E পৃষ্ঠা ৫
- English Word edition Bengali definition [ইডিশ্ন্] (noun) (১) (গ্রন্থ) সংস্করণ; প্রকাশিত গ্রন্থের আকার: a pocket edition. (২) একই টাইপে প্রকাশিত (গ্রন্থ, সংবাদপত্রের) মোটসংখ্যা; the third edition. দ্রষ্টব্য impression(৩)।
- English Word editor Bengali definition [এডিটা(র্)] (noun) সম্পাদক; সংবাদপত্রের কোনো পাতা বা অংশের সম্পাদক: the sports editor.
- English Word editorial Bengali definition [এডিটোরিআল্] (adjective) সম্পাদকীয়। □ [noun] [Countable noun] সম্পাদকীয় নিবন্ধ।
- English Word educate Bengali definition [এজুকেইট্] (verb transitive) শিক্ষাদান করা: educate your children. educator [এজুকেইটা(র্)] (noun) শিক্ষক; প্রশিক্ষক।
- English Word education Bengali definition [এজুকেইশ্ন্] [noun] [Uncountable noun] (১) শিক্ষা: The children should be given proper education. (২) জ্ঞান, কর্মদক্ষতা, চরিত্র ও মানসিক শক্তির বিকাশে প্রশিক্ষণ। educational [এজুকেইশান্ল্] (adjective) শিক্ষামূলক; শিক্ষাসংক্রান্ত: an educational programme. educationist [এজুকেইশনিস্ট্]; educationalist [এজুকেইশানালিস্ট্] (noun) শিক্ষাবিদ।
- English Word edutainment Bengali definition [এজুটেইনমান্ট্] [noun] [Countable noun, Uncountable noun Plural edutainments) educational entertainment থেকে বা education আর entertainment মিলে শব্দটি গঠিত হয়েছে। শিক্ষার পাশাপাশি বিনোদন দেওয়াই এটার লক্ষ্য: শিক্ষাবিনোদন; শিক্ষার মাধ্যমে বিনোদন: Most math edutainment software drops math drills inside an engaging story line.
- English Word Eedgah Bengali definition [ঈদগাহ্] (noun) =Idgah.
- English Word eel Bengali definition [ঈল্] (noun) বাইম বা বানমাছ। as slippery as an eel বাইম বা বানমাছের মতো পিচ্ছিল; (লাক্ষণিক) (ব্যক্তি) বিশ্বাসের অযোগ্য; অনির্ভরযোগ্য; নিয়ন্ত্রণ-অযোগ্য।
- English Word eerie, eery Bengali definition [ইআরি] (adjective) (eerier, eeriest) রহস্যজনক; আতঙ্কজনক। eerily [ইআরলি] (adverb) eeriness (noun) রহস্যময়তা।
- English Word efface Bengali definition [ইফেইস্] (verb transitive) (১) মুছে ফেলা; (লাক্ষণিক) নিশ্চিহ্ন করা; বিলোপ করা। (২) efface oneself দৃষ্টির অন্তরালে থাকা; নিজেকে লোকচক্ষুর অন্তরালে রাখা; নিজেকে গৌণভাবে উপস্থাপিত করা। effacement (noun)
- English Word effect Bengali definition [ইফেক্ট্](noun) [noun] (১) [Countable noun, Uncountable noun] ফলাফল; পরিণতি; প্রভাব: Our advice had no effect on him. the effects of medicine. of no effect, বৃথা; কাজে না-আসা। in effect. (ক) কার্যত; সত্যিকার অর্থে। (খ) (নিয়মকানুন) কার্যকর: The law is still in effect. bring/carry/put something into effect কার্যে পরিণত করা; কার্যকর করা। come into effect কার্যে পরিণত হওয়া: Your plan did not come into effect. give effect