কৃত) হিমবন্ত>}
- Bengali Word হেমলক English definition [হেম্লক্] (বিশেষ্য) হেমলক নামক বিষবৃক্ষ এবং এই গাছ থেকে উৎপন্ন বিষ, যা প্রয়োগ করে বিখ্যাত দার্শনিক সক্রেটিসের মৃত্যু বিধান করা হয়। {(ইংরেজি) hemlock}