হ পৃষ্ঠা ৩৮
- Bengali Word হোক, হউক English definition [হোক্, হউক্] (ক্রিয়া) হওয়া অর্থে আদেশ বা অনুরোধ জ্ঞাপক ক্রিয়াপদ (তোমার যাওয়া হোক, যা হয় হোক)। হোকগে (অব্যয়) (অবজ্ঞা, বিরক্তি বা উপেক্ষায় উচ্চারিত) যা হয় হোক (দুর হোক গে ছাই বলে সে গভীর বিরক্তি প্রকাশ করলো)। {(তৎসম বা সংস্কৃত) √ভূ>√হ>}
- Bengali Word হোগলা, হোগল English definition [হোগ্লা, হোগোল্] (বিশেষ্য) ১ জলাভূমিতে জাত লম্বাকৃতি তৃণবিশেষ। ২ হোগলা দিয়ে প্রস্তুত মাদুর। {(তৎসম বা সংস্কৃত) গুন্দ্রমুলা>?}
- Bengali Word হোজরা English definition [হোজ্রা] (বিশেষ্য) ১ কামরা; কুঠুরি; প্রকোষ্ঠ (হোসেন মাননীয়া বিবি সালেমার হোজরা সমীপে গমন করিলেন-মীর মশাররফ হোসেন)। {(আরবি) হিজরাহ্}
- Bengali Word হোটেল English definition [হোটেল্] (বিশেষ্য) ১ মুল্য দিয়ে ভোজন এবং/অথবা বাসের ব্যবস্থা করা যায় যে গৃহে। ২ পান্থশালা। (তুলনীয়) মোটেল। হোটেলওয়ালা (বিশেষ্য) হোটেলের মালিক বা পরিচালক। {(ইংরেজি) hotel}
- Bengali Word হোতা English definition [হোতা] (বিশেষ্য) ১ যজ্ঞকারী পুরোহিত; হোমকারী; যজমান। □ (বিশেষণ) হোম বা যজ্ঞ করে এমন; যজ্ঞকর্তা। হোত্রী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) √হু+তৃ(তৃচ্)}
- Bengali Word হোত্র English definition [হোত্ত্রো] (বিশেষ্য) হোম; যজ্ঞ। হোত্রী (বিশেষ্য) যজ্ঞকর্তা; যাজ্ঞিক; হোমকারী (বহে হবির্বহ হোত্রী মহামন্ত্র জপি-মাইকেল মধুসূদন দত্ত)। হোত্রীয় (বিশেষ্য) ১ হব্য রাখার গৃহ। □ (বিশেষণ) ১ হোম সংক্রান্ত। ২ হোতৃ সম্পর্কিত। {(তৎসম বা সংস্কৃত) √হু+ত্র(ত্রন্)}
- Bengali Word হোথা, হোথায় (পদ্যে ব্যবহৃত) English definition [হোথা, হোথায়] (ক্রিয়া) (বিশেষণ) (পদ্যে ব্যবহৃত) ঐ স্থানে; ঐ জায়গায়; ওখানে; সেখানে। {তথা>}
- Bengali Word হোবল English definition [হোবোল্] (বিশেষ্য) প্রাক-ইসলামি যুগের আরব দেশের দেবতারূপে পূজিত ও কাবাগৃহে প্রতিষ্ঠিত মুর্তিসমূহের অন্যতম (রোয়ে ওজ্জা হোবল ইবলিস খারেজিন কাঁপে জীন-কাজী নজরুল ইসলাম)। {(আরবি) হুবল}
- Bengali Word হোম ১ English definition [হোম্] (বিশেষ্য) যজ্ঞাগ্নিতে ঘৃতাহুতি (বামুনরা অগ্নিকুণ্ডের চারিদিকে বসে হোম কচ্চেন-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। হোমকুণ্ড (বিশেষ্য) যজ্ঞাগ্নি জ্বালানোর জন্য যে গর্ত খোঁড়া হয়; যে কুণ্ডে অগ্নি জ্বলে। হোমধান্য (বিশেষ্য) তিল। হোমধেনু (বিশেষ্য) যে গাভীর দুগ্ধে হোমের জন্য প্রয়োজনীয় ঘৃত প্রস্তুত হয়।হোমাগ্নি, হোমনল (বিশেষ্য) যজ্ঞের অগ্নি বা আগুন। {(তৎসম বা সংস্কৃত) √হু+ম(মন্)}
