E পৃষ্ঠা ১৪
- English Word emu Bengali definition [ঈম্ইউ] (noun) উটপাখি অপেক্ষা ক্ষুদ্রতর; উড্ডয়নে অক্ষম দ্রুতগামী (অস্ট্রেলিয়ান) পাখিবিশেষ।
- English Word emulate Bengali definition [এমিউলেইট্] (verb transitive) সমকক্ষ হতে অথবা ছাড়িয়ে যেতে চেষ্টা করা।
- English Word emulation Bengali definition [এমিউলেইশ্ন্] [uncountable noun] সমকক্ষ হওয়ার সাধনা।
- English Word emulsion Bengali definition [ইমাল্শ্ন্] (noun) [countable noun, uncountable noun] ক্রিমযুক্ত তৈলাক্ত তরল পদার্থ: emulsion paint. emulsify [ইমালসিফাই] (verb transitive) (past tense, past participle emulsified) ক্রিমযুক্ত তৈলাক্ত তরল পদার্থে পরিণত করা; ইমালশান তৈরি করা।
- English Word en clair Bengali definition [অন্ক্লেআ(র্)] (adverb), (phrase) (ফরাসি) (টেলিগ্রাম, অফিসের কাজকর্মে ব্যবহৃত) (=in clear) সাধারণ ভাষায় (অর্থাৎ সংকেতের ভাষায় নয়)।
- English Word en famille Bengali definition [আন্ ফ্যামী] (adverb) (ফরাসি) স্বগৃহে; বাড়িতে; পরিবারের সান্নিধ্যে।
- English Word en route Bengali definition [অন্রূট] (adverb) en route (from/to) পথে; পথিমধ্যে: He will stop at Landon en route to New York.
- English Word en suite Bengali definition [অনসওয়ীট] (adverb) (phrase) (ফরাসি) এক ইউনিটভুক্ত bathroom en suite.
- English Word enable Bengali definition [ইনেইব্ল্] (verb transitive) সক্ষম করা; ক্ষমতা প্রদান করা।
- English Word enact Bengali definition [ইন্যাক্ট] (verb transitive) (১) আইনে পরিণত করা; আইন পাস করা। (২) মঞ্চস্থ করা। enactment [noun] [Uncountable noun] বিধিবদ্ধ করা আইন।
- English Word enamel Bengali definition [ইন্যাম্ল্] [noun] [Uncountable noun] (১) এনামেল; ধাতব পদার্থের আবরক হিসেবে ব্যবহৃত কাচজাতীয় পদার্থ: enamelware. (২) দাঁতের শক্ত বহিরাবরণ। □(verb transitive) (enamelled, enamelling, enamels America(n) অপিচ enameled, enameling, enamels) এনামেল সজ্জিত করা; কলাই করা।
- English Word enamour Bengali definition (America(n) = enamor) [ইন্যামা(র্)] (verb transitive) (সাধারণত passive) be enamoured of মুগ্ধ/অনুরক্ত হওয়া; প্রেমমুগ্ধ হওয়া: He is enamoured of her beauty.
- English Word enargy Bengali definition [এনাজি] (১) [noun] [Uncountable noun] বল; ক্ষমতা; শৌর্যবীর্য। (২) (Plural enargies) (ব্যক্তির ক্ষেত্রে) কর্মশক্তি। (৩) [Uncountable noun] (বিজ্ঞান) শক্তি। energetic [এনাজেটিক্] (adjective) কর্মশক্তিসম্পন্ন; উদ্যমী। energetically [এনাজেটিকলি] (adverb)
- English Word enbloc Bengali definition [অনব্লক] (adverb) (phrase) (ফরাসি) একসঙ্গে সবাই মিলে: They left enbloc.
- English Word encamp Bengali definition [ইনক্যাম্প] (verb transitive), (verb intransitive) তাঁবুতে বাস করা। encampment (noun) সৈনিকদের শিবির।
- English Word encase Bengali definition [ইনকেইস্] (verb transitive) encase (in) খাঁচায় আবদ্ধ করা, চতুর্দিক ঘিরে ফেলা অথবা আবৃত করা: a soldier encased in armour.
- English Word encaustic Bengali definition [এনকোসটিক্] (adjective) পোড়ানো রঙিন মাটি দ্বারা নকশা অঙ্কিত; (যেমন ইট): encaustic bricks.
- English Word encephalitis Bengali definition [এনকেফালাইটিস্] [noun] [Uncountable noun] মস্তিষ্কপ্রদাহ।
- English Word enchain Bengali definition [ইনচেইন] (verb transitive) শৃঙ্খলাবদ্ধ করা; শিকল দিয়ে বাধা।
- English Word enchant Bengali definition [ইনচা:ন্ট America(n) ইনচ্যান্ট্] (verb transitive) (১) মন্ত্রমুগ্ধ করা; জাদুমুগ্ধ করা; মোহিত করা; পুলকিত করা: He enchanted the audience with his music. (২) জাদু করা। enchanter [ইনচা:ন্টআ(র্)] (noun) জাদুকর; যে ব্যক্তি মুগ্ধ করে। enchantress [ইনচা:ন্টট্রিস] (noun) মহিলা জাদুকর; মোহিনী। enchantingly (adverb) enchantment (noun) জাদু; মোহিনীশক্তি; আকর্ষণ।