E পৃষ্ঠা ৩৮
- English Word expunge Bengali definition [ইক্স্পান্জ] (verb transitive) expunge (from) (আনুষ্ঠানিক) (বই, খাতা ইত্যাদি থেকে নাম বা কোনো বিষয়) মুছে ফেলা; নিশ্চিহ্ন করা; লোপ করা; লিখিত প্রতিবেদন থেকে কোনো কিছু বাদ দেওয়া।
- English Word expurgate Bengali definition [এক্স্পাগেইট্] (verb transitive) (বই ইত্যাদি থেকে) আপত্তিকর বা ভ্রমাত্মক অংশ বাদ দিয়ে সংশোধন করা: an expurgated edition of the novel. expurgation [এক্স্পাগেইশ্ন্] (noun) আপত্তিকর অংশ বাদ দিয়ে সংশোধন।
- English Word exquisite Bengali definition [এক্স্কুইজিট্ America(n) এক্স্কুইজিট্] (adjective) (১) নিখুঁত চমৎকারিত্বপূর্ণ; অপরূপ সুন্দর। (২) (ব্যথা, আনন্দ) তীব্র। (৩) (অনুভব ক্ষমতা সম্বন্ধে) সূক্ষ্ম। exquisitely (adverb) exquisiteness (noun)
- English Word exservice Bengali definition [এক্স্সাভিস্] (adjective) পূর্বে সেনাবাহিনীতে নিযুক্ত ছিল এমন; সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্ত। exserviceman প্রাক্তন সৈনিক।
- English Word extant Bengali definition [এক্স্ট্যান্ট্ America(n) এক্স্টান্ট্] (adjective) (পুরাতন দলিল ইত্যাদি প্রসঙ্গে) এখনো বিদ্যমান: extant copy; extant specimen.
- English Word extemporary Bengali definition [ইকসটেমপারারি America(n) [ইকসটেমপারেরি] (adjective) =extempore. extemporarily (adverb) =extempore.
- English Word extempore Bengali definition [এক্স্টেমপারি] (adverb), (adjective) পূর্বচিন্তা বা পূর্বপ্রস্তুতি ছাড়া (উক্ত বা রচিত বা কৃত): an extempore speech, উপস্থিত বক্তৃতা। extemporaneously [এক্সটেম্পারেইনআস্(লি)] =extempore.
- English Word extend Bengali definition [ইকস্টেন্ড্] (verb transitive), (verb intransitive) (১) প্রসারিত করা বা হওয়া; (স্থান বা সময়) বাড়ানো; সম্প্রসারিত করা বা হওয়া। (২) ছড়িয়ে দেওয়া; বাড়িয়ে দেওয়া: extend one’s hand to somebody. কারো সঙ্গে করমর্দন করা। (৩) extend something (to somebody) প্রদান করা: extend an invitation; extend a warm welcome to somebody. (৪) বিস্তৃত হওয়া বা পৌঁছানো। (৫) পৌঁছে দেওয়া। (৬) (সাধারণত কর্মবাচ্যে) অতিরিক্ত খাটানো: The horse was fully extended.
- English Word extension Bengali definition [ইক্সটেন্শন্] [noun] (১) [Uncountable noun] সম্প্রসারণ; বিস্তার; প্রসার; ব্যাপ্তি: extension of knowledge. (২) [Countable noun] সংযোজিত অংশ; সংযোজন; বৃদ্ধি: extension of a buliding; extension of leave.
- English Word extensive Bengali definition [ইক্টেন্সিভ্] (adjective) বিস্তৃত; ব্যাপক; বিশাল।
- English Word extent Bengali definition [ইক্স্টেন্ট্] [noun] [Uncountable noun] (১) সীমা; আয়তন; চৌহদ্দি; ব্যাপ্তি। (২) মাত্রা; পরিমাণ: to a certain/to some extent, অংশত; কিছু পরিমাণে; কিছুটা।
- English Word extenuate Bengali definition [ইক্স্টেনিউএইট্] (verb transitive) (কৈফিয়ত প্রদানের মাধ্যমে অপরাধাদির) গুরুত্ব হ্রাস করা; প্রশমিত করা: extenuating circumstances, অপরাধের গুরুত্ব লাঘব করে এমন অবস্থাসমূহ। extenuation [ইক্স্টেনিউএইশ্ন্] (noun) প্রশমন; গুরুত্ব লাঘবকরণ; আংশিক কৈফিয়ত।
- English Word exterior Bengali definition [ইক্স্টিআরিআ(র্)] (adjective) বহিঃস্থ; বাহ্যিক; বহিরাগত। □(noun) বহির্দেশ; বহিরাবরণ; বাহির; বাহ্যিক গঠন; চেহারা। exterior exteriorize, exteriorise [ইক্স্টিআরাইজ] =externalize, বহির্মুখীকরণ।
- English Word exterminate Bengali definition [ইক্স্টামিনেইট্] (verb transitive) শেষ করা; সম্পূর্ণ ধ্বংস করা। extermination (noun)
- English Word external Bengali definition [ইক্স্টান্ল্] (adjective) বহিঃস্থ; বহির্মুখ; বাহ্যিক; medicine for external application, গাত্রচর্মে লাগানোর ওষুধ; বহিরাগত: external examiner; বিদেশি; বৈদেশিক; external affairs. □(noun) বাহির; (plural) বহিরাংশসমূহ: externals of religion, ধর্মের বাহ্যিক আচার অনুষ্ঠানাদি; বাইরের চেহারা।
- English Word exterritorial Bengali definition [এক্স্টেরিটোরিআল্] (adjective) স্বদেশ বহির্ভূত; অতিরাষ্ট্রিক: exterritorial privileges and rights.
- English Word extinct Bengali definition [ইক্স্টিঙ্কট্] (adjective) (১) নির্বাপিত; অধুনা নিষ্ক্রিয়: an extinct volcano. (২) (অনুভূতি, আবেগ ইত্যাদি প্রসঙ্গে) মৃত। (৩) অধুনালুপ্ত: an extinct species.
- English Word extinction Bengali definition [ইক্স্টিঙ্ক্শ্ন্] (noun) লোপ; মৃত্যু; ধ্বংস।
- English Word extinguish Bengali definition [ইক্স্টিঙ্গ্যুইশ্] (verb transitive) (১) নেভানো (আগুন, আলো ইত্যাদি)। (২) শেষ করা; অবসান ঘটানো (আশা, ভালোবাসা, আবেগ ইত্যাদির)। (৩) (দেনা) মিটিয়ে দেওয়া। extinguisher (noun) অগ্নিনির্বাপক যন্ত্র।
- English Word extirpate Bengali definition [এক্স্টাপেইট্] (verb intransitive) (আনুষ্ঠানিক) উন্মূলিত করা; সম্পূর্ণ ধ্বংস করা: extirpate social evils. extirpation [noun] [Uncountable noun]