E পৃষ্ঠা ৩
- English Word ebonite Bengali definition [এবানাইট্] [noun] [Uncountable noun] (বাণিজ্য) কঠিনকৃত কালো রাবারবিশেষ।
- English Word ebony Bengali definition [এবানি] [noun] [Uncountable noun] আবলুস কাঠ। □(adjective) আবলুস কাঠের তৈরি; আবলুস কাঠের মতো কালো।
- English Word ebullient Bengali definition [ইবালিআন্ট্] (adjective) উচ্ছ্বসিত। ebullience [ইবালিআন্স্] (noun) উচ্ছ্বাস।
- English Word eccentric Bengali definition [ইক্সেন্ট্রিক] (adjective) (১) (কোনো ব্যক্তি বা তার আচরণ) অদ্ভুত; অস্বাভাবিক; খামখেয়ালি; পাগলাটে। (২) (বৃত্ত) ভিন্নকেন্দ্রী। □(noun) (১) eccentric person অদ্ভুত স্বভাবের; পাগলাটে বা খামখেয়ালি লোক। (২) (বল) ঘূর্ণায়মান গতিকে অগ্রপশ্চাৎ গতিতে রূপান্তরিত করার কৌশল।
- English Word eccentricity Bengali definition [এক্সেনট্রিসাটি] [noun] (১) [Uncountable noun] খামখেয়ালিপনা; অস্বাভাবিকতা। [Countable noun] (plural eccentricities) এ ধরনের আচরণ বা অভ্যাস।
- English Word ecclesiastic Bengali definition [ইক্লীজিঅ্যাস্টিক্] (noun) পুরোহিত, বিশেষত খ্রিস্টান ধর্মযাজক; পাদরি। ecclesiastical [ইক্লীজিঅ্যাস্টিক্ল্] (adjective) গির্জা বা যাজক সম্পর্কীয় (অপিচ acclesiastic). ecclesiastically (adverb)
- English Word echelon Bengali definition [এশালন্] (noun) (১) ক্ষমতা বা দায়িত্বের স্তর: the higher echelons of the bureaucracy. (২) সৈন্যদল, রণতরি, বিমান প্রভৃতির সোপানবৎ বিন্যাস।
- English Word echo 1 Bengali definition [একোউ] (noun) (plural echoes [একোউজ্]) (১) [Countable noun, Uncountable noun] প্রতিধ্বনি; অনুরণন। echo-chamber প্রতিধ্বনি তৈরি করতে স্বাভাবিক বা কৃত্রিম স্থান। echo-sounding ১ প্রতিধ্বনির সাহায্যে সমুদ্রের গভীরতা বা পানির নিচের কোনো বস্তুর উপরিভাগ থেকে দূরত্ব পরিমাপের পদ্ধতি। echo-sounder (noun) এই কাজে ব্যবহৃত যন্ত্র। (২) (বক্তব্য) পুনরুক্তি; অনুকরণ।
- English Word echo 2 Bengali definition [একোউ] (verb intransitive), (verb transitive) echo (back) (১) (স্থান সম্বন্ধে) প্রতিধ্বনি করা বা হওয়া। (২) (শব্দ) প্রতিধ্বনিত বা অনুরণিত হওয়া। (৩) পুনরাবৃত্তি বা অনুকরণ করা; পুনরুক্ত হওয়া।
- English Word éclat Bengali definition [এইক্লা America(n) এইক্লা] [noun] [Uncountable noun] (ফরাসি) জাঁকজমক; আড়ম্বর; বিশেষ সাফল্য বা কৃতিত্ব; প্রশংসা।
- English Word eclectic Bengali definition [ইক্লেক্টিক্] (adjective) (ব্যক্তি বা পদ্ধতি) সারগ্রাহী; সমস্ত কিছুর মধ্য থেকে ভালো বেছে নেয় এমন।
- English Word eclipse Bengali definition [ইক্লিপ্স্] [noun] [Countable noun] (১) গ্রহণ; সূর্য ও পৃথিবীর মধ্যে চাঁদ এসে পড়লে, অথবা সূর্য ও চাঁদের মধ্যে পৃথিবী এসে পড়লে, তেমন অবস্থায় সূর্য ও চাঁদের আলোর সাময়িক, আংশিক বা পূর্ণ আচ্ছাদন: lunar eclipse, চন্দ্রগ্রহণ; solar eclipse, সূর্যগ্রহণ। (২) (লাক্ষণিক) সুনাম, শক্তি, দীপ্তি বা ঔজ্জ্বল্য হ্রাস। □(verb transitive) (১) (চাঁদ, গ্রহ ইত্যাদি) ম্লান করা; অন্ধকার করা। (২) (লাক্ষণিক) দীপ্তিতে ছাড়িয়ে যাওয়া; ঔজ্জ্বল্য ম্লান করে দেওয়া: Her beauty eclipsed the beauty of all other women in the party.
