E পৃষ্ঠা ২
- English Word earthen Bengali definition [আথন] (adjective) মাটির তৈরি; মৃন্ময়: earthen walls; পোড়া মাটির তৈরি: an earthen pot. earthenware (noun) [Uncountable noun] পোড়ামাটির বাসন বা তৈজসপত্র।
- English Word earthly Bengali definition [আথ্লি] (adjective) (১) ঐহিক; পার্থিব; জাগতিক: earthly joys/possessions. (২) (কথ্য) সম্ভব; কল্পনাসাধ্য: He hasn’t got an earthly (chance), কোনো সুযোগই নেই।
- English Word earthquake Bengali definition [আথ্কোএইক্] [noun][Countable noun] ভূমিকম্প: The earthquake struck shortly after 5 pm.
- English Word earthshaking Bengali definition [আথ্শেইকিঙ্] (adjective) জগৎকাঁপানো; পৃথিবীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: an earthshaking news.
- English Word earwig Bengali definition [ইআউইগ্] (noun) পেটের নিচের দিকে চিমটাওয়ালা ক্ষুদ্রপোকাবিশেষ।
- English Word earworm Bengali definition [ইআ(র)ওয়াম্] (noun) সংগীতের অনুরণন কানে যতক্ষণ বাজে বা মস্তিষ্কে যতক্ষণ স্থায়ী হয়: The Pepsi jingles have earwormed their way into my head.
- English Word ease 1 Bengali definition [ঈজ্] [noun] [Uncountable noun] আরাম; শান্তি; বিশ্রাম; আয়াসহীনতা; সহজসাধ্যতা; স্বাচ্ছন্দ্য; উদ্বেগহীনতা: a life of ease. ill at ease উদ্বিগ্ন; বিব্রত। stand at ease সামরিক কুচকাওয়াজ (আদেশ) ‘আরামে দাঁড়াও’; দুই পা ফাঁক করে পেছনে হাত বেঁধে দাঁড়ানোর নির্দেশ। take one’s ease কাজ থেকে বিরত হওয়া; নিরুদ্বেগ হওয়া। with ease সহজে; বিনা ক্লেশে।
- English Word ease 2 Bengali definition [ঈজ্] (verb transitive), (verb intransitive) ease (of) (১) আরাম দেওয়া; স্বস্তি বিধান করা; যন্ত্রণা বা উদ্বেগ দূর করা: ease somebody of his pains/troubles. (২) আলগা বা ঢিলা করা; শক্তি বা গতি কমানো। (৩) ease (off/out) শান্ত বা সহজ হওয়া: The situation eased off. easeful (adjective) আরামদায়ক; স্বাচ্ছন্দ্যকর। easement (noun) আরাম; আয়েশ; পথ চলার অধিকার।
- English Word easel Bengali definition [ঈজল্] (noun) ছবি আঁকার সময় চিত্রকররা যে ফ্রেমের উপর ছবি রাখে; ব্ল্যাকবোর্ড রাখার কাঠের ফ্রেম।
- English Word east Bengali definition [ঈস্ট্] (noun) (১) the east পূর্বদিক; প্রাচ্যজগৎ; প্রাচ্য দেশসমূহ; বলকান পর্বতমালা থেকে চীন পর্যন্ত বিস্তৃত দেশসমূহ। the Far East দূরপ্রাচ্য (চীন, জাপান ইত্যাদি)। the Middle East মধ্যপ্রাচ্য; মিসর থেকে ইরান পর্যন্ত দেশসমূহ। the Near East নিকটপ্রাচ্য (তুরস্ক ইত্যাদি)। the East (ক) প্রাচ্য। (খ) আমেরিকার উত্তর-পূর্বাঞ্চল। (২) (attributive(ly)) an east wind পূর্ব দিক থেকে অথবা পূর্বদিকে প্রবাহিত বায়ু। the East End (লন্ডন) লন্ডনের পূর্বাঞ্চল। east ender শহরের পূর্বাঞ্চলবাসী। □(adverb) পূর্বাভিমুখে: towards the east. eastwards (adjective) পূর্বাভিমুখে। eastbound (adverb) পূর্বগামী; পূর্বদিকে ভ্রমণরত।
