E পৃষ্ঠা ৭
- English Word Egyptian Bengali definition [ইজিপ্শন্] (adjective) মিসরীয়।
- English Word eh Bengali definition [এই] (interjection) বিস্ময়, সন্দেহ অথবা চুক্তি সম্পাদনে সম্মতিসূচক শব্দ।
- English Word Eid Bengali definition [ঈদ্] (noun) =Id.
- English Word eiderdown Bengali definition [আইডাডাউন্] (noun) তুলতুলে পালকভরা লেপ বা তোশক।
- English Word eight Bengali definition [এইট্] (adjective), (noun) (১) আট; অষ্ট। have one over the eight. অতিমাত্রায় মদ পান করা। (২) crew of eight in a rowing boat (দাঁড়টানা নৌকার) আটজন মাল্লা। দ্রষ্টব্যbow 3 (২), stroke(৩), eighth [এইট্থ] (adjective), (noun) অষ্টম। eightyly (adverb) eightpence [এইট্পানস্ America(n) এইট্পেনস্] (noun) eightpenny [এইট্পানি America(n) এইট্পেনি] (adjective) eighteen [এইটীন] (adjective), (noun) আঠারো। eighteenth [এইটীন্থ্] (adjective), (noun) আঠারোতম। eighty [এইটি] (adjective), (noun) আশি। the eighties আশির দশক। eightieth [এইটিআথ] (adjective), (noun) আশিতম।
- English Word eightsome Bengali definition [এইটসাম্] (noun) আট শিল্পীর স্কটিশ নাচবিশেষ।
- English Word einsteinium Bengali definition [আইন্স্টাইনিআম্] [noun] [Uncountable noun] প্লুটোনিয়াম থেকে কৃত্রিমভাবে নির্মিত অথবা হাইড্রোজেন বোমা বিস্ফোরণের পর প্রাপ্ত ধাতব পদার্থ, প্রতীক Es।
- English Word either Bengali definition [আইদা(র্) America(noun) ঈদার্] (adjective), (pronoun) (১) either (of) দুয়ের যেকোনো একটি। take either half; either of you should do this. (২) either (of) (তুলনীয় both and each-এর ব্যবহার): either and of the table. □ (adverb), (conjunction) (১) না-সূচক বর্ণনা এবং not-এর ব্যবহার: I don’t like him and I don’t like his sister either. (২) (না-সূচক বাক্যাংশের পর ব্যবহার) তাছাড়া; উপরন্তু। (৩) either …. or হয়... নয়: either you do or I will do it. He is either a novelist or a playwright.
- English Word ejaculate Bengali definition [ইজ্যাকইউলেইট্] (verb transitive) (১) আচমকা ও সংক্ষেপে বলা। (২) শরীর থেকে কিছু নির্গত করা; বীর্যপাত করা। ejaculation [ইজ্যাকইউলেইশ্ন্n] [noun] (১) [Countable noun] বিস্ময় প্রকাশ; আকস্মিক উক্তি। (২) বীর্যপাত।
- English Word eject Bengali definition [ইজেক্ট্] (verb transitive), (verb intransitive) eject (from) (১) কাউকে স্থানত্যাগে বাধ্য করা, বহিষ্কার করা। (২) নির্গত হওয়া। (৩) বিমান থেকে প্যারাসুটযোগে জরুরি অবতরণ করা। ejection [ইজেকশ্ন্] (noun) জরুরি অবতরণ। ejector [ইজেকটা(র্)] (noun) নিক্ষেপক; পিচকারি; উৎসাদক; বিতাড়ক। ejector seat (noun) প্যারাসুটযোগে পাইলটের নামার বিশেষ আসন।
- English Word eke Bengali definition [ঈক্] (verb transitive) (১) eke something out যৎসামান্য দিয়ে সহায়তা করা: eke out a student grant, অতি অল্প আয়ে জীবনধারণ করা: I’m fed up with having to eke out living on monthly incomes of 500 taka.
