E পৃষ্ঠা ১৩
- English Word emolument Bengali definition [ইমলিউমান্ট] [noun] [Countable noun] (সাধারণত plural) (আনুষ্ঠানিক) চাকরির আয়; উপার্জন; বেতন।
- English Word emoticon Bengali definition [ইমোটিক্ন্] [noun] [Countable noun] ('emotion' আর 'icon' মিলে তৈরি) ইন্টারনেটে মানবীয় আবেগ ছবির আকারে বিশেষত চেহারার আদলে ফুটিয়ে তোলার পদ্ধতি; ইমোটিকন: Use the smiley emoticon as much as possible. এটা smiley face, smiles, wink এবং winky নামেও পরিচিত।
- English Word emotion Bengali definition [ইমোউশ্ন্] [noun] [Uncountable noun] আবেগ; অনুভূতি: He described the situation with emotion. emotionless (adjective) নিরাবেগ; অনুভূতিহীন। emotional [ইমোউশান্ল্] (adjective) (১) আবেগপূর্ণ: emotional song. (২) আবেগপ্রবণ: an emotional artist. emotionally [ইমোশানালি] (adverb) আবেগের সঙ্গে। emotive [ইমোউটিভ] (adjective) মানসিক চাঞ্চল্য; উদ্রেককারী।
- English Word empale Bengali definition [ইম্পেইল] (verb transitive) =impale.
- English Word empanel Bengali definition [ইমপ্যান্ল্] (verb transitive) (empanelled, empanelling, empanels, America(n) অপিচ 'empaneled', 'empaneling', 'empanels') (কোনো ব্যক্তির নাম) তালিকাভুক্ত করা; প্যানেলভুক্ত করা।
- English Word empathy Bengali definition [এমপাথি] [noun] [Uncountable noun] (মনস্তত্ত্ব) কোনো শিল্পকর্মে কিংবা কোনো ধ্যানগম্য বিষয়ে আত্মনিবিষ্ট হওয়ার ক্ষমতা। অন্যের আবেগ-অনুভূতির সঙ্গে একাত্ম হওয়ার ক্ষমতা।
- English Word emperor Bengali definition [এমপারা(র্)] (noun) সম্রাট। দ্রষ্টব্যempress.
- English Word emphasis Bengali definition [এম্ফাসিস্] (noun) (Plural emphases [এম্ফাসীজ]) [Countable noun, Uncountable noun] গুরুত্ব নির্দেশের উদ্দেশ্যে কোনো শব্দের উপর জোর দেওয়া; গুরুত্ব দেওয়া: He put maximum emphasis on the subject. emphasize, emphasise [এমফাসাইজ্] (verb transitive) জোর দেওয়া। emphatic [ইমফ্যাটিক্] (adjective) জোরালো। emphatically [এম্ফাটিকলি] (adverb) জোরালোভাবে।
- English Word emphysema Bengali definition [এম্ফিসীমা] (noun) (চিকিৎসাশাস্ত্র) ফুসফুসের রোগ বিশেষ, যে রোগে শ্বাসকষ্ট দেখা দেয়।
- English Word empire Bengali definition [এমপাইআ(র্)] (১) [noun] [Countable noun] সাম্রাজ্য: The Mughal empire. (২) [Uncountable noun] সর্বোচ্চ রাজনৈতিক ক্ষমতা।
- English Word empiric, empirical Bengali definition [ইমপিরিক, ইমপিরিকল্] (adjective(s)) বাস্তব অভিজ্ঞতা, যিনি তত্ত্বের চেয়ে পর্যবেক্ষণ ও পরীক্ষা-নিরীক্ষার উপর নির্ভরশীল, প্রায়োগিক। empirically [ইমপিরিকলি্] (adverb) empiricism [ইমপিরিসিজাম] (noun) অভিজ্ঞতাবাদ। empiricist [ইমপিরিসিস্ট্] (noun) অভিজ্ঞতাবাদী।
- English Word emplacement Bengali definition [ইমপ্লেইসমান্ট্] (noun) কামান স্থাপনের মঞ্চ।
- English Word employ Bengali definition [ইমপ্লই] (verb transitive) (১) নিয়োগ করা: They will try to employ me as a lecturer. (২) কাজে লাগানো; সদ্ব্যবহার করা: He will employ his spare time in household work. employable [ইমপ্লআবল্] (adjective) নিয়োগযোগ্য। employer [ইমপ্লআ(র্)] (noun) নিয়োগকারী। employee [এমপ্লইঈ] (noun) চাকরিজীবী; নিয়োগপ্রাপ্ত ব্যক্তি; কর্মচারী।
- English Word employment Bengali definition [ইম্প্লইমান্ট] [noun] [Uncountable noun] চাকরি: He will be given an employment. be in/out of employment কর্মরত/বেকার হওয়া। employment agency চাকরিসন্ধানী সংস্থা।
- English Word emporium Bengali definition [ইম্পোরিআম্] (noun) বাণিজ্যকেন্দ্র; বাজার; খুচরা বিক্রির বড় দোকান।
- English Word empower Bengali definition [ইম্পাউআ(র্)] (verb transitive) empower somebody to do something কাউকে ক্ষমতা অর্পণ করা; ক্ষমতা প্রদান করা।
- English Word empress Bengali definition [এম্প্রিস্] (noun) সম্রাজ্ঞী; সম্রাটপত্নী।
- English Word empty 1 Bengali definition [এম্প্টি] (adjective) শূন্য; খালি: An empty vessel sounds much. feeling empty ক্ষুধার্ত (কথ্য)। empty-handed (adjective) কপর্দকশূন্য; রিক্তহ্স্ত। empty headed (adjective) নির্বোধ; মাথায় কিছু নেই এমন। emptiness [এম্পটিনিস্] (noun) শূন্যতা।
- English Word empty 2 Bengali definition [এম্প্টি] (verb transitive), (verb intransitive) (past tense, past participle emptied) empty (out) খালি করা।
- English Word empurpled Bengali definition [ইমপাপ্ল্ড্] (adjective) রক্তিম করা হয়েছে এমন।