- English Word Easter Bengali definition [ইসটা(র্)] (noun) খ্রিস্টান ধর্মমতে কবর থেকে যিশুর পুনরুত্থান উপলক্ষে ২১ শে মার্চ বা তৎপরবর্তী রবিবারে যে অনুষ্ঠান পালিত হয়: Easter day; Easter sunday; Easter week; the Easter holidays. Easter egg (noun) ইস্টার উৎসব উপলক্ষে ব্যবহৃত রঞ্জিত ডিম বা চকোলেটের তৈরি ডিম।
- English Word easterly Bengali definition [ঈস্টালি] (adjective) পূর্বদিকস্থ; পূর্বদিক থেকে আগত (বায়ু)। □(adverb) পূর্বাভিমুখে: in an easterly direction. □ (noun) (plural easterlies) পুবালি বাতাস।
- English Word eastern Bengali definition [ঈস্টান্] (adjective) পূর্বদিকের; পূর্বদেশীয়; প্রাচ্যদেশ সম্পর্কীয়; প্রাচ্যবাসী। eastern block সোভিয়েত ইউনিয়নের নীতি সমর্থনকারী পূর্ব ইউরোপীয় দেশসমূহের গোষ্ঠী। the Eastern church প্রাচ্যদেশীয় গির্জা; গ্রিস; পূর্ব ইউরোপ; রাশিয়া প্রভৃতি দেশসমূহে যে খ্রিস্টীয় মতবাদ প্রচলিত। the Eastern Hemisphere পূর্বগোলার্ধ; আফ্রিকা; এশিয়া ও ইউরোপ। eastern most [ঈস্টান্মৌস্ট্] (adverb) সর্বাপেক্ষা পূর্বদিকের।
- English Word easy Bengali definition [ঈজি] (adjective) (easier, easiest) (১) অনায়াস; সহজ; স্বচ্ছন্দ; অবাধ। (২) আরামদায়ক; যন্ত্রণা; ঝঞ্ঝাট বা উদ্বেগ থেকে মুক্ত; স্বস্তিপূর্ণ ও শান্তিপূর্ণ। an easy chair আরামকেদারা। on easy terms সহজ শর্তে; (কোনো দ্রব্য ক্রয়ের ক্ষেত্রে) কিস্তিতে মূল্য পরিশোধের শর্তে। easy of access সহজে প্রবেশাধিকার লাভ করা যায় এমন। easy on the ear/eye শুনতে বা দেখতে প্রীতিকর। easy come, easy go (অর্থ বা টাকা-পয়সা) সহজে অর্জিত; সহজে ব্যয়িত। easy going (ব্যক্তি) অলস, শান্ত, ধীর; যেমন চলছে তাতেই সন্তুষ্ট। easy manners সহজ আচরণ বা চালচলন। (৩) (বাণিজ্য) (পণ্যদ্রব্য ও অর্থঋণ) সহজলভ্য। □(adverb) সহজভাবে। take it easy (আদেশ) বেশি পরিশ্রম বা তাড়াহুড়া কোরো না। go easy on/with অতিরিক্ত ব্যয় না করা। Easier said than done (প্রবাদ) বলা সহজ কিন্তু করা কঠিন। stand easy! (কুচকাওয়াজ আদেশ), দ্রষ্টব্যease 1; ‘আরামে দাঁড়াও’ অবস্থার চেয়ে বেশি নড়াচড়া করা যায় এমনভাবে দাঁড়ানোর আদেশ। easily [ঈজালি] (adverb) (১) সহজে; আয়াসহীনভাবে। (২) নিঃসন্দেহে: Bushra is easily the prettiest girl in the class. (৩) সম্ভবত: That may easily be the case.
