হ পৃষ্ঠা ৩৩
- Bengali Word হৃদিমন্দির English definition [হৃদিমোন্দির্] (বিশেষ্য) হৃদয়রূপ মন্দির। {(তৎসম বা সংস্কৃত) হৃদি+মন্দির; (কর্মধারয় সমাস)}
- Bengali Word হৃদিসরোবর English definition [হৃদিশরোবর্] (বিশেষ্য) হৃদয়রূপ সরোবর; সরোবর তুল্য বিশাল নির্মল ও সুন্দর হৃদয়। {(তৎসম বা সংস্কৃত) হৃদি+সরোবর; (কর্মধারয় সমাস)}
- Bengali Word হৃদ্য English definition [হৃদ্দো] (বিশেষণ) ১ মনোজ্ঞ; হৃদয়গ্রাহী; রুচির। ২ প্রিয়; প্রীতিভাজন। ৩ আন্তরিকতাপূর্ণ; আন্তরিক। হৃদ্যা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। হৃদ্যতা (বিশেষ্য) ১ সৌহার্দ্য; বন্ধুত্ব; প্রীতি (কী অপরাধে যে হঠাৎ রাজার হৃদ্যতা কমেনি একটুও-হেয়াত মাহমুদ)। ২ আন্তরিকতা। ৩ হৃদয়গ্রাহিতা। {(তৎসম বা সংস্কৃত) হৃদ্+য(যৎ)}
- Bengali Word হৃদ্গত English definition ⇒ হৃৎ
- Bengali Word হৃদয়, হৃদি English definition [হৃদয়্, হৃদি্] (বিশেষ্য) ১ অন্তঃকরণ; চিত্ত; মন (আমার প্রেমের বরষায় ধুয়ে তব হৃদি হল সুনীলতর-কাজী নজরুল ইসলাম)। ২ বক্ষ; বুক; বক্ষঃস্থল (আপনার হৃদয় বিদারিল-দৌলত উজির বাহরাম খান)। ৩ বুকের ভিতরের অংশ। হৃদয়গত (বিশেষণ) মনোগত। হৃদয়গ্রাহী (বিশেষণ) মনোরম; চিত্তাকর্ষক; হৃদয়কে আকর্ষণ করে এমন। হৃদয়ঙ্গম (বিশেষণ) ১ অনুভূত; বোধগম্য; উপলব্দ; উপলব্দি বা অনুভব করা হয়েছে এমন। ২ অন্তঃকরণে প্রবিষ্ট। হৃদয়জ (বিশেষণ) হৃদয় থেকে উৎপন্ন; চিত্তজ। হৃদয়বল্লভ (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ)১ প্রাণপ্রিয়; প্রিয়তম। ২ স্বামী; পতি। ৩ প্রণয়ী; প্রেমিক। হৃদয়বল্লভা (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ)১ প্রাণপ্রিয়া; প্রিয়তমা। ২ পত্নী; স্ত্রী। ৩ প্রণয়িনী; প্রেমিক। হৃদয়বান (-বৎ) (বিশেষণ) ১ উদারচিত্ত; মহানুভব। ২ সহানুভূতিশীল। হৃদয়বতী (স্ত্রীলিঙ্গ)। হৃদয়বিদারক (বিশেষণ) ১ মর্মভেদী; মর্মন্তুদ। ২ অত্যন্ত শোকাবহ। হৃদয়বৃত্তি (বিশেষ্য) হৃদয়ের ধর্ম; চিত্তবৃত্তি; মনের প্রবৃত্তি। হৃদয়বেদন, হৃদয়ব্যথা (বিশেষ্য) মনোঃকষ্ট; মনোবেদনা; মর্মযন্ত্রণা; দুঃখ। হৃদয়ভেদী (-দিন্) (বিশেষণ) ১ অত্যন্ত দুঃখজনক; মর্মান্তিক; মর্মন্তুদ; মর্মপীড়াদায়ক। ২ শোকাবহ। হৃদয়শূন্য, হৃদয়হীন (বিশেষণ) দয়ামায়াহীন; প্রেমবর্জিত; নির্দয়; নিষ্ঠুর; নির্মম। হৃদয়শূন্যা, হৃদয়হীনা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। হৃদয়েশ (বিশেষ্য) ১ প্রাণেশ্বর; প্রাণবল্লভ। ২ প্রণয়ী; প্রেমিক। ৩ স্বামী; পতি। {(তৎসম বা সংস্কৃত) হৃ+অয়(কয়ন্);স.হৃদি=হৃদ্+৭মী একব}
- Bengali Word হৃষিত English definition [হৃশিতো] (বিশেষণ) পুলকিত; আহ্লাদিত; প্রীত; প্রফুল্ল; হৃষ্ট। {(তৎসম বা সংস্কৃত) √হৃষ্+ত(ক্ত)}
- Bengali Word হৃষীক English definition [হৃশেক্] (বিশেষ্য) ইন্দ্রিয়। {(তৎসম বা সংস্কৃত) হৃষ্+ঈক(ঈকন্)}
- Bengali Word হৃষীকেশ English definition [হৃশিকেশ] (বিশেষ্য) (হিন্দুমতে) পরমাত্মা; বিষ্ণু; নারায়ণ; কৃষ্ণ। {(তৎসম বা সংস্কৃত) হৃষীক+ঈশ; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word হৃষ্ট English definition [হৃশ্টো] (বিশেষণ) ১ প্রফুল্ল; আনন্দিত; পুলকিত; খুশি। ২ রোমাঞ্চিত। হৃষ্টা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। হৃষ্টচিত্ত (বিশেষণ) ১ খোশ-মেজাজ। ২ আনন্দিত বা প্রফুল্লহৃদয়। হৃষ্টপুষ্ট (বিশেষণ) ১ বলিষ্ঠ ও প্রফুল্ল। ২ মানসিক ও শারীরিক স্বাস্থ্যযুক্ত। ৩ মোটা; স্থূলকায়। হৃষ্টি (বিশেষ্য) হর্ষ; আনন্দ; পুলক। {(তৎসম বা সংস্কৃত) √হৃষ্+ত(ক্ত)}
- Bengali Word হৃৎ, হৃদ্ English definition [হৃত্, হৃদ্] (বিশেষ্য) ১ হৃদয় । ২ চিত্ত; মন; অন্তঃকরণ। ৩ বক্ষের অভ্যন্তরভাগ; হৃৎপিন্ড। ৪ বক্ষঃস্থল; বুক। হৃৎকমল (বিশেষ্য) হৃদয়রূপ পদ্ম; মনরূপ পদ্ম। হৃৎকম্প (বিশেষ্য) ১ হৃদপিন্ডের স্পন্দন; বক্ষস্পন্দন। ২ ভয়ে বা আবেগে হৃদপিন্ডের স্পন্দন। ৩ ভয়ে বা আবেগে হৃদপিন্ডের বৃদ্ধিপ্রাপ্ত স্পন্দনবেগ। হৃৎপতন (বিশেষ্য) মনের পতন (যদি হৃৎপতন থেকে অতুল বাঁচতে চায়-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। হৃৎপদ্ম (বিশেষ্য) হৃৎকমল(নাভিপদ্ম হৃৎপদ্ম …আনিয়া ফেলিলেন-রবীন্দ্রনাথ ঠাকুর)। হৃৎপিন্ড, হৃদ্পিন্ড (বিশেষ্য) স্বয়ংক্রিয় স্পন্দনশীল রক্তসঞ্চালক যন্ত্রবিশেষ যা বক্ষঃস্থলে অবস্থিত। হৃদস্পন্দন (বিশেষ্য) (জীবনের লক্ষনসূচক) হৃদপিন্ডের স্পন্দন। হৃদ্গত (বিশেষণ) মনোগত; অন্তঃকরণস্থ; হৃদয়গত (বস্তুত আবেগ মাত্রই হৃদ্গত বা ঐকান্তিক নয়-সুধীন্দ্রনাথ দত্ত)। হদ্দেশ (বিশেষ্য) বুক; বক্ষঃস্থল। {(তৎসম বা সংস্কৃত) √হৃ+ক্বিপ্}