- English Word ecliptic Bengali definition [ইক্লিপ্টিক্] (noun) আকাশে সূর্যের পরিক্রমণপথ; গ্রহণরেখা।
- English Word eco-terrorism Bengali definition [ঈকো-টেররিজাম্] (noun) ব্যক্তি বা প্রতিষ্ঠানের কর্মকাণ্ডে পরিবেশের ভয়াবহ বিপর্যয়; প্রতিবেশ-সন্ত্রাস: eco-terrorism is closely related to civil disobedience.
- English Word ecocide Bengali definition [ঈকোসাইড্] [noun] [Uncountable noun, Countable noun] (eco আর cide মিলে তৈরি) ইচ্ছাকৃত বা জেনেবুঝেই পরিবেশদূষণ অথবা যুদ্ধ বাধিয়ে প্রাকৃতিক পরিবেশের ক্ষতিসাধন: However, we tend to be less aware of our own ecocide. ecocidal (adjective)
- English Word ecofriendly Bengali definition [ঈকোফ্রেন্ডলি] (adjective) স্বাভাবিক প্রকৃতিপরিবেশ বা এটার অধিবাসীদের কোনো ক্ষতি করে না এমন; প্রতিবেশবান্ধব: President on Tuesday flagged off a ecofriendly solar-powered car in Dhaka.
- English Word ecology Bengali definition [ঈক্ল্জি] [noun] [Uncountable noun] বাস্তব্যবিদ্যা; যে বিদ্যায় পরিবেশের সঙ্গে জীবজগতের সম্পর্ক আলোচিত হয়; ইকোলজ। ecological [ঈকালজিক্ল্] (adjective) বাস্তব্যবিদ্যাসংক্রান্ত; পরিবেশদূষণ সংক্রান্ত: the ecological effects of nuclear tests. ecologically [ঈক্ল্জিক্লি] (adverb) ecologist [ঈক্লজিস্ট্] (noun) বাস্তব্যবিদ্যার ছাত্র; বাস্তব্যবিদ্যাবিদ।
- English Word economic Bengali definition [ঈকানমিক্ America(n) একনমিক্] (adjective) (১) অর্থনীতিসংক্রান্ত; অর্থনৈতিক: the economic policy. (২) শিল্পবাণিজ্যসংক্রান্ত: economic geography.
- English Word economical Bengali definition [ঈকানমিক্ল্ America(n) একনমিক্ল্] (adjective) মিতব্যয়ী; হিসাবি। economically [ঈকানমিক্লি] (adverb)
- English Word economics Bengali definition [ঈকানমিক্স্ America(n) এক্নমিক্স্] [noun] [Uncountable noun] অর্থনীতি; দ্রব্যের উৎপাদন; বণ্টন ও ভোগসংক্রান্ত বিজ্ঞান। economist [ইকনামিস্ট্] (noun) (১) অর্থনীতিবিদ। (২) মিতব্যয়ী। economize, economise [ইকনামাইজ] (verb transitive), (verb intransitive) economize (on something) মিতব্যয়ী হওয়া; ব্যয়সংকোচ করা: He will economize on domestic expenses.