হ পৃষ্ঠা ৩৭
- Bengali Word হোমরা-চোমরা English definition [হোম্ড়াচোম্ড়া] (বিশেষণ) ১ সম্ভ্রান্ত ও প্রভাবসম্পন্ন; প্রতিপত্তিযুক্ত; প্রচুর ক্ষমতাবিশিষ্ট। ২ উচ্চপদস্থ ব্যক্তি (হোমরা চোমরাদের কাছে এগোনো যায় না)। { (তুলনীয়) আমীর উমরা}
- Bengali Word হেয় English definition [হেয়ো] (বিশেষণ) ১ তুচ্ছ; নীচ। ২ ত্যাজ্য; ত্যাগের যোগ্য। ৩ ঘৃণার্হ; ঘৃণ্য। {(তৎসম বা সংস্কৃত) √হা+য(যৎ)}
- Bengali Word হৈচৈ, হইচই, হৈহৈ, হইহই English definition [হোইচোই, হইচই, হইহোই, হইহই] (বিশেষ্য) গোলমাল; চিৎকার। {ধ্বন্যাত্মক}
- Bengali Word হৈতে English definition ⇒ হইতে
- Bengali Word হৈম ১ English definition [হোইমো] (বিশেষণ) ১ স্বর্ণময়; স্বর্ণনির্মিত। ২ স্বর্ণবর্ণ; সোনালি (দুই বিন্দু প্রেমঅশ্রু মুক্তার মত হিরণের হৈম গণ্ডে-কায়কোবাদ)। ৩ স্বর্ণসংক্রান্ত। {(তৎসম বা সংস্কৃত) হেমন্+অ(অণ্)}
- Bengali Word হৈম ২ English definition [হোইমো] (বিশেষণ) হিমসম্বন্ধীয়। {(তৎসম বা সংস্কৃত) হিম+অ(অণ্)}
- Bengali Word হৈমন্ত English definition [হোইমোন্তো] (বিশেষ্য) হেমন্ত ঋতু। □ (বিশেষণ) ১ হেমন্তকালীন; হেমন্ত কালের। ২ হেমন্ত সংক্রান্ত। ৩ হেমন্তকালে উৎপন্ন। {(তৎসম বা সংস্কৃত) হেমন্ত+অ(অণ্)}
- Bengali Word হৈমবত English definition [হোইমোবতো] (বিশেষ্য) ১ ভারতবর্ষ। □ (বিশেষণ) হিমালয় সংক্রান্ত। হৈমবতী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)হিন্দু দেবীবিশেষ; পার্বতী; দুর্গা। □ (বিশেষ্য) গঙ্গা। ২ হরীতকী। {(তৎসম বা সংস্কৃত) হিমবৎ+অ(অণ্)}
- Bengali Word হৈমান্তিক English definition [হোইমোন্তিক্] (বিশেষ্য) যে শস্য হেমন্তকালে উৎপন্ন হয়; আমন ধান। □ (বিশেষণ) ১ হেমন্তকালীন (সৃষ্টির হৃদয়ে হৈমন্তিক স্পন্দনের পথের ফসল-জীবনানন্দ দাশ)। ২ হেমন্তকালে জাত। ৩ হেমন্ত সংক্রান্ত বা সম্পর্কীয়। {(তৎসম বা সংস্কৃত) হেমন্ত+ইক(ঠঞ্)}
- Bengali Word হৈহৈ English definition ⇒ হৈচৈ
- Bengali Word হৈহয় English definition [হোইহয়্] (বিশেষ্য) ১ প্রাচীন দেশ। ২ একটি প্রাচীন জাতি। {(তৎসম বা সংস্কৃত) হৈহয়/হরিহয়}
- Bengali Word হৈয়ঙ্গবীন English definition [হোইয়ঙ্গোবিন্] (বিশেষ্য) ১ পূর্বদিনে দোহন করা দুগ্ধজাত ঘৃত। ২ সদ্যোজাত ঘৃত। {(তৎসম বা সংস্কৃত) হ্যোগোদোহ+ঈন(খঞ্), নিপাতনে}
- Bengali Word হো হো English definition [হোহো] (অব্যয়) অট্টহাসির শব্দ। {ধ্বন্যাত্মক}
- Bengali Word হোঁচট, হুঁচট, হুঁচোট English definition [হোঁচোট্, হুঁচট, হুঁচোট] (বিশেষ্য) চলমান অবস্থায় কোনো বস্তুর সঙ্গে অলক্ষিতে হঠাৎ পায়ের বা পায়ের আঙ্গুলের সংঘর্ষ বা চোট। ⇒ উঁচট। {(তৎসম বা সংস্কৃত) উচ্চোট>}
- Bengali Word হোঁতকা, হোঁৎকা English definition [হোঁত্কা] (বিশেষণ) ১ মোটা; স্থূল (রাঙা চোখগুলো হোঁৎকা লোকটার প্রতি...অনুরক্ত-সৈয়দ মুজতবা আলী)। ২ স্থূলবুদ্ধি; মোটাবুদ্ধি; বোকা। ৩ গোঁয়ার। {(তৎসম বা সংস্কৃত) হন্তা}
- Bengali Word হোঁদল English definition [হোঁদোল্] (বিশেষণ) ভুঁড়িওয়ালা; ভুঁড়িযুক্ত; স্থূলোদর; নাদাপেটা। হোঁদল কুতকুত, হোঁদল কুৎকুৎ (বিশেষ্য) ঘোর কৃষ্ণবর্ণ কুৎসিত স্থূলোদর প্রাণী বা ব্যক্তি। {(তুলনীয়) (হিন্দি) তোঁদৈল}
- Bengali Word হোঁদড় English definition [হোঁদোড়্] (বিশেষ্য) হিংস্র পশুবিশেষ; গো-বাঘা; হায়েনা।
- Bengali Word হোই (প্রাচীন বাংলা) English definition [হোই] (ক্রিয়া) হয় (অজরামর হোই-চর্যাপদ)। {(তৎসম বা সংস্কৃত) ভবতি>}
- Bengali Word হোইঅ English definition (প্রাচীন বাংলা), হোহিসি, (প্রবা.), হোহী (প্রবা.), হোহু (প্রাচীন বাংলা) [হোইঅ, হোহিসি, হোহি] (ক্রিয়া) হও (হোহিসি একুমণা, মা হোহী, হোহু ভান্তো-চর্যাপদ)। {(তৎসম বা সংস্কৃত) ভব>}
- Bengali Word হোউ, হউ (প্রবা.) English definition [হোউ] (সর্বনাম) আমি (হউ পণ্ডিঅ-চর্যাপদ)।