- Bengali Word হে English definition [হে] (অব্যয়) ১ ওহে; সম্বোধন বা আহ্বানসূচক শব্দ। ২ অবজ্ঞা ও ঘৃণায়। ৩ ছন্দের মাত্রা রক্ষার জন্য পাদপূরণে ব্যবহৃত শব্দ। {ধ্বন্যাত্মক}
- Bengali Word হেঁ হেঁ English definition [হেঁ হেঁ] (অব্যয়) ১ কাষ্ঠ হাসিসূচক শব্দ। ২ মোসাহেবি বোধক শব্দ। {ধ্বন্যাত্মক}
- Bengali Word হেঁই, হেই English definition [হেঁই, হেই] (অব্যয়) অত্যন্ত অনুরোধবোধক শব্দ। হেঁইও, হেঁইয়ো (অব্যয়) গুরুভার দ্রব্য স্থানান্তির করার কালে কৃত ধ্বনি (হেঁইয়ো বলে হ্যাঁচকা টানে ফেলো কাহিল করে-ফররুখ আহমদ)। {ধ্বন্যাত্মক}
- Bengali Word হেঁচকা, হ্যাঁচকা English definition [হ্যাঁচ্কা] (অব্যয়) হঠাৎ সজোরে টান (বলেই কোঁচায় হেঁচকা টান দেয়-কাজী নজরুল ইসলাম)। □ (বিশেষণ) সজোরে এবং অতর্কিত প্রযুক্ত (হেঁচকা টান)। {(তৎসম বা সংস্কৃত) √হিক্ক>}
- Bengali Word হেঁচকি English definition (বিশেষ্য) হিক্কা। {(তৎসম বা সংস্কৃত) √হিক্ক্>}
- Bengali Word হেঁচড়ানো English definition ⇒ হিচড়ানো
- Bengali Word হেঁজিপেঁজি English definition [হেঁজিপেঁজি] (বিশেষণ) তুচ্ছ; নগণ্য; অখ্যাত; সামান্য। {অজ্ঞাতমূল}
- Bengali Word হেঁট English definition [হেঁট্] (বিশেষ্য) ১ দেহের নিম্নাঙ্গ (হেঁটে বস্ত্র)। ২ তলদেশ; অধোভাগ; নিম্নদেশ (হেঁটে কাঁটা)।¨ (বিশেষণ) ১ অবনত; অধোবদন (মাথা হেঁট হলো)। ২ নিম্ন (জিনিলা ও সকল রাজ্য ঊর্দ্ধ্ব কিংবা হেঁট-সৈয়দ আলাওল; আপনার আর লেজ মুড়ে হেঁট হেঁট করতে হবে না-মুনীর চৌধুরী)। মাথা হেঁট করা (ক্রিয়া) লজ্জা পাওয়া। মাথা হেঁট হওয়া (ক্রিয়া) ১ লজ্জায় অধোবদন হওয়া। ২ সম্মান লাঘব হওয়া। হেঁটে (ক্রিয়াবিশেষণ) নিচে; নিম্নে (হেঁটে কাঁটা উপরে কাঁটা-উপকথা)। {(তৎসম বা সংস্কৃত) অধস্তাৎ> (প্রাকৃত) হেট্ঠা>}
- Bengali Word হেঁতাল English definition ⇒ হিন্তাল
- Bengali Word হেঁশেল, হেঁসেল English definition [হেঁশেল্] (বিশেষ্য) রন্ধনাগার; রান্নাঘর; পাকঘর (ভিন্ন হেঁশেল হতে পারে-রাজশেকর বসু (পরশু))। {হাঁড়িশাল>}