- English Word ekphrasis Bengali definition [ঈক্ফারেসিস্] (noun) (অপিচ ecphrasis, plural ekphrases) (১) কোনো বস্তু বিশেষ কোনো শিল্পকর্ম সম্বন্ধে পরিষ্কার অথচ দৃঢ় নিজস্ব মতামত অথবা চিত্রগত প্রাঞ্জল বর্ণনা। (২) (বিশেষত শিল্পকলায়) এমন একটি আলঙ্কারিক কৌশল যা অন্য একটি মাধ্যমের সঙ্গে এটার মৌলিক স্বভাব ও গঠনের বর্ণনা দেওয়ার পাশাপাশি তা সংজ্ঞায়িতও করে। (৩) এমন একটি আলঙ্কারিক কৌশল যা শুধু মনের চোখই দেখতে বা উপলব্ধি করতে পারে। (৪) বাস্তব অথবা কাল্পনিক বস্তুর সম্প্রসারিত ও অনুপুঙ্খ সাহিত্যিক বর্ণনা: The Illiad, is among the earliest examples of ‘ekphrasis’ a vivid description of a thing. (৫) কোনো চিত্রশিল্প বা ভাস্কর্যের সাহিত্যগত বর্ণনা বা টীকা। (৬) কোনো দৃশ্যের মৌখিক অথচ প্রাণবন্ত বর্ণনা। (৭) সাহিত্যকর্মের একটি ধারা বিশেষত কবিতা, যেখানে রচয়িতা কোনো বস্তুগত শিল্পকর্মের নিগূঢ় প্রতীকী তাৎপর্য (কবিতার মাধ্যমে) ফুটিয়ে তোলেন। □(adjective) ecphrastic বিশেষত কবিতার আকারে কোনো শিল্পকর্মের অন্তর্নিহিত ভাব বর্ণনা সম্পর্কিত: Ekphrasis poems are now understood to focus only on works of art ekphrasis usually paintings, photographs, or statues.
- English Word El Dorado Bengali definition [এল্ ডারা:ডোউ] (noun) (plural El Dorados [এল্ ডারাডোউজ্]) (আমেরিকা-বিজয়ী স্পেনবাসীদের) কল্পিত স্বর্ণভূমি; সোনার দেশ; সোনাদানায় ভরতি কল্পিত দেশ অথবা নগরী; সব পেয়েছির দেশ।
- English Word elaborate Bengali definition [ইল্যাবারাট্] (adjective) বিস্তারিত; সুনির্মিত: elaborate plans. □ (verb transitive) [ইল্যাবারেইট] বিশদভাবে সম্পন্ন করা; বিস্তারিত করা। elaborately (adverb) elaborateness (noun) elaboration (noun) বিস্তৃতি; বিশদ বর্ণনা।
- English Word élan Bengali definition [এইলা:ন্] [noun] [Uncountable noun] (ফরাসি) উৎসাহ; প্রাণাবেগ।
- English Word elapse Bengali definition [ইল্যাপ্স] (verb intransitive) (সময়) অতিক্রান্ত হওয়া।
- English Word elastic Bengali definition [ইল্যাস্টিক্] (adjective) (১) নমনীয় ও স্থিতিস্থাপক: Rubber is elastic. (২) (লাক্ষণিক) খাপ খাওয়াতে সক্ষম এমন। □ [noun] [Uncountable noun] স্থিতিস্থাপক ফিতা। elasticity [এল্যাস্টিসাটি America(n) ইল্যাস্টিসাটি (noun) স্থিতিস্থাপকতা; নমনীয়তা: elasticity of demand.
- English Word elate Bengali definition [ইল্যাইট্] (verb transitive) (সাধারণত passive) অনুপ্রাণিত হওয়া: elated by his success. elation [ইলেইশ্ন্] [noun] [Uncountable noun] অনুপ্রেরণা।
- English Word elbow Bengali definition [এলবোউ] (noun) কনুই; জামার হাতার অংশবিশেষ। at one’s elbow ঘনিষ্ঠ; খুব কাছের। out at elbows (ক) (পোশাক) জীর্ণ। (খ) (ব্যক্তি) জীর্ণ পোশাকপরিহিত। elbow grease [noun] [Uncountable noun] কঠোর শ্রম। elbowroom [noun] [Uncountable noun] সহজে চলাফেরার মতো পর্যাপ্ত জায়গা। □(verb transitive) কনুই দিয়ে ধাক্কা দেওয়া।
- English Word elder 1 Bengali definition [এল্ডা(র্)] (adjective) (পরিবারের সদস্য বিশেষ করে আত্মীয়তার বন্ধনে আবদ্ধদের ক্ষেত্রে প্রযোজ্য) জ্যেষ্ঠ; বয়সে বড়: He is elder to me. the elder (একই নামের দুজনকে আলাদা করে বোঝানোর জন্য নামের আগে অথবা পরে ব্যবহৃত): Karim the elder; the elder Rahim. elder statesman [এল্ডার্মান্] (plural eldermen) দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তি যার কাছে পরামর্শ চাওয়া হয়। □(noun) (১) (plural) বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবৃন্দ: advice of the elders. (২) কোনো কোনো খ্রিস্টান গির্জার কর্মচারী। (৩) the/somebody’s elder দুজনের মধ্যে বয়সে বড়।