E পৃষ্ঠা ১১
- English Word emasculate Bengali definition [ইম্যাস্কিউলেইট্] (verb transitive) পৌরুষবর্জিত করা; হীনবীর্য করা; খোজায় পরিণত করা; খাসি করা। emasculation [ইম্যাসকিউলেইশ্ন্] (noun) খোজায় পরিণত করার প্রথা।
- English Word embalm Bengali definition [ইম্বা:ম্] (verb transitive) মমি করা; (মৃতদেহকে) রাসায়নিক প্রক্রিয়ায় ক্ষয় থেকে রক্ষা করা; সুবাসিত করা। embalmment (noun) মমি করার পদ্ধতি।
- English Word embankment Bengali definition [ইম্ব্যাংক্মন্ট্] [noun] [Countable noun] বেড়িবাঁধ।
- English Word embargo Bengali definition [ইম্বা:গোউ] (noun) (Plural embargoes [ইম্বা:গোউজ]) বাণিজ্যিক নিষেধাজ্ঞা; সরকারি নিষেধাজ্ঞা। lift raise/remove an embargo (from somebody) নিষেধাজ্ঞা বাতিল; পুনরায় বাণিজ্য শুরু করা। place/lay somebody under an embargo; put an embargo on somebody কারো উপর নিষেধাজ্ঞা আরোপ করা। □(verb transitive) (past tense, past participle embargoed) [ইম্বা:গোউড] নিষেধাজ্ঞা আরোপ করা; সরকারি স্বার্থে মাল ক্রোক করা।
- English Word embark Bengali definition [ইমবা:ক্] (verb intransitive), (verb transitive) (১) জাহাজে চড়ে যাত্রা করা; জাহাজে তোলা। (২) embark on/upon শুরু করা; অংশগ্রহণ করা। embarkation [এমবা:কেইশ্ন্] (noun)
- English Word embarrass Bengali definition [ইমব্যারাস্] (verb transitive) অস্বস্তি অথবা লজ্জায় ফেলা; মানসিক দুশ্চিন্তা অথবা অসুবিধার সৃষ্টি করা: embarrassing situation. embarrassing (adjective) embarrassingly (adverb) embarrassment [noun] [Uncountable noun] অস্বস্তি।
- English Word embassy Bengali definition [এম্বাসি] (noun) (Plural embassies) রাষ্ট্রদূতের দায়িত্ব; দূতাবাস; রাষ্ট্রদূত ও তার কর্মচারীবৃন্দ: the American embassy.
- English Word embattled Bengali definition [ইমব্যাটল্ড্] (adjective) (সামরিক বাহিনীর ক্ষেত্রে) যুদ্ধের জন্য প্রস্তুত; (লাক্ষণিক) আত্মরক্ষার অবস্থানে; (অট্টালিকার ক্ষেত্রে) গুলি চালানোর সচ্ছিদ্র দেওয়াল বিশিষ্ট।
- English Word embed Bengali definition [ইমবেড্] (verb transitive) (সাধারণত passive) embed (in) দৃঢ়ভাবে গেঁথে যাওয়া। (লাক্ষণিক): embeded in his heart.
- English Word embellish Bengali definition [ইম্বেলিশ্] (verb transitive) embellish (with) সুন্দর করা; অলংকৃত করা; চুমকি বসানো। embellishment [noun] [Uncountable noun] অলংকরণ।
- English Word ember Bengali definition [এমবা(র্)] (noun) (সাধারণত plural) জ্বলন্ত কয়লা; (plural) জ্বলন্ত উনুনের ছাই।
- English Word embezzle Bengali definition [ইমবেজল] (verb transitive) (কারো জিম্মায় রক্ষিত টাকা) আত্মসাৎ করা। embezzlement [noun] [Uncountable noun] অর্থ আত্মসাৎ।
- English Word embitter Bengali definition [ইম্বিটা(র্)] (verb transitive) তিক্ততার অনুভূতি জাগানো; তিক্ত করা। embitterment (noun) তিক্ততা।
- English Word emblem Bengali definition [এমব্লাম্] (noun) প্রতীক: an emblem of peace. emblematic [এমব্লাম্যাটিক] (adjective) emblem (of) প্রতীক বা প্রতিম।
- English Word embody Bengali definition [ইমবডি] (verb transitive) embody (in) (১) ভাবনার বাস্তবরূপ দান করা: embody truth. (২) অন্তর্ভুক্ত করা। (৩) প্রতিমূর্তি নির্মাণ করা। embodiment [ইম্বডিমান্ট্] [noun] [Countable noun] মূর্ত প্রকাশ।
- English Word embolden Bengali definition [ইম্বোউল্ডান্] (verb transitive) সাহস দেওয়া; আত্মবিশ্বাস সঞ্চার করা: Your feeling will embolden me to finish the job.
- English Word emboss Bengali definition [ইম্বস্ America(n) ইম্বোস্] (verb transitive) emboss (with) বুটি দ্বারা খচিত করা; চিত্র শোভিত করা।
- English Word embrace Bengali definition [ইমব্রেইস্] (verb transitive), (verb intransitive) (১) আলিঙ্গন করা: He embraced me. (২) গ্রহণ করা; সদ্ব্যবহার করা। (৩) অন্তর্ভুক্ত করা।
- English Word embrasure Bengali definition [ইমব্রেইজা(র্)] (noun) (১) তীর চালানোর জন্য দুর্গপ্রাচীরের উন্মুক্ত পরিসর। (২) প্রাচীন দুর্গের অন্দরপথবিশেষ।
- English Word embrocation Bengali definition [এমব্রকেইশ্ন্] [noun] [Uncountable noun] মালিশের লোশন।