E পৃষ্ঠা ১২
- English Word embroider Bengali definition [ইমব্রইডা(র্)] (verb transitive), (verb intransitive) (১) নকশি করা; (কাপড়ে) ফুল তোলা। (২) (লাক্ষণিক) বাহিনীতে বিশদ ও চমৎকার বর্ণনা সংযোজন করা। embroidery [ইমব্রইডারি] [noun] [Uncountable noun] নকশিকর্ম; সুচিশিল্প।
- English Word embroil Bengali definition [ইমব্রইল] (verb transitive) embroil somebody/oneself (in) ঝগড়ায় জড়িয়ে পড়া: Don’t embroil yourself in a quarrel.
- English Word embryo Bengali definition [এমব্রিওউ] (noun) (Plural embryos [এমব্রিওউজ]) [Countable noun] ভ্রূণ; (লাক্ষণিক) যা প্রাথমিক পর্যায়ে। in embryo (সাহিত্যিক, লাক্ষণিক) এখনো অবিকশিত; সূচনাপর্যায়ে। embryonic [এমব্রিঅনিক] (adjective) প্রাথমিক; ভ্রূণসংক্রান্ত।
- English Word emend Bengali definition [ইমেন্ড্] (verb transitive) ভুল সংশোধন করা। emendation [ঈমেনডেইশ্ন্] [noun] [Uncountable noun] emending (noun) সংশোধন।
- English Word emerald Bengali definition [এমারাল্ড] (noun) পান্না; পান্নার রং।
- English Word emerge Bengali definition [ইমা:জ] (verb intransitive) emerge (from) (১) প্রকাশিত হওয়া; (পানি থেকে) বেরিয়ে আসা। (২) (ঘটনা, চিন্তাধারার ক্ষেত্রে) আবির্ভূত হওয়া, উদ্ভূত হওয়া: new idea emerged. emergence [ইমা:জানস্] [noun] [Uncountable noun] আবির্ভাব; উত্থান। emergent [ইমা:জন্ট] (adjective) উত্থানশীল; গুপ্তাবস্থা থেকে প্রকাশমান।
- English Word emergency Bengali definition [ইমাজানসি] (noun) (Plural emergencies) (১) [Uncountable noun, Countable noun] জরুরি অবস্থা: He was arrested in the period of emergency.This should be used only in emergency. (২) (attributive(ly)): an emergency fund.
- English Word emeritus Bengali definition [ইমেরিটাস্] (adjective) (লাতিন) ইমেরিটাস; চাকরি থেকে অবসর গ্রহণের পর যার পদ ও পদবি (অবৈতনিক বা অবৃত্তিক) অক্ষুণ্ণ থাকে: emeritus professor.
- English Word emery Bengali definition [এমারি] [noun] [Uncountable noun] পালিশের কাজে ব্যবহৃত ধাতব গুঁড়া; শিরিষ গুঁড়া: emery paper.
- English Word emetic Bengali definition [ইমেটিক্] (noun) (খাদ্যে বিষক্রিয়া হলে ব্যবহৃত) বমি উদ্রেককারী ওষুধ।
- English Word emigrate Bengali definition [এমিগ্রেইট] (verb transitive) emigrate (to) (from) দেশত্যাগ করা; দেশান্তরিত হওয়া (অন্য দেশে স্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে)। দ্রষ্টব্যimmigrate. imigrant [এমিগ্রান্ট] (noun) দেশত্যাগকারী: emigrates to India. emigration [এমিগ্রেইশ্ন্] [noun] [Uncountable noun] দেশান্তর।
- English Word émigré Bengali definition [এমিগ্রেই America(n) এমিগ্রেই] (noun) (ফরাসি) (সাধারণত) রাজনৈতিক কারণে দেশত্যাগকারী।
- English Word eminence Bengali definition [এমিনান্স] [noun] (১) [Uncountable noun] খ্যাতি; বিশিষ্টতা: acquire eminence as a professor. (২) [Countable noun] উচ্চ ভূমির এলাকা। (৩) Hrs/your Eminence কার্ডিনালদের পদবি।
- English Word eminent Bengali definition [এমিনান্ট্] (adjective) (১) (ব্যক্তি) প্রখ্যাত; বিশিষ্ট: He is an eminent personality. (২) (গুণাবলির ক্ষেত্রে) মহৎ। eminently (adverb) বিশিষ্টতার সঙ্গে; খ্যাতি বজায় রেখে।
- English Word emir Bengali definition [এমি(র্)] (noun) আমির; মুসলিমশাসকের পদবি। emirate [এমিআরেইট] আমিরাত, আমিরশাসিত ভূখণ্ড অথবা আমিরের পদ: the United Arab emirates.
- English Word emissary Bengali definition [এমিসারি] (noun) (Plural emissaries) দূত; গুপ্তচর।
- English Word emission Bengali definition [ইমিশ্ন্] (noun) emission (of) [Uncountable noun] প্রেরণ; নিক্ষেপ; নির্গতকরণ।
- English Word emit Bengali definition [ইমিট্] (verb transitive) (emitted, emitting, emits) প্রেরণ করা; নিক্ষেপ করা; নির্গত করা।
- English Word emoji Bengali definition [ইমোজি] (noun) ইলেকট্রনিক মেসেজ ও ওয়েবপেজে ব্যবহৃত এক ধরনের আইকন, যার মাধ্যমে মানবীয় আবেগ আর অনুভূতি ফুটিয়ে তোলা হয়: Emoji liven up your text messages with tiny smiley faces.
- English Word emollient Bengali definition [ইমলিইআন্ট] (noun), (adjective) ত্বক কোমল করে এমন (পদার্থ)।