হ পৃষ্ঠা ৩৪
- Bengali Word হেঁসে English definition ⇒ হাঁসিয়া২
- Bengali Word হেঁসে ২, হেঁসো, হাঁসিয়া English definition [হেঁশে, হেঁশো, হাঁশিয়া] (বিশেষ্য) ১ কণ্ঠের এক প্রকার হার; হাঁসুলি। ২ কাস্তের ন্যায় এক প্রকার অস্ত্র; হাঁসিয়া। {(তৎসম বা সংস্কৃত) হংস>}
- Bengali Word হেঁড়াল, হেঁড়েল ১ English definition [হেঁড়াল্, হেঁড়েল্] (বিশেষ্য) ঘড়িয়াল; কুমির জাতীয় জলজন্তু (সেখানে শেয়াল ভালুক হেঁড়েল এরাই যেতে পারে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {(হিন্দি) ঘড়িয়াল>}
- Bengali Word হেঁড়ে, হেঁড়েল ২ English definition [হেঁড়ে, হেঁড়েল্] (বিশেষণ) ১ হাঁড়ির মতো চেহারাযুক্ত; হাঁড়ির মতো বড় (নিন্দার্থে হেঁড়ে মুখ)। ২ উচ্চশব্দযুক্ত; মোটা ও কর্কশ (হেঁড়ে গলা)। ৩ অত্যন্ত গম্ভীর। {(তৎসম বা সংস্কৃত) হাণ্ডী> (বাংলা) হাঁড়ি+ইয়া=হাঁড়িয়া>হেঁড়ে; হাঁড়ি + আল= হাঁড়িয়াল>হেঁড়েল}
- Bengali Word হেঁড়েল English definition ⇒ হেঁড়াল ও হেঁড়ে
- Bengali Word হেঁয়ালি, হিঁয়ালি English definition [হেঁয়ালি, হিঁয়ালি] (বিশেষ্য) প্রহেলিকা; ধাঁধা; দুরূহ সমস্যা; বুদ্ধিবিভ্রমকারী প্রশ্ন (তুমি বড় হেঁয়ালি সৃষ্টি করে কথা বল)। {(তৎসম বা সংস্কৃত) প্রহেলিকা>}
- Bengali Word হেকমত English definition ⇒ হিকমত
- Bengali Word হেকারত, হিকারত English definition [হেকারত্, হিকারত্] (বিশেষ্য) অবজ্ঞা; তাচ্ছিল্য; ঘৃণা (আমাদের দিকে অবজ্ঞার হেকারতের দৃষ্টিতে দেখেছেন-কাজী নজরুল ইসলাম)। {(আরবি) হিকারাত}
- Bengali Word হেকিম English definition ⇒ হাকিম
- Bengali Word হেঙ্গল English definition [হেঙ্গল্] (বিশেষ্য) কুকুর। হেঙ্গলী (স্ত্রীলিঙ্গ)। {হেংলা>}
- Bengali Word হেঙ্গাম, হেঙ্গামা English definition ⇒ হাঙ্গামা
- Bengali Word হেট ১ English definition [হেট্] (অব্যয়) গরু প্রভৃতি চালানোর শব্দ। হেট হেট (অব্যয়) গরু প্রভৃতি চালানোর সময় দ্রুত চলার জন্য সংকেত বাচক শব্দ। {ধ্বন্যাত্মক}
- Bengali Word হেট ২ English definition ⇒ হেঁট
- Bengali Word হেড English definition [হেড্] (বিশেষ্য) ১ মাথা; মস্তিষ্ক; বুদ্ধি (বেহেড; হেড অফিসে গোলমাল)। ২ মেধা। □ (বিশেষণ) প্রধান (হেড পণ্ডিত)। হেডবাবু (বিশেষ্য) অফিসের প্রধান কেরানি; বড়বাবু। হেড মাস্টার (বিশেষ্য) বিদ্যালয়ের প্রধান শিক্ষক। হেডলাইন (বিশেষ্য) হাতের তালুর প্রধান রেখা; বুদ্ধির রেখা। ২ মোটা হরফে যা মুদ্রিত হয়; শিরোনামা (পত্রিকার হেডলাইন)। {(ইংরেজি) head}
- Bengali Word হেডিং English definition [হেডিঙ্] (বিশেষ্য) শিরোনাম; শিরোলিপি (কিন্তু ইহার একটি হেডিং আছে-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(ইংরেজি) heading}
- Bengali Word হেতা (মধ্যযুগীয় বাংলা) English definition ⇒ হেথা
- Bengali Word হেতার (মধ্যযুগীয় বাংলা) English definition [হেতার্] (বিশেষ্য) হাতিয়ার; যুদ্ধের অস্ত্র (কোন দেব....দিয়াছে হেতার-ঘনরাম চক্রবর্তী)। {(হিন্দি) হাথিয়ার}
- Bengali Word হেতাল, হেঁতাল (মধ্যযুগীয় বাংলা) English definition [হিতাল্, হেঁতাল্] (বিশেষ্য) হিন্তাল বা হেঁতাল গাছ। হেতাল বাড়ি (বিশেষ্য) হিন্তাল বৃক্ষের লাঠি (হেতাল বাড়ি কাছে করি চলে সদাগর-বিজয় গুপ্ত)। {(তৎসম বা সংস্কৃত) হিন্তাল>}
- Bengali Word হেতু English definition [হেতু] (বিশেষ্য) ১ যুক্তি; argument। ২ কারণ; reason; নিমিত্ত; মূল। ৩ প্রয়োজন; দরকার। ৪ উদ্দেশ্য; অভিপ্রায়। হেতুক (বিশেষণ) হেতু সম্পর্কীয়। □ (বিশেষ্য) কারণ। হেতুবাদ (বিশেষ্য) যুক্তিতর্ক; যুক্তিবাদ; হেতু উল্লেখকরণ (বহিঃপ্রকৃতি কোনদিন কাল্পনিক হেতুবাদের তোয়াক্কা রাখে না-সুধীন্দ্রনাথ দত্ত)। হেতুবাদী যুক্তিবাদী। হেতুশাস্ত্র (বিশেষ্য) তর্কশাস্ত্র; logic। {(তৎসম বা সংস্কৃত) √হি+তু}
- Bengali Word হেতের English definition ⇒ হাতিয়ার