- Bengali Word হোম ২ English definition [হোম্] (বিশেষ্য) বাড়ি; বাসস্থান; দেশ (ইংরেজরা হোমে যেতেন)। {(ইংরেজি) home}
- Bengali Word হোমিওপ্যাথি English definition [হোমিয়োপ্যাথি] (বিশেষ্য) স্যামুয়েল হ্যানিম্যান (১৭৫৫-১৮৪৩) প্রবর্তিত রোগ সৃষ্টিকর বস্তুর সূক্ষ্মাংশ প্রয়োগে ঐরূপ রোগের চিকিৎসা প্রণালি, সদৃশ বিধান (গাঁয়ের রশিদ মাস্টার হোমিওপ্যাথি দাওয়াই জানে-শওকত ওসমানকত ওসমান)। হোমিওপ্যাথিক (বিশেষণ) হোমিওপ্যাথি চিকিৎসা সংক্রান্ত (হোমিওপ্যাথিক ডাক্তারের ডিসপেন্সারী-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। {(ইংরেজি) homeopathy}
- Bengali Word হোর (মধ্যযুগীয় বাংলা) English definition [হোর্] (অব্যয়) আরও (হোর দেখ নবনব গৌরাঙ্গ মাধুরী-পদকল্পতরু)। { (তুলনীয়) (হিন্দি) ঔর(আউর্)}
- Bengali Word হোরা English definition [হোরা] (বিশেষ্য) ১ রাশিচক্রাদি গণনাসম্বন্ধীয় শাস্ত্র বিশেষ; জ্যোতিষ বিষয়ক শাস্ত্র। ২ আড়াই দণ্ড পরিমিত কাল; একঘন্টা। ৩ (জ্যোশা) রাশি পরিমাণের অর্ধাংশ সময়। {(তৎসম বা সংস্কৃত) হোরা; মূলে গ্রিক থেকে সংস্কৃতে গৃহীত; (তুলনীয়) (ইংরেজি) hour}
- Bengali Word হোরি English definition ⇒ হোলি
- Bengali Word হোল (অশিষ্ট) English definition [হোল্] (বিশেষ্য) (অশিষ্ট) অণ্ডকোষ; শুক্রথলি। {(আরবি) হরল}
- Bengali Word হোলা ১, হুলা English definition [হোলা] (বিশেষণ) অণ্ডকোষবিশিষ্ট; মর্দা (হুলা বিড়াল)। {(আরবি) হারল}
- Bengali Word হোলা ২ English definition [হোলা] (বিশেষ্য) বিস্তৃত মুখবিশিষ্ট মাটির গোল পাত্র; কোলা (পান্ত খাবার হোল-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। {(হিন্দি) হোলসা}
- Bengali Word হোলি, হোলী, হোরি English definition [হোলি, হোলী, হোরি] (বিশেষ্য) বসন্ত-উৎসব; দোলযাত্রা (সেই হোলি খেলার গানটা মনে পড়েছে-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) হোলিকা>}
- Bengali Word হোল্ডল English definition [হোল্ডল্] (বিশেষ্য) বিছানা সুন্দরভাবে বাঁধার জন্য চামড়া ও শক্ত কাপড়ের তৈরি আধারবিশেষ (তখন আর এক রত্তি শক্তি নেই যে বিছানা গুটিয়ে হোল্ডল বন্ধ করি-সৈয়দ মুজতবা আলী)। {(ইংরেজি) holdall}
- Bengali Word হোশ English definition ⇒ হুঁশ