to সক্রিয় করা; পরিণতির দিকে এগিয়ে নেওয়া। take effect (ক) উদ্দিষ্ট ফলাফল পাওয়া। (খ) বলবৎ হওয়া; সক্রিয় হওয়া। (২) [Countable noun, Uncountable noun] দর্শক; শ্রোতা; পাঠকের মনে প্রতীতি জন্মানো। (৩) to this/that effect এই/সেই অর্থে। to the effect that বর্ণনাবহ: He has received a cable to the effect that….. to the same effect, একই মর্মে। (৪) (plural) দ্রব্য; সম্পদ: personal effects. no effects (সংক্ষেপে N/E) জমাকারীর হিসাবে টাকা না-থাকলে চেক ফেরত দেওয়ার সময় ব্যাংক কর্মচারীরা চেকের উপর ওই কথাগুলো লিখে রাখেন। □ (verb transitive) কার্যকর করা; সম্পাদন করা; ফলপ্রসূ করা।
- English Word effective Bengali definition [ইফেক্টিভ্] (adjective) (১) ফলপ্রসূ; কার্যকর: effective measures. (২) মনে দাগ কাটতে সক্ষম: an effective scheme. (৩) বাস্তবিক; বিদ্যমান: the effective membership. effectively (adverb) কার্যকরভাবে। effectiveness (noun) কার্যকারিতা।
- English Word effectual Bengali definition [ইফেক্চুআল্] (adjective) (ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য নয়) সার্থক: an effectual measure. effectually [ইফেক্চুআলি] (adverb) effectualness (noun)
- English Word effeminate Bengali definition [ইফেমিনাট্] (adjective) (পুরুষদের ক্ষেত্রে, নিন্দার্থে) মেয়েলি (স্বভাবের): an effeminate manner/voice/walk. effeminacy [ইফেমিনাসি] [noun] [Uncountable noun] মেয়েলিস্বভাব; মেয়েলিপনা।
- English Word effendi Bengali definition [এফেন্দি] (noun) (আরবদেশে) শিক্ষিত অথবা ক্ষমতাশালী ব্যক্তি; (তুরস্কে) মহাশয়।
- English Word effervesce Bengali definition [এফাভাস্] (verb intransitive) বুদ্বুদ নির্গত করা; (গ্যাসের ক্ষেত্রে) বুদ্বুদ আকারে ছাড়া; (লাতিন) (ব্যক্তি) আনন্দে উচ্ছ্বসিত। effervescence [এফাভেসনস্] [noun] [Uncountable noun] ভাবোচ্ছ্বাস; চরম উত্তেজনা। effervescent [এফাভাসনট্] (adjective) উচ্ছ্বাসপ্রবণ; উৎফুল্ল।
- English Word effete Bengali definition [ইফীট্] (adjective) জীর্ণ; ক্ষীণ; দুর্বল: effete culture. effeteness (noun) বিলুপ্তি; জীর্ণতা।
- English Word efficacious Bengali definition [এফিকেইশাস্] (adjective) (ব্যক্তির ক্ষেত্রে ব্যবহৃত হয় না) ঈপ্সিত ফল দিতে সক্ষম। efficaciously (adverb) efficacy [এফিকাসি] [noun] [Uncountable noun] ফলপ্রসূতা।
- English Word efficient Bengali definition [ইফিশ্নট্] (adjective) (১) (ব্যক্তি) সুদক্ষ। (২) কার্যকর: efficient method. efficiently (adverb) দক্ষভাবে; দক্ষতার সঙ্গে। efficiency [ইফিশনসি] (noun) দক্ষতা।
- English Word effigy Bengali definition [এফিজি] (noun) (Plural) effigies) [Countable noun] কোনো ব্যক্তির পুত্তলিকা; প্রতিমূর্তি (কাঠ, পাথর ইত্যাদিতে তৈরি)। in effigy প্রতীক হিসেবে: burn a person in effigy, ঘৃণার প্রতীকরূপে কুশপুত্তলিকা দাহ করা।