E পৃষ্ঠা ৩৯
- English Word extol Bengali definition [ইক্স্টৌল্] (verb transitive) উচ্চপ্রশংসা করা।
- English Word extort Bengali definition [ইকসটোট্] (verb transitive) extort (from) বলপ্রয়োগ, হুমকি বা ভীতি প্রদর্শনের মাধ্যমে আদায় করা: extort money from somebody; use torture to extort a confession from somebody. extortion (noun)
- English Word extortionate Bengali definition [ইক্স্টোশানাট] (adjective) (দাবি, মূল্য ইত্যাদি প্রসঙ্গে) অত্যধিক বেশি। extortionately (adverb)
- English Word extra Bengali definition [এক্স্ট্রা] (adjective) অতিরিক্ত, অস্বাভাবিক বা অপ্রত্যাশিত। □(adverb) (১) স্বাভাবিক অপেক্ষা বেশি: extra large size. (২) অতিরিক্ত(ভাবে): rent Tk 5000/-, gas and light charges extra. □ (noun) (১) বাড়তি কিছু। (২) (ক্রিকেটে) ব্যাট থেকে আসেনি এমন রান। (৩) (চলচ্চিত্র নাটক ইত্যাদিতে) খুব নগণ্য ভূমিকায় অভিনয়ের জন্য নিয়োজিত ব্যক্তি।
- English Word extract Bengali definition [ইক্স্ট্র্যাক্ট্] (verb transitive) extract (from) (১) (সাধারণত বলপ্রয়োগের মাধ্যমে) টেনে বের করা: to extract a tooth; (লাক্ষণিক) জোর করে আদায় করা: to extract money or information from somebody. (২) (নির্যাসাদি) বের করা। (৩) (শব্দ, উদাহরণ, অনুচ্ছেদ ইত্যাদি) পুস্তকাদি থেকে বেছে নিয়ে উপস্থাপিত করা। □ (noun) [এক্স্ট্র্যাক্ট্] (noun) (১) নির্যাস। (২) গ্রন্থাদি থেকে উদ্ধৃত অংশ। extraction [ইক্সট্রাক্শ্ন্] (১) বলপূর্বক উৎপাটন বা টেনে বের করার কাজ: extract of a tooth. (২) বংশ; কুল: He is of German extract.
- English Word extracurricular Bengali definition [এক্সট্রাকারিকিউলা(র্)] (adjective) নিয়মিত পাঠক্রম বা অধ্যয়ন কাজের বাইরের; পাঠক্রম বহির্ভূত extracurricular activities পড়াশোনার অতিরিক্ত সংগীত অভিনয়, খেলাধুলা ইত্যাদি ক্রিয়াকলাপ।
- English Word extradite Bengali definition [এক্স্ট্রাডাইট্] (verb transitive) (১) বিদেশে পলাতক আসামিকে সেই রাষ্ট্রের সরকারের কাছে অর্পণ করা যে-রাষ্ট্রে সে দোষী সাব্যস্ত হয়েছে। (২) বিচারের জন্য অনুরূপ ব্যক্তিকে পাওয়া। extradition [এক্স্ট্রাডিশ্ন্] (noun)
- English Word extrajudicial Bengali definition [এক্স্ট্রাজূডিশ্ল্] (adjective) আদালতের এখতিয়ার বহির্ভূত; (স্বাভাবিক) আইনের ক্ষমতার বাইরে।
- English Word extramarital Bengali definition [এক্স্ট্রাম্যারিট্ল্] (adjective) বিবাহবন্ধনের বহির্ভূত। extramarital relations ব্যভিচার; অবৈধ যৌনসংসর্গ।
- English Word extramural Bengali definition [এক্স্ট্রামিউরাল্] (adjective) (১) সীমানার বহির্ভূত। (২) (বিশ্ববিদ্যালয়, কলেজ ইত্যাদিতে) পূর্ণকাল ক্রিয়াকলাপের অতিরিক্ত: extramural lectures/studies/students.
- English Word extraneous Bengali definition [ইক্স্ট্রেইনিআস্] (adjective) অসংশ্লিষ্ট; নিজস্ব নয় এমন; বহিরাগত; বাইরের: extraneous interference.
- English Word extraordinary Bengali definition [ইক্স্ট্রোডনরি America(noun) ইক্স্ট্রোডানেরি] (adjective) (১) অসাধারণ; সাধারণ নয় এমন বিশিষ্ট: extraordinary leave. (২) (কর্মকর্তা) নির্দিষ্ট সংখ্যার অতিরিক্ত; বিশেষ উদ্দেশ্যে নিযুক্ত। extraordinarily (adverb)
- English Word extrapolate Bengali definition [ইক্সট্র্যাপালেইট্] (verb transitive) (১) জ্ঞাত তথ্যের ভিত্তিতে অজ্ঞাত কোনো কিছুর মূল্য বিচার করা। (২) (গণিত) জ্ঞাত মান পরিমাপ হতে অজ্ঞাত কিছুর হিসাব করা। extrapolation [noun] [uncountable noun]
- English Word extrasensory Bengali definition [এক্সট্রাসেন্সারি] (adjective) ইন্দ্রিয়াতিরিক্ত অনুভূতিসংক্রান্ত: extrasensory perception (abbreviation ESP), ইন্দ্রিয়ের সাহায্য ছাড়া বাহ্যিক ঘটনাবলির অনুধাবন।
- English Word extraterrestrial Bengali definition [এক্স্ট্রাটিরেস্ট্রিআল্] (adjective) পৃথিবী ও এর বায়ুমণ্ডলের বাইরের; পৃথিবীর বহির্ভূত।
- English Word extraterritorial Bengali definition [এক্স্ট্রাটেরিটোরিআল] (adjective) =exterritorial.
- English Word extravagant Bengali definition [ইক্সট্র্যাভাগান্ট্] (adjective) (১) অপচয়কর; অপব্যয়ী। (২) (ধারণ, কথা, আচরণ) সীমালঙ্ঘনকর; অসংযত। extravagantly (adverb). extravagance [[ইক্সট্র্যাভাগান্স্] (noun) সীমালঙ্ঘন; অসংযম; অপচয়; অসংযত উক্তি বা আচরণ।
- English Word extravaganza Bengali definition [ইক্স্ট্র্যাভাগান্জা] [noun] [countable noun] (সংগীত, সাহিত্য) উদ্ভট রচনা; অসংযত আচরণ বা উক্তি।
- English Word extreme Bengali definition [ইক্সট্রীম্] (noun) (১) যে কোনো কিছুর শেষ সীমা; (লাক্ষণিক) চরমসীমা; চরমমাত্রা। (২) (plural) যথাসম্ভব দূরবর্তী বা একেবারে পৃথক গুণাবলি, মান। go to/ be driven ts extremes চরম; চূড়ান্ত। (৩) (ব্যক্তি, মত) চরমপন্থি। extremely (adverb) extremist (noun) চরমপন্থি (ব্যক্তি)। extremity [ইক্স্ট্রেমাটি] (noun) (১) চরমবিন্দু; প্রান্ত; সীমা। (plural) হাত ও পা। (২) (কেবল singular) চরমমাত্রা (আনন্দের, দুর্দশার বিশেষত দুর্ভাগ্যের)। (৩) (সাধারণত plural) (শাস্তিমূলক) চরম ব্যবস্থা।
- English Word extricate Bengali definition [এক্স্ট্রিকেইট্] (verb transitive) extricate (from) মুক্ত করা; বিজড়িত অবস্থা থেকে মুক্ত করা। extricable মুক্ত করা যায় এমন। extrication (noun) [uncountable noun]