- English Word eat Bengali definition [ঈট্] (verb transitive), (verb intransitive) (past tense ate [এট্ America(n) এইট্] past participle eaten [ঈট্ন্]) (১) খাওয়া; আহার করা; ভক্ষণ বা ভোজন করা; গলাধঃকরণ করা। to eat (up) সম্পূর্ণ খেয়ে বা গিলে ফেলা: The mother told the child to eat up his food. eat one’s head off (বিশেষত প্রাণী সম্বন্ধে) পশুকে খাওয়ানোর খরচ সেই পশুর মূল্যমানের অধিক হওয়া। eat one’s heart out নীরবে যন্ত্রণাদগ্ধ হওয়া; মরমে মরা। eat one’s words কথায় ভুল ছিল তা স্বীকার করা; কথা ফিরিয়ে নেওয়া। (২) ক্রমশ ক্ষয় করা বা ক্ষয় হওয়া: The acid has eaten away/into/through the metal; (লাক্ষণিক) সম্পূর্ণরূপে গ্রাস করা: He is eaten up with jealousy. eating-apple (noun) কাঁচা অবস্থায় খাওয়ার উপযোগী আপেল। eating-house (noun) ভোজনশালা; রেস্তোরাঁ; যে দোকানে বসে খাওয়া যায়। eats (noun) (plural) (অপশব্দ) রান্না করা বা তৈরি খাদ্য; There were plenty of eats. eatable (adjective) খাওয়ার যোগ্য; ভক্ষণযোগ্য। □(noun) (সাধারণত plural) খাদ্যদ্রব্য বিশেষত কাঁচা। eater (noun) (১) ভক্ষণকারী। (২) না-রেঁধে খাওয়ার উপযুক্ত ফল, যেমন আপেল, নাশপাতি।
- English Word eau Bengali definition [ওউ] (noun) eau de cologne [ওউ ডা কলোউন্] [ফরাসি] জার্মানির কোলন নগরীতে তৈরি সুগন্ধিবিশেষ; ওডিকোলন।
- English Word eaves Bengali definition [ঈভ্জ্] (noun) ছাঁইচ; ছাদ বা চালের প্রান্তভাগ; ঘরের ছাদের প্রলম্বিত অংশ।
- English Word eavesdrop Bengali definition [ঈভজ্ড্রপ] (verb intransitive) (eavesdropped, eavesdropping, eavesdrops) (১) eavesdrop (on) আড়িপাতা; গোপনে অন্যের কথা শোনা। eavesdropper (noun) যিনি আড়ি পাতেন।
- English Word ebb Bengali definition [এব্] (verb intransitive) (১) ভাটা পড়া; জোয়ারের জল নেমে যাওয়া। (২) (লাক্ষণিক) কমে যাওয়া: His luck is beginning to ebb. □ (noun) (১) ভাটা। (২) (লাক্ষণিক) অবনতি; অধোগতি; মন্দা: His fortune is at low ebb now. ebb tide (noun) ভাটা; ভাটার টান বা স্রোত।
- English Word ebola Bengali definition [ইবোলা] (noun) ইবোলা ভাইরাস ডিজিজ, ইবোলা হেমোরেজিক ফিভার, ইবোলা অথবা এবোলা হল ইবোলা ভাইরাসঘটিত প্রাণঘাতী মনুষ্য রোগ। সর্বপ্রথম ১৯৭৬ সালে এ ভাইরাসের অস্তিত্ব আবিষ্কৃত হয়; Scientists have proved that ebola is not a death sentence. ebolanoia [ইবোলানুইআ] (noun) (ebola আর paranoia মিলে তৈরি; বিকল্প বানান ebola-noia) ইবোলা ভাইরাস ভীতি; ইবোলানুইয়া: Let’s try to keep ebola under control. ebolanoid (adjective)